ট্রাম লাইনে ফাঁক রাখা হয় না কেন?
উত্তর: ট্রাম লাইন মাটির নীচে বসানাে হয়। লাইনকে গ্রানাইট পাথর ও সিমেন্ট দিয়ে ঘিরে রাখা হয়। ট্রামের চাকার ঘর্ষণে বা সূর্যের উত্তাপে লাইন উত্তপ্ত হলে সঙ্গে সঙ্গে ওই তাপ গ্রানাইট পাথর সিমেন্টের মাধ্যমে মাটিতে চলে যাবে। ফলে লাইনের কোনাে বৃদ্ধি হবে না। এইজন্য ট্রাম লাইনের মাঝে মাঝে ফাঁক রাখা হয় না।