শ্রুতিমধুর শব্দের বৈশিষ্ট্য গুলি লেখাে।
শ্রুতিমধুর শব্দের বৈশিষ্ট্য
উঃ শ্রুতিমধুর শব্দের তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলি হলাে—
(i) প্রাবল্য বা তীব্রতা,
(ii) তীক্ষ্ণতা এবং
(iii) গুণ বা জাতি।
i) প্রাবল্য বা তীব্রতা : শব্দের বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফল বিশিষ্ট স্থানের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দশক্তি প্রবাহিত হয়, তাকে এই শব্দের প্রাবল্য বা তীব্রতা বলে।
ii) তীক্ষতা: সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য বিশিষ্ট খাদের সুর এবং চড়া
সুরের মধ্যে পার্থক্য বােঝা যায়, তাকে তীক্ষ্ণতা বলে।
iii) গুণ বা জাতি : যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য এবং তীক্ষ্ণতাবিশিষ্ট সুরগুলির মধ্যে পার্থক্য বােঝা যায়, তাকে সুরযুক্ত শব্দের গুণ বা জাতি বলে।