বচন কাকে বলে? বচন কয় প্রকার ও কি কি?

বচন (Number)
বচন কাকে বলে? বচন কয় প্রকার ও কি কি?
যার ধারা বিশেষ্য ও সর্বনাম পদের সংখ্যা নির্ণয় করা হয় তাকে বচন (Number) বলে। 
বচন দুই প্রকার। যথা- 
1. একবচন ( Singular number )
2. বহুবচন ( Plural number)
এক বচন কাকে বলে? এক বচনের উদাহরণ দাও।
উঃ একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বােঝায় তাকে একবচন বলে। যেমন-বালকটি যাচ্ছে। এখানে বালকটি একটি মাত্র বালককে বােঝাচ্ছে।
বহু বচন কাকে বলে ? বহুবচনের উদাহরণ দাও।
উঃ একাধিক ব্যক্তি বা বস্তুকে বােঝায় তাকে বহুবচন বলে। যেমন-বালকেরা যাচ্ছে। এখানে বালকেরা বলতে একাধিক বালক বােঝাচ্ছে।
একবচনে কতকগুলি নিয়মগুলি মনে রাখা প্রয়ােজন-
1. এক, একটি বা একজন ব্যবহার করে একবচন বােঝানাে যায়। 
যেমন— এক গ্লাস দুধ। একটি কলম। একজন লােক।
2. কেবলমাত্র একটি শব্দ ব্যবহার করে একবচন হয়। যথা- গাছ, গােরু, মেয়ে, কুকুর, ছাত্র, পাখি।
3. শব্দের সঙ্গে টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি যুক্ত করে একবচনাস্ত পদ গঠন করা হয়। যেমন- কলমটা ভাল। ছেলেটি সুন্দর। ছাতাখানা দাও। বইখানা কোথায় ? লাঠিগাছা দাও।
বহুবচন বােঝাবার জন্য কতকগুলি নিয়ম মনে রাখা বিশেষ প্রয়ােজন -
1. শব্দের শেষে রা, এরা যােগ করে বহুবচন করা হয়। যেমন—বালকেরা, মানুষেরা,বালিকারা, মেয়েরা।
2. গুলা, গুলি, দের, দিগকে, দিগের প্রভৃতি যােগ করে বহুবচন করা হয়। যেমন- কুকুরগুলাে, গােরুগুলাে, ছেলেদের, বালকদিগকে, তাহাদিগের।
3. বৃন্দ, রাশি, গণ, দল, সমূহ, সকল, সব প্রভৃতি বহুত্ববােধক শব্দ যােগ করে বহুচন করা হয়। যেমন- ছাত্রবৃন্দ, মেঘরাশি, জলরাশি, শিক্ষকগণ, ছেলের দল, পুস্তকাসমূহ, বৃক্ষসকল, পাখিসব।
৪. একই শব্দের পুনরাবৃত্তি করে বহুবচন করা হয়। যেমন—ঝুড়ি ঝুড়ি আম, বড় বড় কলা; লাল লাল ফুল।
সর্বনাম শব্দ গুলিতে বহুবচন যে ভাবে হয়
একবচন বহুবচন
আমি আমরা, আমাদের, আমাদিগের
তুমি তোমরা, তোমাদের, তোমাদিগের
সে তাহারা, তাহাদের, তাহাদিগের, তারা, তাদের
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url