লুইস ক্ষার ও লুইস এসিড
লুইস ক্ষার ও লুইস অ্যাসিড
লুইসের মতবাদ ( LEWIS CONCEPT): 1923 সালে G.N. Lewis অ্যাসিড ক্ষার সংক্রান্ত যে সংজ্ঞা দেন। সংজ্ঞাগুলি নিচে দেওয়া হল-
1. লুইস এসিড কাকে বলে? লুইস এসিড এর উদাহরণ দাও।
উঃ লুইস অ্যাসিড: যে সকল পদার্থ অন্য কোন পদার্থ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে তাদের বলে লুইস অ্যাসিড।
লুইস এসিড এর উদাহরণ হল BF3, AlCl3
2. লুইস ক্ষার কাকে বলে? লুইস ক্ষারের উদাহরণ দাও।
উঃ যে সকল পদার্থ অন্য কোন পদার্থ কে ইলেকট্রন জোড় দান করতে পারে তারা লুইস ক্ষার।
লুইস ক্ষারের উদাহরণ হল NH3, H2O ইত্যাদি যৌগে নাইট্রোজেন ও অক্সিজেনের ইলেকট্রন জোড় আছে যা এরা দান করতে সক্ষম। সুতরাং এরা লুইস ক্ষার।