বৃদ্ধি ও জননের মধ্যে সম্পর্ক কি?
বৃদ্ধি ও জননের মধ্যে সম্পর্ক
উঃ বৃদ্ধি ও জননের মধ্যে সম্পর্ক গুলো নিচে দেয়া হল-
1. বৃদ্ধি ও জনন একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত, জীবদেহের বৃদ্ধি ঘটার ফলে জীব পরিণতিপ্রাপ্ত হয় এবং তারা জননে সক্ষম হয়। জীবদেহে প্রথমে অঙ্গজ বৃদ্ধি এবং পরে জননগতবৃদ্ধি ঘটে। জীবদেহের জনন অঙ্গের পরিণতি ঘটলেই জীবটি জননে সক্ষম হয়, সুতরাং বৃদ্ধি হলে অপত্যজীব পূর্ণাঙ্গ জীবে পরিণত হতে পারে না এবং বংশবিস্তারেও সক্ষম হয় না।
2. অঙ্গজ জননের সময় জীবদেহের বৃদ্ধির ফলে মুকুল, বুলবিল ইত্যাদি তৈরী হয় এবং এরা বিচ্ছিন্ন হয়ে জননে অংশ নেয়।
3. অযৌন জননে রেণু সৃষ্টির পূর্বে কোষ বিভাজন ঘটে।
4. যৌন জননে নিষেকের পর ভ্রণ গঠন কোষবিভাজন ও বৃদ্ধির মাধ্যমেই ঘটে।