ল্যান্ডফিল গ্যাস কাকে বলে?
ল্যান্ডফিল গ্যাস কাকে বলে ?
উত্তর: জৈব বর্জ্য পদার্থগুলােকে দু’মিটার উঁচু করে তার উপর মাটির একটি মােটা প্রলেপ দিয়ে তার উপর আবার একটি স্তর জৈব বর্জ্য পদার্থ রেখে তার উপর মাটির প্রলেপ এভাবে কয়েকটি স্তর সাজিয়ে সর্বশেষ স্তরে এক মিটার মাটির স্তরে ভালােভাবে ঢেকে রাখতে হবে। এখন জঞ্জালের ঢিবির মধ্যে বিভিন্ন ব্যাকটিরিয়ার কাজের ফলে ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে এর ফলে মিথেন, অ্যামােনিয়া, কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসগুলােকে ল্যান্ডফিল গ্যাস বলে।