বংশগতি

বংশগতির প্রশ্ন উত্তর

বংশগতির অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. জিনতত্ত্বের জনক কে?
উঃ গ্রেগর জোহান মেন্ডেল।
2. মেণ্ডেলের আবিষ্কৃত মৌলিক সূত্রগুলিকে এক কথায় কি বলা হয় ?
উঃ মেন্ডেলতত্ব বা মেন্ডেলবাদ।
3. মেণ্ডেলের এক সংকর পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি কি?
উঃ পৃথগভবনের সূত্র ( Law of Segregation).
4. মেণ্ডেলের দ্বি-সংকর পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি কি?
উঃ স্বাধীন বন্টনের সূত্র।
5. বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিনযুগ্মকে কি বলে?
উঃ অ্যালীল।
6. মেণ্ডেলের একসংকর জননে উৎপন্ন 3 : 1 অনুপাতকে কি বলে?
উঃ ফেনোটাইপ
7. মেণ্ডেলের একসংকর জননে উৎপন্ন 1 : 2 : 3 : 1 অনুপাতকে কি বলে ?
উঃ জেনোটাইপ।
৪. মেণ্ডেলের পরীক্ষায় ‘TT’ বলতে কি বােঝায় ?
উঃ বিশুদ্ধ লম্বা
9. মেণ্ডেলের পরীক্ষায় ‘Tt' বলতে কি বােঝায়?
উঃ সংকর লম্বা।
10. দুটি প্রচ্ছন্ন জিন বহনকারী বংশগতি রােগের নাম কি?
উঃ হিমোফিলিয়া, বর্ণান্ধতা
11. দুটি লিঙ্গ সংযােজিত জিনের উদাহরণ দাও।
উঃ সেক্স লিংকড জিন, হোলান্ড্রিক জিন।
12. সংকরায়ণ পদ্ধতিতে সৃষ্ট দুটি উচ্চফলনশীল ধানের নাম কি?
উঃ পদ্মা, জয়া, রত্না, জগন্নাথ, IR-8
13. সংকরায়ণ পদ্ধতিতে সৃষ্ট দুটি উচ্চফলনশীল গমের নাম কি ?
উঃ লারমা, রোজা, জনক, গিরীজা
14. কৃত্রিম প্রজনন ঘটিয়ে অধিক দুগ্ধ প্রদানকারী একটি গাভীর উদাহরণ দাও।
উঃ জার্সি শাহিওয়াল।
15. অধিক ডিম্ব প্রদানকারী দুটি মুরগির নাম কি?
উঃ লেগ হর্ন, রোড আইল্যান্ড রেড, মিনোরকা, প্লিমাউথ রক।
16. অধিক মাংস প্রদানকারী মুরগি কোনটি ?
উঃ ব্রয়লার।
17. অধিক ডিম্ব প্রদানকারী দুটি হাঁসের নাম কর।
উঃ রানার, নাগেশ্বরী, খাকি ক্যাম্পবেল।
18. একটি জীবের জিনােটাইপ (হােমােজাইগাস বা
হেটেরোজাইগাস) জানার জন্য কোন ক্রস করা হয়?
উঃ টেস্ট ক্রস।
19. কোন ক্রসের সাহায্যে স্বাধীন বিন্যাসসূত্রটি প্রমাণ করা যায়?
উঃ Dihybrid cross
20. অসম্পূর্ণ প্রকটতার ফলে সৃষ্ট F2 প্রজন্মে গঠিত ফিনােটাইপের অনুপাত কত?
উঃ 1:2:1
21. মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে ?
উঃ পৃথকভবনের সূত্র।
22. একটি  এক সংকর ক্রসের ফলে F2 এর জিনােটাইপের অনুপাত কত ?
উঃ 1:2:1
23. কোন বৈশিষ্ট্যটি মটর গাছের ক্ষেত্রে প্রচ্ছন্ন ?
উঃ কুঙ্চিত বীজ।
24. একটি সংকর জীবের সঙ্গে তাঁর পিতা বা মাতার ক্রসকে কি বলে?
উঃ ব্যাক ক্রস বলে।
25. মেন্ডেল তার পরীক্ষার জন্য মটরগাছের কত জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন?
উঃ 8 জোড়া।
26. কোন ক্রসে 1:1:1:1 অনুপাত দেখা যায়?
উঃ দ্বিসংকর টেস্ট ক্রসে।
27. যে ধর্মের ফলে কোনো জিন অপর একটি জিনের বহিঃপ্রকাশকে বাধা দেয় তাকে কি বলে?
উঃ এপিস্ট্যাটিস।
28. এক সংকর টেস্ট ক্রসের অনুপাত কত?
উঃ 1:1
29. Test cross কোনটি ?
উঃ Tt × tt
30. বর্ণান্ধ মানুষ কোন রং পৃথক করতে পারে না ?
উঃ লাল - সবুজ।
31. বর্ণান্ধ কন্যা কখন জন্মায় ?
উঃ বাহক মাতা, বর্ণান্ধ পিতা।
32. হিমোফিলিয়া একটি জিনঘটিত অস্বাভাবিকতা যার ফলস্বরূপ কি ঘটে?
উঃ রক্ত তঞ্চন বিলম্বিত হয়।
33. মানুষের কোন প্রকার বংশানুক্রমিক রোগ বাবার কাছ থেকে ছেলের দেহে সঞ্চারিত হয় ?
উঃ y ক্রোমোজোম সংযোজিত রোগ।
34. পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ বেশি দেখা যাওয়ার কারন কি?
উঃ X - ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
28. একজন স্বাভাবিক মহিলা যার পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক ছিল। তিনি একজন বর্ণান্ধ পুরুষকে বিয়ে করলেন। তাঁদের সন্তানদের মধ্যে বর্ণান্ধের সম্ভাবনা কত হবে?
উঃ 50% পুত্র ও 50% কন্যা।
29. একটি হিমােফিলিক পুরুষ একটি বাহক মহিলাকে বিয়ে করলে তাদের কন্যাসন্তানদের মধ্যে কত শতাংশ হিমােফিলিয়া দেখা যাবে?
উঃ 75%
32. সাধারণভাবে মিউটেশন কি প্রকৃতির হয় ?
উঃ অসম্পূর্ণ প্রকট।
33. ডাউন সিনড্রোমের কারণ কি ?
উঃ ক্রোমোেজামের নন-ডিসজাংশন।
34. বার বডি কোথায় পাওয়া যায় ?
উঃ স্ত্রী স্তন্যপায়ী প্রাণীর ইন্টারফেজ কোশে।
35. DNA সংশ্লেষের জন্য প্রযোজনায় উৎসেচক কোনটি?
উঃ DNA পলিমারেজ ও DNA লাইগেজ
36. DNA রেপ্লিকেশন প্রক্রিয়াকে কি বলে ?
উঃ সেমিকনজারভেটিভ
37. ট্রান্সক্রিপশন বলতে কি বােঝায় ?
উঃ DNA থেকে RNA সংশ্লেষ।
38. ট্রান্সক্রিপশনের জন্য কোন উৎসেচকের প্রয়ােজন হয়?
উঃ RNA পলিমারেজ
39. রিভার্স ট্রান্সক্রিপটেজ কি ?
উঃ RNA নির্ভর RNA পলিমারেজ।
40. ডাউন সিনড্রোম রোগাক্রান্ত স্ত্রীলোকের বার বডির সংখ্যা কত ?
উঃ 3
41. RNA থেকে DNA উৎপাদনকারী উৎসেচক কোনটি?
উঃ রিভার্স ট্রান্সক্রিপটেজ।
42. অ্যান্টিকোডন কোথায় থাকে?
উঃ t- RNA
43. কোন প্রক্রিয়ায় DNA থেকে m-RNA তৈরি হয়?
উঃ ট্রানস্ক্রিপশন।
44. কোন প্রক্রিয়ায় প্রোটিন সংশ্লেষিত হয়?
উঃ ট্রান্সলেশন প্রক্রিয়া।
45. কোন অনুতে DNA কোডের বার্তা নিহিত থাকে?
উঃ t-RNA
46. ক্রোমোজোমের কোন দশায় DNA প্রতিলিপিকরণ ঘটে?
উঃ S দশায়।
47. বংশগত রোগ কি কি?
উঃ অ্যালবিনিজম, অ্যালকাপটোনিউরিয়া, ব্র্যাকিড্যাক্টাইলি, হিমোফিলিয়া বা খ্রিসমাস রোগ, বর্ণান্ধতা, সিস্টিনিউরিয়া, সিকল সেল অ্যানিমিয়া।

বংশগতির সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

1. বংশগতি কাকে বলে?

উঃ যে প্রক্রিয়ায় জনিতৃ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ অপত্য জীবে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলে।

2. বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বা জীনতত্ত্ব কাকে বলে?

উঃ জীববিজ্ঞানের যে শাখায় জীবের বংশগতি সম্পর্কে আলােচনা করা হয় তাকে জেনেটিক্স বা জীনতত্ত্ব বলে। এক কথায় বংশগতি সংক্রান্ত বিজ্ঞানই হল জেনেটিক্স বা জীনতত্ত্ব।

3. মেন্ডেলকে জীনতত্ত্বের জনক বলা হয় কেন?

উঃ বর্তমানে জীনতত্ত্বের যে সব আধুনিক সূত্র বা তথ্য প্রচলিত আছে সেগুলি মেন্ডেলের আবিষ্কৃত তত্ত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়ায় মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়।

4. মেন্ডেলবাদ কাকে বলে?

উঃ মেন্ডেলের আবিষ্কৃত মৌলিক সূত্র বা তত্ত্বগুলিকে মেন্ডেলবাদ বলে।

5. মেন্ডেলের সূত্র দুটি কি কি?

উঃ মেন্ডেলের সূত্র দুটি হল : (i) পৃথকভবনের সূত্র (একসংকর পরীক্ষা থেকে প্রাপ্ত), (ii) স্বাধীন বন্টনের সূত্র (দ্বিসংকর পরীক্ষা থেকে প্রাপ্ত)।

6. পৃথকভবনের সূত্র কাকে বলে?

উঃ প্রথম অপত্য জনুতে উৎপন্ন সংকর জীবের মধ্যে সঞ্চারিত জনিতৃ জনুর বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলির মিশ্রণ ঘটে না। উপরন্তু সংকর জীবগুলির মধ্যে গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়।

7. অ্যালীল কাকে বলে?

উঃ সমসংস্থ ক্রোমােজোমের একই বিন্দুতে অবস্থিত বৈশিষ্ট্যের যুগ্ন উপাদানের (লম্বা ও বেটে) প্রত্যেকটিকে অ্যালীল বা অ্যালিলােমর্ফ বলে।

8. জীন কি?

উঃ প্রজাতির বংশগত বৈশিষ্ট্যের নির্ধারক বস্তুকে জীন বলে।
জিন হল বংশগতির গঠনগত কার্যগত একক।

9. প্রকট ও প্রচ্ছন্ন গুণ কাকে বলে?

উঃ দুটি বিশুদ্ধ বৈশিষ্ট্যসম্পন্ন জীবের পরনিষেক ঘটালে অপত্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে প্রকট গুণ এবং যে বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে তাকে প্রচ্ছন্ন গুণ বলে।

10. খাঁটি ও সংকর কাকে বলে?

উঃ যদি কোন জীব বংশানুক্রমে তার বৈশিষ্ট্যগুলিকে হুবহু একই রকম বজায় রাখে তখন সেই বৈশিষ্ট্যগুলিকে খাঁটি বা বিশুদ্ধ বলে। অপরপক্ষে দুটি বিশুদ্ধ বৈশিষ্ট্যসম্পন্ন জীবের পরনিষেক ঘটালে যে উভয় বৈশিষ্ট্যসম্পন্ন জীব উদ্ভব হয় তাকে সংকর বলে।

11. ফেনােটাইপ ও জেনােটাইপ অনুপাত বলতে কি বােঝায়?

উঃ সংকরায়ণ পরীক্ষায় অপত্য জনুতে জীবের ব্যাহ্যিক লক্ষণযুক্ত অনুপাতকে ফেনােটাইপ অনুপাত এবং
জীনগত লক্ষণযুক্ত অনুপাতকে জেনােটাইপ অনুপাত বলে।

12. অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে?

উঃ দুটি বিপরীতধর্মী বিশুদ্ধ গুণসম্পন্ন জীবের সংকরায়ণের ফলে উৎপন্ন অপত্যে যখন কোন বৈশিষ্ট্যই প্রকটভাবে প্রকাশিত হয় না, বরং কোন অন্তর্বতী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে।

13. মেন্ডেলের স্বাধীন বন্টনের সূত্রটি উল্লেখ কর।

উঃ কোন জীবের দুই বা ততােধিক যুগ বিপরীতধর্মী বৈশিষ্ট্য জনিতৃ জনু হতে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে যে এরা পরস্পর হতে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোন বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।

14. জিনােম কি?

উঃ ডিপ্লয়েড জীবের হ্যাপ্লয়েড ক্রোমােজোম সেটে যেসব জিন থাকে তাদের একত্রে জিনােম বলা হয়।

15. লােকাস কি?

উঃ ক্রোমােজোমের ওপর যে স্থানে কোনাে জিন অবস্থান করে তাকে লােকাস বলে।

16. হােমােলােগাস ক্রোমােজোম কি ?

উঃ যেসব ক্রোমােজোমের আকার, গঠন ও জিনগত অবস্থা সাদৃশ্যযুক্ত তাদের হােমালােগাস ক্রোমােজোম বলে।

17. সংকর (Hybrid) কি?

উঃ যে প্রাণী বা উদ্ভিদ কোনাে বিশেষ বৈশিষ্ট্যের জন্য বিপরীতধর্মী জিন বহন করে তাকে বলা হয় সংকর।

18. হেমিজাইগাস কি?

উঃ যদি কোনাে জীবের কোনাে বৈশিষ্ট্য নির্ধারণে একটি মাত্র জিন থাকে তবে তাকে হেমিজাইগাস অবস্থা বলা হয়।

19. জাইগােট কি?

উঃ পুরুষ ও স্ত্রী গ্যামেটের মিলনে যে ডিপ্লয়েড (2n) কোশ সৃষ্টি হয় তাকে জাইগােট বলে।

20. ক্রস কি?

উঃ বিপরীত লিঙ্গধারী দুটি জীবের মিলনকে ক্রস বলে।
21. ব্যাক ক্রস কাকে বলে?
উঃ অপত্য জনুর প্রাণী বা উদ্ভিদের সঙ্গে পিতৃজনুর যে-কোনাে জীবের মিলনকে ব্যাক ক্রস বলা হয়।

22. পরিব্যক্তি বা মিউটেশন কাকে বলে ?

উঃ জীবের জিনবস্তুর মধ্যে হঠাৎ যেসব পরিবর্তন বংশানুক্রমে সঞ্চারিত হতে পারে তাদের মিউটেশন বা পরিব্যক্তি বলে।

23. মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র গুলি কি কি?

উঃ মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র গুলি হল-
1. একক সত্তা সূত্র 2. প্রকটতা ও প্রচ্ছন্নতা সূত্র
3. পৃথগভবন সূত্র 4. স্বাধীন বিন্যাস সূত্র।

24. লিংকেজ কাকে বলে?

উঃ যে পদ্ধতিতে একটি ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলি জোটবদ্ধভাবে পিতা বা মাতার থেকে সন্তানের সঞ্চারিত হয় তাকে লিংকেজ বলে।

25. ক্রসিংওভার কাকে বলে?

উঃ যে পদ্ধতির সাহায্যে দুটি হােমােলােগাস ক্রোমােজোমের মধ্যে অংশ বিনিময় হয়ে জিনের পুনর্যোজন সম্ভব হয় তাকে ক্রসিংওভার বলে।

26. কোমােজোম ম্যাপিং কাকে বলে?

উঃ ক্রোমােজোমের ওপর জিনের অবস্থান চিহ্নিতকরণকে ক্রোমােজোম ম্যাপিং বলে।

27. বর্ণান্ধতা কাকে বলে?

যে রােগের ফলে আমাদের অক্ষিপট (retina) লাল-সবুজ বর্ণ পৃথক করতে পারে না, ফলে লাল-সুবজ বর্ণ দেখা যায় না, তাকে বর্ণান্ধতা বা লাল-সবুজ বর্ণান্ধতা বলে। এটি X-ক্রোমােজোমে অবস্থিত একপ্রকার জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে স্বাভাবিক জিনের পরিবর্তে কোনাে প্রচ্ছন্ন জিনের আবির্ভাব ঘটলে লাল-সবুজ বর্ণান্ধতা দেখা যায়, স্ত্রীলােক অপেক্ষা পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।

28. হিমােফিলিয়া কি ?

হিমােফিলিয়া একটি 'x'-ক্রোমােজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রােগ, যেক্ষেত্রে রক্তপাতের পর রক্ত তঞ্চিত হয় না। এই রােগের ক্ষেত্রে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে বাহক হয়। পুত্রসন্তানরা বেশি এই রােগের শিকার হয়।

29. জিন কাকে বলে?

জিন হল জিনবস্তু DNA বা RNA-র এমন অংশ যা বংশগতির গঠনগত একক হিসেবে একটি পলিপেপটাইড বা কোনাে RNA উৎপাদনের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে।

30. জেনেটিক কোড কী?

উঃ m-RNA-র ওপর সজ্জিত পরপর তিনটি নিউক্লিওটাইড মিলে অ্যামাইনাে অ্যাসিডের জন্য যে অর্থবহ সংকেত তৈরি হয় তাকে জেনেটিক কোড বলে।

31. লিঙ্গ সংযোজিত জিন কি?

উঃ যৌন ক্রোমোজোম বাহিত যে জিনের উত্তরাধিকার যা যৌনতার সাপেক্ষে প্রকাশিত হয় তাই লিঙ্গ সংযোজিত জিন।

32. ইন্টারসেক্স কাকে বলে?

উঃ যখন কোনাে জীব স্ত্রী ও পুরুষের মাঝামাঝি অবস্থায় থাকে তখন তাকে ইন্টারসেক্স বলে।

33. সুপার মেল ও সুপার ফিমেল কাকে বলে ?

উঃ একাধিক Y-কোমােজোম যুক্ত পুরুষ বা মেলকে সুপার মেল এবং দুইয়ের অধিক X-ক্রোমােজোমযুক্ত স্ত্রী বা ফিমেলতকে সুপার ফিমেল বলে।

34. থ্যালাসেমিয়া কী? কী কারণে থ্যালাসেমিয়া রােগ সৃষ্টি হয়?

উঃ থ্যালাসেমিয়া একটি বংশগত রােগ, যা একটি প্রচ্ছন্ন অটোজোমীয় অ্যালিলের (d) উপস্থিতিতে ঘটে। স্বাভাবিক মানুষ বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যযুক্ত (DD) হলেও সংকর বৈশিষ্ট্য (Dd) মাইনর থ্যালাসেমিয়া এবং বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট (dd) মেজর থ্যালাসেমিয়া নামক মারাত্মক বংশগত রােগ সৃষ্টি হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url