অধিবর্ষ কাকে বলে?
লিপ ইয়ার বা অধিবর্ষ
উত্তর: পৃথিবীর সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা ৩৬৫ দিন ৬ ঘণ্টা। কিন্তু ৩৬৫ দিনে এক বছর ধরা হয়। এখন ৬ ঘণ্টা সময় অতিরিক্ত থেকে যায়। এই ৬ ঘণ্টাকে প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে ২৯ দিনে মাস ধরা হয় (৪ x ৬ ঘণ্টা = ২৪ ঘণ্টা = ১ দিন)। ওই বছরটিকে ৩৬৬ দিনে বছর ধরা হয়, একে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। সাধারণভাবে খ্রিস্টাব্দ সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলে যদি কোনাে ভাগশেষ না থাকে তবে ওই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়।
Wow
Umm ......Gd .....😇
👍👍
Hello
Ok ok