RRB NTPC 2021 1st Phase Exam Analysis 28 Dec to 13 January Memory base general knowledge and general awareness Collection
RRB NTPC 2021 1st Phase Exam Analysis Memory based general knowledge and general awareness Collection
RRB NTPC 28 December Morning Shift
1. বর্তমানে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি ?
উঃ জয়রাম ঠাকুর।
2. বিখ্যাত মন্দির সাবরিমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ কেরালা।
3. 2020 তে আইপিএল ক্রিকেট খেলা কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ UAE
4. টিয়ার গ্যাস অন্য কি নামে পরিচিত?
উঃ ক্লোরোপিকরিন।
5. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
উঃ ঋষভদেব।
6. বঙ্গভঙ্গ কত সালে হয়?
উঃ বঙ্গভঙ্গ লর্ড কার্জন ভাইসরয় থাকাকালীন সময়ে ১৯০৫ সালের ১৬ অক্টোবর কার্যকর হয়।
7. প্রতিবছর “Earth Day” কখন পালন করা হয়?
উঃ 22 এপ্রিল
8. কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে?
উঃ গুজরাট
9. ডিআরডিও এর বর্তমান চেয়ারম্যান কে ?
উঃ জি.সতীশ রেড্ডি
10. বনহাল পাসের মাঝে কোন রাজ্য অবস্থিত?
উঃ জম্মু ও কাশ্মীর
11. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উঃ নভেম্বর 05, 1556 খ্রিস্টাব্দে।
12. বর্তমানে বিহারের রাজ্যপাল কে ?
উঃ ফাগু চৌহান।
13. ভারতীয় রাজনীতিতে কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ নীলম সঞ্জীবা রেড্ডি।
14. ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে কোন গ্যাসটি ঘটেছে?
উঃ মিথাইল আইসোসায়ানেট (এমআইসি)।
15. কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়?
উঃ Central Processing Unit ( CPU )
16. বর্তমানে মাইক্রোসফট কোম্পানির CEO এর নাম কি ?
উঃ সত্য নাদেলা।
17. ভারতীয় সংসদের নিম্নকক্ষের সদস্য সংখ্যা সর্বোচ্চ কতজন?
উঃ 552 জন। নিম্নকক্ষ - লোকসভা এবং উচ্চকক্ষ - রাজ্যসভা।
18. প্রতিবছর International Women Day কখন পালন করা হয় ?
উঃ 8 মার্চ।
19. আন্দামান ও নিকোবারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উঃ স্যাডল পিক
20. রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে ?
উঃ কলহন।
21. কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত?
উঃ এশিয়া মহাদেশে।
22. ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে ভারতীয় নির্বাচন কমিশনের বিধান রয়েছে?
উঃ অনুচ্ছেদ 324
23. সম্প্রতি, রাশিয়া প্রথম COVID -19 ভ্যাকসিন কি প্রস্তুত করেছে ?
উঃ স্পুতনিক।
24. তড়িৎ প্রবাহের এস আই একক কি ?
উঃ অ্যাম্পিয়ার।
25. সম্প্রতি Commonwealth Youth Games করোনার মহামারীর কারণে স্থগিত হওয়া 2021 সালে কোথায় অনুষ্ঠিত হবে ?
উঃ UK
RRB NTPC 28 December 2020 Evening Shift Asked GK Questions
1. মধ্যপ্রদেশের কোন গভর্নর সম্পত্তি অফিসে মারা গেলেন ?উঃ লালজি টন্ডন।
2. মোপালা বিদ্রোহ বা মালাবার বিদ্রোহ কোন রাজ্যে ছড়িয়ে পড়ে ?
উঃ কেরালা।
3. স্বরাজ পার্টি কবে গঠিত হয় ?
উঃ 1 জানুয়ারি 1923.
4. পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
উঃ 23 শে জুন 1957.
5. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
উঃ ভিটামিন ডি এর অভাবে।
6. ভারী জল ( D2O) কোথায় ব্যবহার করা হয়?
উঃ পরমাণু রিয়েক্টর।
7. ভারতের জাতীয় আয় কে প্রথম গণনা করেছিল ?
উঃ দাদাভাই নওরোজি যাকে ভারতের গ্রান্ড ওল্ড ম্যান বলা হয়।
8. বাইরের মহাকাশ অধ্যায়নকে কি বলা হয় ?
উঃ কসমোলজি।
9. 2021 অনুযায়ী গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি ?
উঃ বিজয় আর রুপাণী।
10. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কবে হয়েছিল ?
উঃ 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে।
11. রাজস্থানের ভরতপুর পাখি অভয়ারণ্য অন্য কি নামে পরিচিত ?
উঃ কেওঁলাদেব ন্যাশনাল পার্ক (Keoloadev National Park).
12. সূর্যের দৃশ্যমান স্তরটিকে কি বলা হয়?
উঃ ফটোস্ফিয়ার।
13. বর্তমানে Paytm এর CEO কে ?
উঃ বিজয় শেকার শর্মা।
14. কোষে "নিউক্লিয়াস" কে আবিষ্কার করেছিলেন?
উঃ 1804 সালে স্কটিশ উদ্ভিদবিদ রবার্ট ব্রাউন।
15. বর্তমানে সম্প্রতি জি 20 শীর্ষ সম্মেলন 2020 ছিল কোন দেশের নেতৃত্বে?
উঃ সৌদি আরব।
16. হিমাচল প্রদেশের "নাথপা জাকরি প্রকল্প" কোন নদীর তীরে অবস্থিত?
উঃ সাতলুজ নদী