দ্বৈত শাসন কি?
দ্বৈত শাসন কি?
উঃ দ্বৈতশাসন হল একই কাঠামাের মধ্যে দু-ধরনের শাসনের অস্তিত্ব। ১৭৬৫-তে লর্ড ক্লাইভ বাংলার নবাব নজমউদদৌল্লার সঙ্গে এক চুক্তিতে কোম্পানির হাতে সামরিক ও অর্থনৈতিক দায়িত্ব তুলে নেয় এবং নবাবের হাতে থাকে রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। নবাব কার্যত পরিণত হন ক্ষমতাহীন নামমাত্র শাসকে। এটিই দ্বৈতশাসন নামে পরিচিত।দ্বৈত শাসনের প্রবর্তক কে?
উঃ লর্ড ক্লাইভ।