ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের তালিকা এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণের তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিগণের তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
ভারতে নাচের উৎপত্তি প্রাচীন কাল থেকে। বেদে ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে বিভিন্ন শিল্পকলাকেও সংযুক্ত করেছে যেমন নাটকে, যেখানে দেবতাদের প্রশংসায় জন্য শুধু আবৃত্তি করা বা গাওয়া হয় না বরং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নাটকীয় উপস্থাপনায় সংলাপ আকারে নৃত্য করা হয়।
ভারতে নৃত্য সাধারণত ধ্রুপদী বা লোক নৃত্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়।
 ভারতের জাতীয় একাডেমী, সংগীত নাটক নাট্যকলার জন্য ৮ প্রকারের ঐতিহ্যবাহী নৃত্যকে ভারতের ধ্রুপদী নৃত্য হিসেবে স্বীকৃতি দেয়।
ভারতের বিভিন্ন প্রকারের ধ্রুপদী নৃত্য দেশের বিভিন্ন অংশ থেকে উদ্ভত হয়েছে। এমনকি ভারতীয় ঐতিহ্য, মহাকাব্য ও পুরাণ থেকেও অনেক ধ্রুপদী ও লোক নৃত্যের উদ্ভব হয়েছে।
একটি ধ্রুপদী নাচে তত্ত্ব, প্রশিক্ষণ, অর্থ এবং ভাবপূর্ণ অনুশীলনের জন্য যুক্তি প্রাচীন শাস্ত্রীয় গ্রন্থে, যেমন নাট্য শাস্ত্র, নথিভুক্ত এবং তা অনুসরণ করা হয়।
লোক নৃত্য হল একটি মৌখিক প্রথা, যার ঐতিহ্য ঐতিহাসিকভাবে শিখানো হয়েছে, বেশীরভাগ সময় মৌখিক ভাবে ও অনিয়মিত যৌথ অনুশীলনের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে গেছে।
প্রতি বছর 29 এপ্রিল বিশ্ব নৃত্য দিবস পালন করা হয়। ভারতে বিভিন্ন স্থানে বিভিন্ন উৎসব-আয়োজনের মধ্যে দিয়ে এই দিন পালন করে থাকে।
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য থেকে যেকোনো চাকরি পরীক্ষায় দুই-একটা প্রশ্ন এসে থাকে নিচে নৃত্য ও সঙ্গীত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন রাজ্যের লোক নৃত্যের তালিকা এবং কে বা কারা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তার তালিকা দেওয়া রয়েছে।

নৃত্য ও সঙ্গীত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

1. কুচি পুড়ি কোন রাজ্যের নৃত্য?
উঃ অন্ধ্রপ্রদেশ
2. ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য?
উঃ তামিলনাডু রাজ্যের।
3. কথাকলি কোন রাজ্যের নৃত্য?
উঃ কেরালা রাজ্যের।
4. মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য?
উঃ কেরল রাজ্যের।
5. কত্থক কোন রাজ্যের নৃত্য?
উঃ উত্তর প্রদেশ রাজ্যের।
6. বিহু কোন রাজ্যের লোক নৃত্য ?
উঃ অসম রাজ্যের।
7. গর্বা নাচ ভারতের কোন রাজ্যের নৃত্য?
উঃ গুজরাট রাজ্যের নৃত্য।
8. নৌটংকি কোথাকার লোকনৃত্য?
উঃ উত্তর প্রদেশ রাজ্যের।
10. তামাশা কোন রাজ্যের লোকনৃত্য?
উঃ মহারাষ্ট্র।
11. ঝুমর কোন রাজ্যের লোকনৃত্য?
উঃ হরিয়ানা রাজ্যের
12. ভারতীয় নৃত্য শিল্পের জনক কাকে বলা হয়?
উঃ উদয় শংকর।
13. সংগীতের অধীষ্ঠাত্রী কাকে বলা হয়?
উঃ দেবী সরস্বতী কে।
14. সংগীতের আদি গুরু কাকে বলা হয়?
উঃ ব্রহ্মাকে।
15. যারা দেব সভায় গান গাইতেন তাদেরকে কি বলা হয়?
উঃ গন্ধর্ব।
16. কোথায় এখনো সঙ্গীতের মাধ্যমে বেদ পাঠ করা হয় ?
উঃ বারাণসীতে।
17. পৃথিবীর প্রথম গান কী ?
উঃ বৈদিক ঋষিদের মন্ত্র ধ্বনি।
18. প্রথম রাগ কোনটি?
উঃ ভৈরবী।
19. ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্য শিল্পীর নাম কি?
উঃ রাগিনী দেবী।
20. রবীন্দ্রনাথ ঠাকুর কতগুলি নতুন তাল সৃষ্টি করেন?
উঃ 6 টি।
21. ভারতের সেতার কে প্রবর্তন করেন?
উঃ আমির খসরু।
22. আমির খসরু কটি তাদের সংযোগে সেতার তৈরি করেন ?
উঃ 3 টি।
23. বর্তমানে সেতারে কটি তার থাকে?
উঃ 7 টি।
24. ঠুংরি গানের জনক কাকে বলা হয়?
উঃ ওয়াজেদ আলী শা।
25. তানপুরা বাদ্যযন্ত্রে কটি তার থাকে?
উঃ চারটি।
26. ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি?
উঃ বীনা।
27. পুরন্দর দাস অন্য কি নামে পরিচিত?
উঃ সঙ্গীত পিতামহ।
28. ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে?
উঃ অনুরাধা পাল।
29. স্বর কোকিলা কাকে বলা হয়?
উঃ লতা মঙ্গেশকর।
30. বৈদ্যুতিক তানপুরা কে আবিষ্কার করেন?
উঃ এম. জি. রাজনারায়ন।
31. যারা দেবসভায় নাচতেন তাদেরকে কি বলা হয়?
উঃ কিন্নরী।
32. ভারতে কোন শিল্পী বিদেশে প্রথম নৃত্য পরিবেশন করেন?
উঃ উদয় শংকর।
33. ভারতের প্রথম নৃত্য বিদ্যালয় কোনটি?
উঃ কলাক্ষেত্র।
34. একমাত্র নৃত্য শিল্পী যিনি কৃত্রিম পা নিয়ে নৃত্য পরিবেশন করেন ?
উঃ সুধা চন্দ্রন।
35. প্রথম মহিলা কথক নৃত্য শিল্পী কে?
উঃ মেনকা।
36. আন্তর্জাতিক নৃত্য পরিবেশনায় কে প্রথম পুরস্কার পান ?
উঃ মেনকা।
37. পাঞ্জাবের সবচেয়ে জনপ্রিয় নাচ কি নামে পরিচিত?
উঃ ভাংরা।
38. ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে?
উঃ গুরুসদয় দত্ত।
39. বিরজু মহারাজ কোন জাতীয় নৃত্যের সঙ্গে সংযুক্ত?
উঃ কত্থক।
40. সোনাল মানসিং কোন জাতীয় নৃত্যের বিশিষ্ট শিল্পী ?
উঃ ওড়িশি।
ভারতের বিভিন্ন রাজ্যের ধ্রুপদী নৃত্য ও লোকনৃত্য তালিকা নিচে দেয়া হল

ভারতের বিভিন্ন রাজ্যের প্রধান ধ্রুপদী নৃত্যের তালিকা

রাজ্য ধ্রুপদী নৃত্য
তামিলনাড়ু ভারতনাট্যম
কেরল বা কেরালা কথাকলি, মোহিনীঅট্টম
অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি
উত্তর প্রদেশ কথক
পাঞ্জাব ভাংড়া
গুজরাট গরবা নৃত্য
পশ্চিমবঙ্গ ,ঝাড়খন্ড ছৌ
ওড়িশা ওড়িশি
মনিপুর মনিপুরী
অসম সাত্রিয়, বিহু
জম্বু ও কাশ্মীর রাউফ

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের তালিকা - List of Folk Dances of Different states in india

রাজ্য লোকনৃত্য
পশ্চিমবঙ্গ ছৌ, কাঠি, বাউল, কীর্তন, যাত্রা, লামা, আলকাপ
বিহার যাতাযতীন, যাদুর, বৌ, কথাপুটলি, বাখাে, ঝিঝিয়া, কর্মা, সামােচাকোয়া, যাত্রা, নাতনা
ওড়িশা ঘুমা রােমঞার, ছৌ, চোদ্যদান্দা নতা, নাসনি, গােটিপুয়া
অসম বিহু, খেল গােপালি, রাশলীলা, তবাল চোঙ্গি, কানাে
মহারাষ্ট্র ডান্ডিয়া, লেজিন, গাফা, তামাশা, দহিকলা, লােভানী, দশাবতার, মৌনী, পাভরি নাচ,কথাকীর্তন
কর্ণাটক হুট্টারি, সাগ্নি কুনিথা, ডােম্বু কুনিথা, যক্ষগণ, ইয়াকশাগানা
কেরল কাইকোট্টিকালি, কালিয়াট্টাম, তাপ্পাতিক্কালি
তামিলনাড়ু কুম্মি, কোলাট্টম, কাভাডি, কারাগাম, কামান্ডি, পিম্মান।
অন্ধ্রপ্রদেশ খান্তা মারদালা, থাপেত্তা গুল্লু, বিধি নাটাকাম, বুরা কথা, কামান্তি।
পাঞ্জাব গিদ্দা, ভাংড়া।
ছত্রিশগড় পানথি, রাউত নাচা।
হিমাচল প্রদেশ ডাংলি, জাড্ডা, ঝােরা, ঝালি, মাহাসু, কিন্নরী নটী, জৈনতা।
হরিয়ানা ঝুমর, রাশলীলা, ফগডান্স, ডাফ, ধামাল, লুর, খােরিয়া, গাগর।
রাজস্থান ছামরি, গিনাদ গ্যাঙ্গোর, কালবেলিয়া, তেরাহাতাল, ঝুমা, ঝুলনলীলা, তেয়া তলি, খেয়াল।
উত্তর প্রদেশ নৌটংকি, ঝােরা, চাপ্পেলি, প্রদেশ রামলীলা, কাজরি।
গুজরাট গর্বা, তিপ্পানি, গােম্ফ, দান্দিয়া, রাস, পাঠার।
ত্রিপুরা হােজাগিরি, গড়িয়া, ঝুম, বিজু।
জম্বু ও কাশ্মীর রাউফ, হিকাত, দুমহল।
মনিপুর থাংতা, দোলচোলাম।
মধ্যপ্রদেশ তেরতালি, চারকুলা, জাওয়ারা।
গোয়া তারাঙ্গামেল, কুনবি, কোলি, জাগর, দেখনি, রানমেল।

যে ব্যাক্তি যেসব নৃত্যের সঙ্গে যুক্ত তাদের তালিকা

নৃত্য ব্যক্তিত্ব
ভরত নাট্যম নৃত্য রুক্সিনী দেবী, টি বালেশ্বরবতী, যামিনী কৃষ্ণমূর্তি, চিন্তা কৃষ্ণমূর্তি, মৃণালিনী সারাভাই, শরৎ মােহন সিং, সুধা চন্দ্রন প্রমুখ।
ওড়িশি নৃত্য কেলুচরণ মহাপাত্র, কে.কালীচরণ পট্টনায়ক, সংযুক্তা পানিগ্রাহী, মিনতি দাস, ইন্দ্রানী রহমান,মাধবী মুদগল, প্রিয়ংবদা মােহান্তি, সােনাল মান সিং প্রমুখ।
কথাকলি নৃত্য কুঞ্জ কুরুপ, কলা মন্ডলম কৃষ্ণান, গােপীনাথ, কে. কে. পানিক্কর, রাগিনী দেবী, সনতা রাও, কনক রেলে, রীতা গাঙ্গুলি প্রমুখ।
কত্থক নৃত্য বিরজু মহারাজ, গােপাকিষান, সীতা দেবী, দময়ন্তী যােশী, রােশা কুমারী, লাচ্চু মহারাজ, শম্ভ মহারাজ, উষা শর্মা, শােভন নারায়ন প্রমুখ।
মনিপুরি নৃত্য বিপিন সিং, জাভেরি সিস্টার, থাম ভাই ইয়াইমা প্রমুখ।
কুচিপুড়ি নৃত্য ভীমজি সত্যনারায়ণ, যামিনী কৃষ্ণমূর্তি, চিন্তা কৃষ্ণমূর্তি, রাজা ও রাধা রেড্ডি প্রমুখ।

যেসব ব্যক্তি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ সরোদ।
2. আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ সরোদ।
3. পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ সেতার।
4. নিখিল ব্যানার্জি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ সেতার।
5. ওস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ সানাই।
6. পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ বাঁশি।
7. আল্লারাখা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ তবলা।
8. জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ তবলা।
9. আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন?
উঃ সেতার।
10. ভারতের প্রথম গান রেকর্ডিং কোথায় হয়?
উঃ কলকাতা।
11. ভারতের প্রথম গান কে রেকর্ডিং করেন?
উঃ শশীমুখি
12. ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি?
উঃ বীনা।
13. পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ সন্তুর।
14. বিক্রম ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ তবলা।
15. কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ তবলা।
16. উল্লাস কাখলকর কিসের সঙ্গে যুক্ত?
উঃ কণ্ঠসঙ্গীত।
17. সাবরি খান কোন যন্ত্র বাজানোয় বিখ্যাত ?
উঃ সারেঙ্গী।
18. পরীক্ষিৎ বালা কোন ধরনের গানে জনপ্রিয়?
উঃ লোকগীতি।

যেসব ব্যক্তি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তাদের তালিকা- List of Famous Indian musicians and Their instument

বাদ্যযন্ত্র ব্যক্তিত্ব
সরোদ আলি আকবর খান, আমজাদ আলি খান, আলাউদ্দিন খান, হাফিজ আলি খান, আমান আলি বঙ্গাশ, আয়ান আলি বঙ্গাশ প্রমুখ।
সেতার পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, আনন্দশংকর, নিখিল ব্যানার্জী, বুধাদিত্য ব্যানার্জী, মনিলাল নাগ প্রমুখ।
সানাই ওস্তাদ বিসমিল্লা খান, আবিদ আলি হােসেন প্রমুখ।
বেহালা এন. রাজন, ভি.জি. যােগ, টি.এন.কৃষ্ণাণ, গজানন রাও যােশী, লালগুড়ি জয়রাম, এম.এস গােপালকৃষ্ণাণ প্রমুখ।
বীণা ( রুদ্র বীণা) এস. বালচন্দ্রন, জিয়া মইনুদ্দিন ডাগার, চিট্টি বাবু, আশাদ আলি খান, কে.আর. কুমারস্বামী আয়ার প্রমুখ।
সন্তুর পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সােপারি প্রমুখ।
বাঁশি পান্নালাল ঘােষ, হরিপ্রসাদ চৌরাশিয়া, রঘুনাথ ঘােষ, টি.আর. মহালিঙ্গম প্রমুখ।
মৃদঙ্গ গােপাল দাস, পালঘাট মালি, পানঘাট রঘু প্রমুখ।
সারেঙ্গী শাহিদ পারভেজ, রামনারায়ণ, সাব্বির খান প্রমুখ।
তবলা আল্লা রাখা, জাকির হােসেন, কিষান মহারাজ, কুমার বােস, বিক্রম ঘােষ প্রমুখ।

কয়েকটি বাদ্যযন্ত্রের নাম ও তারের সংখ্যার তালিকা

বাদ্যযন্ত্র তারের সংখ্যা
একতারা 1 টি
বীনা 4 টি ( প্রধানত)
তানপুরা 4 টি
সেতার 7 টি
সরোদ 4 টি ( চিকারি 2, তরফ 11-15)
বেহাগা 4 টি
সারেঙ্গী 4 টি ( তরফ 25- 30)
এসরাজ 4 টি ( তরফ 15)
সন্তুর 110 টি ( সাধারণ)
ম্যান্ডোলিন 4-5 জোড়া

ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন
Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous February 25, 2023 at 9:10 PM

    অনেক উপকার হল।🙏💐

Add Comment
comment url