তড়িৎ লেপন কি এবং তড়িৎ লেপনের শর্ত ও উদ্দেশ্য গুলি কি কি?
তড়িৎ লেপন কি এবং তড়িৎ লেপনের শর্ত ও উদ্দেশ্য গুলি কি কি?
অথবা
1. তড়িৎলেপন কি বা তড়িৎলেপন কাকে বলে?
উঃ তড়িৎ বিশ্লেষন প্রক্রিয়ার সাহায্য নিয়ে কম দামী ধাতু যেমন লােহা বা সংকর ধাতুর (যেমন পিতল) উপর অপেক্ষাকৃত দামি ধাতু (যেমন সােনা, রূপা, ক্রোমিয়াম, নিকেল)র প্রলেপ দেওয়াকে তড়িৎলেপন বা ইলেকট্রোপ্লেটিং (Electroplating) বলে।
অথবা
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎলেপন বলে।
2. তড়িৎলেপন বা ইলেকট্রোপ্লেটিংর উদ্দেশ্য গুলি কি?
উঃ তড়িৎলেপন বা ইলেকট্রোপ্লেটিংর উদ্দেশ্য গুলি হল-
1. সৌন্দর্য বৃদ্ধি
2. জলবায়ু বা বিভিন্ন গ্যাসজনিত ক্ষয় থেকে ধাতুকে রক্ষা করা।
3. তড়িৎলেপনের শর্ত গুলি কি কি?
উঃ তড়িৎলেপনের শর্ত গুলি হল-
(i) যে জিনিসের উপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথােড হিসাবে ব্যবহার করতে হবে।
(ii) যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানােড হিসাবে ব্যবহার করতে হবে।
(iii) অ্যানােড হিসাবে ব্যবহৃত ধাতুর কোন জলে দ্রাব্য লবন তড়িৎবিশ্লেষ্য হিসাবে ব্যবহার করতে হবে।
(iv) বেশী সময় ধরে কম প্রবাহ মাত্রার তড়িৎ ব্যবহার করতে হবে।
(v) সরবরাহকারী তড়িৎ উৎস ডি সি হওয়া দরকার।
(vi) দ্রবণের H তড়িৎ বিশ্লেষণের অনুকুল হওয়া প্রয়ােজন। বিভিন্ন তডিং বিশ্লেষ্যের ক্ষেরে ইহার মান বিভিন্ন।
4. কোনো তামা দ্রব্যের উপর সোনার প্রলেপ দিলে অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে?
উঃ তামা দ্রব্যের উপর সোনার প্রলেপ দিলে অ্যানোড বিশুদ্ধ সোনা দণ্ডকে এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম আরো সায়ানাইড [ K{Au(CN)2}] ব্যবহার করতে হবে।
তড়িৎ লেপন কী?
=তামা,পিতল,লোহা প্রভৃতি ধাতু বা ধাতুসঙ্করের তৈরি বস্তুর ওপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সোনা,রূপা, নিকেল,ক্রোমিয়াম ইত্যাদি অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়,এই পদ্ধতিকে তড়িৎ লেপন বলে।
Right
Thanks for helping 😊