জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা কি?
জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা কি?
উঃ যে জৈবিক পদ্ধতিতে জীব তার নিজের সত্তা বা আকৃতিবিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে প্রজাতির অস্তিত্ব বজায় রাখে এবং সংখ্যা বৃদ্ধি করে, তাকে জনন বা বংশবিস্তার বা রিপ্রােডাকশন বলে।
জননের প্রয়োজনীয়তা কি?
উঃ জননের প্রয়োজনীয়তা গুলি হল-
1. জননের মাধ্যমে জীব তার প্রজাতির সংখ্যা বাড়ায় এবং নিজের অস্তিত্বকে বজায় রাখে।
2. জননের মাধ্যমে জীব তার বংশের ধারাবাহিকতা বজায় রাখে। বংশবিস্তার না হলে জীবের মৃত্যুর পর পৃথিবীতে জীবের অস্তিত্ব বিলুপ্ত হত।
3. জননের ফলে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় থাকে।
4. যৌন জননের মাধ্যমে অপত্য জীবে নানান বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে। এর ফলে প্রজাতির মধ্যে প্রকারণ বা ভেদ (variation) দেখা দেয়। এই রকম ভেদ জীবের ক্রমবিকাশ (evolution) অর্থাৎ অভিব্যক্তিতে সহায়তা করে।
5. যৌন জননের দ্বারা জীবদেহে পরিব্যক্তি বা মিউটেশন (mutation) ঘটে, যা জীবের অভিব্যক্তি ঘটাতে সহায়তা করে।
জনন কয় প্রকার কি কি?
উঃ জীবজগতে জনন চার প্রকার যেমন :
1. অঙ্গজ জনন (Vegetative Reproduction)
2. অযৌন জনন (Asexual Reproduction)
3. যৌন জনন (Sexual Reproduction)
4. অপুংজনি (Parthenogensis)।