প্রমাণ করাে জলের পার্শ্বচাপ আছে এবং পার্শ্বচাপ গভীরতার উপর নির্ভর করে।
পরীক্ষার দ্বারা প্রমাণ করাে জলের পার্শ্বচাপ আছে এবং পার্শ্বচাপ গভীরতার উপর নির্ভর করে।
উত্তরঃ পরীক্ষা : (i) একমুখ খােলা একটি লম্বা টিনের চোঙ নেওয়া হল। টিনের চোঙটির গায়ে একই উলম্ব রেখায় বিভিন্ন উচ্চতায় তিনটি ছিদ্র করে। ছিদ্র তিনটিকে মােম দিয়ে বন্ধ করে চোঙটিকে জলপূর্ণ করা হল।
(ii) এবার পিন দিয়ে তিনটি ছিদ্রের মােমগুলােকে খুলে দেওয়া হল।
পর্যবেক্ষণ: দেখা গেল সবচেয়ে নীচের ছিদ্র দিয়ে জল, দ্রুতবেগে বের হচ্ছে এবং দূরে গিয়ে পড়ছে। মাঝের ছিদ্র দিয়ে অপেক্ষাকৃত কম বেগে কম দূরে গিয়ে পড়ছে। সবার উপরের ছিদ্র দিয়ে জল আস্তে আস্তে বেরিয়ে চোঙের খুব কাছে পড়ছে।
সিদ্ধান্তঃ জলের পার্শ্বচাপের জন্য ছিদ্রগুলাে দিয়ে জল বেরিয়ে আসে। সবার উপরের ছিদ্র দিয়ে জল কম বেগে ও কম দূরে পড়ছে। সুতরাং এখানে পার্শ্বচাপ কম। সবার নীচের ছিদ্র দিয়ে সবচেয়ে জোরে ও সবচেয়ে দূরে পড়ছে। এখানে পার্শ্বচাপ সর্বোচ্চ বেশি। এর দ্বারা প্রমাণ হয় জল পার্শ্বচাপ দেয়। পার্শ্বচাপ জলের গভীরতার উপর নির্ভর করে।