রক্তশর্করা নিয়ন্ত্রণে অগ্ন্যাশয়ের ভূমিকা কী?

রক্তশর্করা নিয়ন্ত্রণে অগ্ন্যাশয়ের ভূমিকা কী?
অথবা
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা কি?
উত্তর: অগ্ন্যাশয় একটি অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থির মধ্যে আলফা, বিটা ও ডেল্টা কোশ নামক তিনপ্রকার কোশের সমষ্টি দেখা যায়। এই কোশগুলির মধ্যে কোনাে নালি না থাকায় এ থেকে উৎপন্ন পদার্থ সরাসরি রক্তস্রোতে মিশে যায়।এই অগ্ন্যাশয় গ্রন্থির বিটা কো শ থেকে ইনসুলিন ও আলফা কোশ থেকে গ্লুকাগন উৎপন্ন হয়। গ্রুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। আবার ইনসুলিন রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ কমিয়ে দেয়। রক্তে শর্করা বেড়ে গেলে গ্রন্থিগুলি সক্রিয় হয়ে ওঠে এবং ইনসুলিন উৎপন্ন করে। তখন ইনসুলিন গ্লুকোজের দহন বাড়িয়ে দেয় অথবা রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে মাংসপেশিতে
সঞ্জিত করে। ফলে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থাকে। ইনসুলিন যেহেতু অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হয়, তাই বলা হয় রক্তশর্করা নিয়ন্ত্রণে অগ্ন্যাশয়-এর যথেষ্ট ভূমিকা আছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url