বচন কাকে বলে? বচন কয় প্রকার ও কি কি?
বচন (Number)
যার ধারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা নির্ণয় করা হয় তাকে বচন (Number) বলে।
বচন দুই প্রকার। যথা-
1. একবচন ( Singular number )
2. বহুবচন ( Plural number)
এক বচন কাকে বলে? এক বচনের উদাহরণ দাও।
উঃ একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বােঝায় তাকে একবচন বলে। যেমন-বালকটি যাচ্ছে। এখানে বালকটি একটি মাত্র বালককে বােঝাচ্ছে।
বহু বচন কাকে বলে ? বহুবচনের উদাহরণ দাও।
উঃ একাধিক ব্যক্তি বা বস্তুকে বােঝায় তাকে বহুবচন বলে। যেমন-বালকেরা যাচ্ছে। এখানে বালকেরা বলতে একাধিক বালক বােঝাচ্ছে।
একবচনে কতকগুলি নিয়মগুলি মনে রাখা প্রয়ােজন-
1. এক, একটি বা একজন ব্যবহার করে একবচন বােঝানাে যায়।
যেমন— এক গ্লাস দুধ। একটি কলম। একজন লােক।
2. কেবলমাত্র একটি শব্দ ব্যবহার করে একবচন হয়। যথা- গাছ, গােরু, মেয়ে, কুকুর, ছাত্র, পাখি।
3. শব্দের সঙ্গে টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি যুক্ত করে একবচনাস্ত পদ গঠন করা হয়। যেমন- কলমটা ভাল। ছেলেটি সুন্দর। ছাতাখানা দাও। বইখানা কোথায় ? লাঠিগাছা দাও।
বহুবচন বােঝাবার জন্য কতকগুলি নিয়ম মনে রাখা বিশেষ প্রয়ােজন -
1. শব্দের শেষে রা, এরা যােগ করে বহুবচন করা হয়। যেমন—বালকেরা, মানুষেরা,বালিকারা, মেয়েরা।
2. গুলা, গুলি, দের, দিগকে, দিগের প্রভৃতি যােগ করে বহুবচন করা হয়। যেমন- কুকুরগুলাে, গােরুগুলাে, ছেলেদের, বালকদিগকে, তাহাদিগের।
3. বৃন্দ, রাশি, গণ, দল, সমূহ, সকল, সব প্রভৃতি বহুত্ববােধক শব্দ যােগ করে বহুচন করা হয়। যেমন- ছাত্রবৃন্দ, মেঘরাশি, জলরাশি, শিক্ষকগণ, ছেলের দল, পুস্তকাসমূহ, বৃক্ষসকল, পাখিসব।
৪. একই শব্দের পুনরাবৃত্তি করে বহুবচন করা হয়। যেমন—ঝুড়ি ঝুড়ি আম, বড় বড় কলা; লাল লাল ফুল।
সর্বনাম শব্দ গুলিতে বহুবচন যে ভাবে হয়
একবচন | বহুবচন |
---|---|
আমি | আমরা, আমাদের, আমাদিগের |
তুমি | তোমরা, তোমাদের, তোমাদিগের |
সে | তাহারা, তাহাদের, তাহাদিগের, তারা, তাদের |