পুরুষ কাকে বলে? পুরুষ কয় প্রকার ও কি কি?

পুরুষ কাকে বলে? পুরুষ কয় প্রকার ও কি কি?
1. পুরুষ কাকে বলে?
উঃ ক্রিয়ার কর্তা এবং কর্মের বিশেষ ভাবরূপকেই পুরুষ বলা হয়।
2. পুরুষ কথার অর্থ কি?
উঃ ব্যাকরণে পুরুষ বলতে পুরুষ জাতীয় প্রাণীকে বােঝায় না। পুরুষ শব্দটি ব্যাকরণে এক বিশেষ অর্থ বহন করে। ক্রিয়ার কর্তা এবং কর্মের বিশেষ ভাবরূপই হল পুরুষ। ভাষায় ব্যবহৃত যাবতীয় বিশেষ্য পদ কোনাে না কোনাে পুরুষের অন্তর্গত।
3. পুরুষ কয় প্রকার কি কি?
উঃ  সংস্কৃত এবং ইংরাজির মত বাংলা বিশেষ্য পদগুলিকে তিনটি পুরুষে ভাগ করা হয়েছে।
1. উত্তম পুরুষ 
2. মধ্যম পুরুষ এবং 
3. প্রথম পুরুষ।
4. উত্তম পুরুষ কাকে বলে? উত্তম পুরুষের উদাহরণ দাও।
উঃ কোনাে বাক্যের বক্তা নিজে সর্বদাই উত্তম পুরুষ। বক্তা নিজেকে বােঝাতে যে সকল সর্বনাম পদ ব্যবহার করে সেগুলাে সব উত্তম পুরুষ। 
যেমন—আমি, আমরা, আমাদের ইত্যাদি।
5. মধ্যম পুরুষ কাকে বলে? মধ্যম পুরুষের উদাহরণ দাও।
উঃ কাউকে কিছু বলবার সময় বক্তা সেই উদ্দিষ্ট ব্যক্তির বা শ্রোতার পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করে সেই সর্বনামগুলি সব মধ্যম পুরুষ। 
যেমন—তুমি, তােমরা, আপনি আপনারা, তুই, তােরা, তােমাকে, আপনাদের ইত্যাদি।
6. মধ্যম পুরুষ কয় প্রকার কি কি?
উঃ মধ্যম পুরুষ তিন প্রকার যথা- 
1. সাধারণ মধ্যম পুরুষ
2. সম্মানসূচক মধ্যপুরুষ এবং 
3. অবজ্ঞাসূচক মধ্যম পুরুষ।
7. সাধারণ মধ্যম পুরুষের উদাহরণ দাও।
উঃ সাধারণ মধ্যম পুরুষের উদাহরণ হল- তুমি, তােমরা, তােমাদের, তােমাকে, ইত্যাদি।
8. সম্মানসূচক মধ্যম পুরুষের উদাহরণ দাও।
উঃ সম্মানসূচক মধ্যম পুরুষ—আপনি, আপনারা, আপনাকে ইত্যাদি।
9. অবজ্ঞাসূচক মধ্যম পুরুষের উদাহরণ দাও।
উঃ অবজ্ঞাসূচক মধ্যম পুরুষ—তুই, তােরা, তােকে ইত্যাদি।
10. প্রথম পুরুষ কাকে বলে? প্রথম পুরুষ কয় প্রকার ও কি কি?
উঃ বক্তা যখন সামনে অনুপস্থিত কারও সম্পর্কে কিছু বলে তখন তার নাম বা নামের পরিবর্তে যে সর্বনাম পদ প্রয়ােগ করে, সেটি প্রথম পুরুষ
প্রথম পুরুষ সর্বনাম দুই প্রকার— 1. সাধারণ প্রথম পুরুষ, 2. সম্মান সূচক প্রথম পুরুষ।
11. সাধারণ প্রথম পুরুষের উদাহরণ দাও।
উঃ সাধারণ প্রথম পুরুষ—সে, তারা, তাহারা।
12. সম্মানসূচক প্রথম পুরুষের উদাহরণ দাও।
উঃ সম্মান সূচক প্রথম পুরুষ—তিনি, তারা, তাহারা।


** ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে **
Next Post Previous Post
16 Comments
  • Unknown
    Unknown August 28, 2021 at 11:30 PM

    উপকৃত হলাম

    • Anonymous
      Anonymous October 28, 2022 at 12:46 PM

      true

    • Anonymous
      Anonymous November 25, 2022 at 9:11 PM

      Good boy

  • Unknown
    Unknown April 2, 2022 at 7:49 PM

    উপকৃত হইলাম ধন্যবাদ

    • Anonymous
      Anonymous February 3, 2024 at 8:00 AM

      I found this question answer .so thank you

  • Anonymous
    Anonymous September 17, 2022 at 4:44 AM

    সত্যি বলছি বইয়ে থাকা কন্টেন্ট থেকে অনেক সহজে বোঝা সম্ভব এখানে 💯♥️

    • ExamOne
      ExamOne September 23, 2022 at 6:07 AM

      ধন্যবাদ

  • Anonymous
    Anonymous September 26, 2022 at 7:53 AM

    হত খুব সহজে বুঝতে পারলাম

    • Anonymous
      Anonymous October 26, 2022 at 11:55 AM

      Dhonnobad

  • Anonymous
    Anonymous November 27, 2022 at 9:01 PM

    Ok

    • Anonymous
      Anonymous December 5, 2023 at 6:22 PM

      ok

  • Anonymous
    Anonymous December 1, 2022 at 11:27 AM

    Thanks

  • Anonymous
    Anonymous December 4, 2022 at 1:53 PM

    tnx

  • Anonymous
    Anonymous June 30, 2023 at 7:38 PM

    Khub valo kore lekha acha ...bachader bojhate onk subidha hocha

  • Anonymous
    Anonymous December 4, 2023 at 11:06 AM

    উপকৃত হলাম , ধন্যবাদ

  • News Bengal
    News Bengal December 10, 2023 at 8:46 PM

    ভালো লাগলো

Add Comment
comment url