প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে? প্রতিহার বংশের রাজনৈতিক প্রাধান্য বিস্তার সম্পর্কে আলোচনা করো।
প্রতিহার বা গুর্জর প্রতিহার বংশের রাজনৈতিক প্রাধান্য
উত্তর: খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর গােড়ার দিকে প্রথম নাগভট্ট গুর্জর-প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠা করেন।
প্রতিহার বংশের রাজনৈতিক প্রাধান্য:
গুর্জর প্রতিহার বংশের প্রাধান্য স্থাপিত হওয়ার পর থেকেই রাজনৈতিক উত্থান শুরু হয়। গুর্জররা ছিল মধ্য এশিয়ার মানুষ। ভারতবর্ষে এসে তারা ভারতীয় ধারাকে গ্রহণ করে। অষ্টম শতাব্দী থেকে গুর্জরদের উত্থান শুরু হয়। কনৌজ ছিল তার রাজধানী। নাগভট্টের উত্তরাধিকারের কৃতিত্বে পরে এই রাজ্য শক্তিশালী হয়ে ওঠে। আয়তনে এই সাম্রাজ্য হর্ষবর্ধনের সাম্রাজ্যের চেয়ে ছােটো ছিল না। প্রায় তিনশ বছর ধরে প্রতিহারগণ উত্তর ভারতে রাজত্ব করেছিলেন। প্রতিহার
বংশের প্রসিদ্ধ নরপতিদের মধ্যে দ্বিতীয় নাগভট্ট, প্রথম ভােজ মহেন্দ্র পাল বিশেষভাবে উল্লেখযােগ্য।
রাজা ভােজের আমলে প্রতিহার রাজ্য উত্তর ভারতের আরব সাগর থেকে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। প্রতিহার সাম্রাজ্যের গৌরব বেশি দিন স্থায়ী হয়নি। ৯১৬ খ্রিস্টাব্দে মহেন্দ্র পালের পুত্র রাষ্ট্রকূট নরপতি তৃতীয় ইন্দ্রের কাছে পরাজিত ও নিহত হন। প্রতিহার রাজাদের প্রধান শত্রু ছিলেন বাংলার পালবংশের এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের নরপতিগণ। প্রতিহারদের রাজধানী কনৌজের অধিকার ছিল পাল ও রাষ্ট্রকূট রাজাদের লক্ষ্য। ফলে এই তিন রাজবংশের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছিল।
প্রতিহার বংশের বিষয়ে কয়েকটি ছোট প্রশ্ন উত্তর
1. প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ প্রথম নাগভট্ট
2. গুর্জর প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ মিহির ভোজ।
3. প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ মিহির ভোজ ( প্রথম ভোজ)।
4. প্রতিহার বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ রাজ্যপাল।
5. প্রতিহাররা কোথায় রাজ্য স্থাপন করেছিল?
উঃ গুর্জর প্রতিহাররা রাজ্য স্থাপন করেছিল দক্ষিণ রাজপুতানায়।