ফারুকশিয়ারের ফরমান কি? ফারুকশিয়ারের ফরমান দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি সুবিধা লাভ করেছিল?
ফারুকশিয়ারের ফরমান
উঃ ১৭১৭ খ্রিস্টাব্দে মােগল সম্রাট ফারুকশিয়ার বার্ষিক ৩০০০ টাকার বিনিময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জন স্যারম্যানকে ভারতে বিনাশুল্কে অভ্যন্তরীণ ব্যাণিজ্যের ছাড়পত্র বা লাইসেন্স দিয়েছিলেন। এতে তাদের ব্যাবসার প্রয়ােজনে দস্তক ব্যবহারের ও মুর্শিদাবাদের টাকশাল ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়। এটিই ফারুকশিয়ারের ফরমান নামে পরিচিত।ফারুকশিয়ারের ফরমান দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি সুবিধা লাভ করেছিল?
উঃ সম্রাট ফারুকশিয়ারের ফরমান দ্বারা ইংরেজ কোম্পানি যে-সমস্ত সুবিধা পেয়েছিল, তা হল-
(i) ইংরেজ কোম্পানি বার্ষিক ৩০০০ টাকার বিনিময়ে ভারতে আমদানি-রপ্তানি বাণিজ্য করতে পারবে।
(ii) কোম্পানি বিনাশুল্কে কলকাতায় কারখানা তৈরি করতে পারবে।
(iii) শুধু বাণিজ্যিক নয়, রাজনৈতিক আধিপত্য ফরমান বলে ইংরেজরা লাভ করতে পারবে।
(iv) কোনােপ্রকার বাট্টা ছাড়াই কোম্পানি মাদ্রাজি মুদ্রা বাংলাতে চালাতে পারবে।
(v) কোম্পানি কলকাতার পার্শ্ববর্তী ৩৮টি গ্রাম কিনতে পারবে।
(vi) কোম্পানি মুরশিদাবাদের টাকশালকে ইচ্ছামতন কাজে লাগাতে পারবে।
(vii) আন্তর্জাতিক সুরাট বন্দর ব্যবহার করতে পারবে ইত্যাদি।