নয়া ডারউইনবাদ কি?
নয়া ডারউইনবাদ কি?
উঃ সহজবােধ্য ও বাস্তবধর্মী হওয়ায় প্রাকৃতিক নির্বাচনবাদ অতি সহজেই বিজ্ঞানী মহলে স্বীকৃতিলাভ ও আলােড়ন সৃষ্টি করেছিল এবং জীব-অভিব্যক্তির সর্বজনগ্রাহ্য মতবাদরূপে খ্যাতি লাভ করে। পরবর্তীকালে আণবিক জীববিদ্যা, বংশগতিবিদ্যা, পরিব্যক্তি, বাস্তুরীতি প্রভৃতি বিষয়ে মানুষের জ্ঞানের পরিধি প্রসারিত হওয়ায় প্রাকৃতিক নির্বাচন মতবাদের বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে। ফলে প্রাকৃতিক নির্বাচনবাদের পুনঃবিশ্লেষণ ও নয়া-মূল্যায়ন করার প্রয়ােজন দেখা দেয়।
ভাইসম্যান, দ্য-ভিস্, গােল্ডস্মিথ, হলডেন, ফোর্ড, রাইট, কেল্ডওয়েল প্রমুখ বিজ্ঞানীগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ডারউইনের মতবাদকে বিচার-বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক মূল্যায়ন করে নতুনভাবে প্রাকৃতিক নির্বাচনবাদের সংস্কার সাধন করেন। এঁদের প্রতিষ্ঠিত মতবাদকে আধুনিক সংশ্লেষবাদ (Modern Synthetic Theory) বলা হয় অনেকের মতে এটিই নয়া ডারউইনবাদ।
সুতরাং নয়া ডারউইনবাদ একটি বিশেষ মতবাদ নয়, কতকগুলি মতবাদের সমষ্টি মাত্র।