উটের অভিযোজন গত বৈশিষ্ট্য আলোচনা করো।
উটের অভিযােজন
উঃ উটের অভিযােজন : উট মরুভূমির প্রাণী, ঊষর পরিবেশে বসবাস করার জন্য উটের অভিযােজন গত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যথা- 1. উটের পাগুলি এবং গ্রীবা বেশ দীর্ঘ হওয়ায় মস্তক ভূমি থেকে অনেক উপরে থাকে এবং উত্তপ্ত বালির হাত থেকে রক্ষা পায়।
2. উটের পায়ের ক্ষুর চওড়া এবং পুরু হওয়ায় বালিতে চলা-ফেরা সহজ হয়।
3. উটের নাসারন্ধ্র কপাটিকা যুক্ত।
4. এদের কর্ণছিদ্রে এবং চোখের পাতায় বড় বড় নােম থাকায় সহজে বালি প্রবেশ করতে পারে না।
5.মরুভূমির শুষ্ক পরিবেশে জলকষ্ট নিবারণের জন্য এদের পিঠে চর্বিপূর্ণ কুঁজ থাকে। কুঁজের চর্বি বিপাক ক্রিয়ায় জল উৎপন্ন করে দেহকোষে সরবরাহ করে।
6. এদের পাকস্থলী সংলগ্ন জলকোষগুলি জল সঞ্চয় করে রাখায় এদের সহজে তৃষ্ণা পায় না।
7. উটের ত্বকে ঘর্মগ্রন্থি থাকে না। ত্বক বেশ পুরু হওয়ায় সহজে বাষ্পীভবন হয় না।
3. বাদূরের অভিযোজনগত বৈশিষ্ট্য