তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ ঘটে কেন চিত্রসহ ব্যাখ্যা করো।
তাপ প্রয়ােগে কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি পায় কেন?
উত্তরঃ গ্রেভ স্যান্ডের পরীক্ষা বা বল ও আংটা পরীক্ষা : (i) একটি শিকল যুক্ত পিতলের বল এবং একটি ধাতব আংটা নেওয়া হল। আংটা ও বলটি এমনভাবে তৈরি যেন সাধারণ উষ্ণতায় বলটি আংটার ভেতর দিয়ে ঠিক ঠিক গলে যায়।
(ii) একটি স্ট্যান্ডের উপরের দিকে আটকানাে হুকের থেকে বলটি শিকলের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হল। রিংটি স্ট্যান্ডের নীচের দিকে আটকিয়ে রাখা হল। সাধারণ উষ্ণতায় বলটি রিং-এর মধ্যে দিয়ে গলে গেল।
(iii) এবার বলটি হুক থেকে খুলে নিয়ে কিছুক্ষণ গরম করে আবার হুক থেকে ঝুলিয়ে দেওয়া হল।
পর্যবেক্ষণ: এখন দেখা গেল বলটি রিং-এর ভেতর দিয়ে গলে গেল না, আটকে গেল। এবার গােলকটি ঠাণ্ডা জলে ডুবিয়ে ঠাণ্ডা করে আবার রিং-এর উপর ঝুলিয়ে দিলে দেখা যাবে বলটি রিং দিয়ে গলে গেল। এখন দেখা গেল উত্তাপে পিতলের বলের আয়তন বেড়েছে। তাই রিং-এর মধ্য দিয়ে গেল না। ঠাণ্ডা করতে গলে গেল।
এই পরীক্ষা দ্বারা প্রমাণ হয় উত্তাপে কঠিন পদার্থের আয়তন বাড়ে।