RRB NTPC 2021 4th Phase Exam Analysis 15 February to 3rd March Memory base general knowledge and general awareness Collection
RRB NTPC 2021 4th Phase Exam Analysis 15 February Memory based general knowledge collection
RRB NTPC 2021 15 February Morning 1st Shift Asked GK Questions
1. BHIM অ্যাপের পূর্ণ নাম কি ?উঃ Bharat Interface for Money
2. ভারতে স্বাধীনতার পরে কোন প্রধানমন্ত্রীর জন্ম হয়েছিল ?
উঃ নরেন্দ্র দামোদরদাস মোদী।
3. প্রথম বিশ্ব পরিবেশ দিবস কত সালে পালিত হয়?
উঃ 1974 সালে।
4. উত্তর প্রদেশের সরকার হারানো বাচ্চাদের খুঁজতে বা বাঁচাতে কোন অপারেশন চালিয়েছিল?
উঃ মুশকান।
5. 78 তম ভারত ছাড়ো আন্দোলন কবে পালন করা হয় ?
উঃ 8 আগস্ট 2020
6. পরপর দুবার গোল্ড মেডেল জেতা ভারতের প্যারা অলিম্পিক কে ?
উঃ দেবেন্দ্র ঝাঝারিয়া।
7. ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি ?
উঃ যক্ষা, কলেরা, মেনিনজাইটিস।
8. 65 তম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন?
উঃ বিনোদ খান্না।
9. MB এর ফুল ফর্ম কি?
উঃ Mega byte
10. নেশাগ্রস্ত বাচ্চাদের নেশা নির্মূল করতে UNO কোন সংস্থা ?
উঃ UNODC (United Nations Office on Drugs and Crime)
11. বাচ্চাদের বিজ্ঞানকে বাড়ানোর জন্য যুবিকা ( Yuvika) কার দ্বারা চালানো করা হয় ?
উঃ ISRO , যার হেডকোয়ার্টার বা সদর দপ্তর ব্যাঙ্গালুরুতে অবস্থিত।
12. শ্বসনের ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে?
উঃ মেডুলা অবলংগাটা।
13. COVID 19 এর কারণে ভারতের কোন রাজ্যে প্রথম মৃত্যু হয়েছে?
উঃ কর্ণাটক।
14. সুতি বা রেশম কাপড়ের উপর কোন ভগবানের মূর্তি বানানো হয়?
উঃ জানা থাকলে কমেন্ট বক্সে জানাও।
15. মহেঞ্জোদারো খননকার্য কবে শুরু হয় ? এবং এটি কে আবিষ্কার করেন?
উঃ 1922 সালে, এটি আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
16. দাদাভাই নওরোজি কবে ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য হয়েছিলেন ?
উঃ এশিয়া থেকে যিনি প্রথম ব্যক্তি 1892 সালে ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য হয়েছিলেন।
*Note: দাদাভাই নওরোজি Grand old man of India বা “ভারতের মহান বৃদ্ধ” নামে পরিচিত, তাঁর লেখা বিখ্যাত গ্রন্থের নাম Poverty and UnBritish Rule in India. এবং তিনি 1876 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় আয়ের প্রথম পরিমাপ করেন ।
17. 1857 সালের মহাবিদ্রোহকে কে প্রথম ভারতের স্বাধীনতা দিবস বলে উল্লেখ করেন?
উঃ বি.ডি সাভারকার।
18. প্রথম শিক্ষা সম্পর্কিত উপগ্রহ কোনটি?
উঃ Edusat.
19. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উঃ ফাতেমা বিবি।
20. ক্যানসারের চিকিৎসায় কি ব্যবহার করা হয়?
উঃ Cobalt -60
21. কোন ধরনের মাটি ভারতে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?
উঃ পলি মাটি ( Alluvial Soils)
22. RBI এর প্রতীক চিহ্ন কি?
উঃ একটি খেজুর গাছ এবং একটি বাঘ। এটি 1934 সালে স্থাপিত হয়।
23. সূর্যের চারদিকে উজ্জ্বল আভাযুক্ত এলাকাটিকে কি বলে?
উঃ করোনা।
24. ভিটামিন B9 অভাবে কি রোগ হয়?
উঃ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া।
25. পৃথিবীর বাইরের অংশকে কি বলে?
উঃ ভূত্বক ( Crust)।
RRB NTPC 2021 15 February Evening 2nd Shift Asked GK Questions
1. UNEP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ নাইরোবি, কেনিয়া।
2. উত্তরাখণ্ড ও তিব্বতকে কোন গিরিপথ আলাদা করেছে?
উঃ Mana Pass.
3. এদের মধ্যে কোন নদী আরব সাগরে পতিত হয়েছে?
উঃ সবরমতি নদী।
4. কিতাব উল হিন্দ কোন ভাষায় লিখিত?
উঃ আরবি ভাষায়।
5. রত্নাবলী, প্রিয়দর্শিকা বইয়ের লেখক কে?
উঃ হর্ষবর্ধন।
6. কোন মিসাইলটি Air to Air মার্ক করা মিসাইল?
উঃ ব্রাহ্মস মিসাইল (BRAHMOS)
7. 2019 সালে গান্ধীজীর কততম জয়ন্তী ছিল?
উঃ 150 তম।
8. গান্ধী শান্তি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়?
উঃ 1995 সাল থেকে।
9. কোন এককের দ্বারা মাইক্রোপ্রসেসর এর গতি মাপা হয়?
উঃ মেগাহার্জ বা গিগাহার্জ
10. কম্পিউটারের কোন প্রোগ্রাম কোডের programming language পরিবর্তন করে?
উঃ Compilers
11. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রী ছিলেন?
উঃ সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং 24 বছর 165 দিন মুখ্যমন্ত্রী ছিলেন।
12. GAGAN এর FULL FORM কি ?
উঃ The GPS Aided Geo Augmented Navigation system .
13. PARIVESH Portal এর Full Form কি ?
উঃ Pro Active and Responsive facilitation by Interactive and Virtuous Environmental Singlewindow Hub.
14. 2015 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে কততম সংশোধন দ্বারা সীমানা ভাগ করা হয়েছিল?
উঃ 100 তম সংশোধন ।
15. Stand Up India যোজনা কবে থেকে শুরু হয়েছে?
উঃ 2016 থেকে। এর উদ্দেশ্য SC এবং ST শ্রেণীদের 10 লাখ থেকে 1 কোটির মধ্যে ব্যবসার জন্য লোন দেওয়া।
16. 2011 সালের জনগণনা অনুসারে কত শতাংশ লোক সংখ্যা শহরে বসবাস করে ?
উঃ 31.16%
17. ভরবেগের পরিবর্তনের হার নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়?
উঃ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে।
18. কোন দেশ সব থেকে বেশি বার ফিফা খেলেছে ?
উঃ ব্রাজিল।
19. খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসটি কোন রাজ্য থেকে শুরু হয়েছে ?
উঃ হরিয়ানা।
20. খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসটি কোন থেকে শুরু হয়েছে ?
উঃ কটক ( উড়িষ্যা)
RRB NTPC 2021 16 February Morning 1st Shift Asked GK Questions
1.IPL 2020 তে সব থেকে বেশি উইকেট কে পেয়েছেন? বা 2020 Purple Cap winner কে ?
উঃ Kagiso Rabada
2. গ্লিসারলের IUPAC নাম কি ?
উঃ Propane - 1, 2, 3 triol
3. মানব শরীরে কার দ্বারা লবণ বহন করে ?
উঃ প্লাজমা।
4. NaHCO3 কি নামে পরিচিত ?
উঃ সোডিয়াম বাই কার্বনেট।
5. REED এর Full Form কি ?
উঃ The Rural Energy Enterprise Development.
6.2019 সালের নিরীক্ষে কোন রাজ্যের বন সবথেকে বেশি?
উঃ মধ্যপ্রদেশ।
7. আকাশ মিসাইলের রেঞ্জ কত ?
উঃ 30 km
8. UNO তে India কবে যুক্ত হয়েছে ?
উঃ 1945 সালে।
9. ভারতের রুপি চিহ্নে কে লোগো ডিজাইন করেছে?
উঃ উদয় কুমার।
10. অনলাইন মিটিং এর জন্য কোন অ্যাপ ব্যবহার করা হয়?
উঃ Google Meet
11. সূর্য যখন পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করে তাকে কি বলে?
উঃ অপসূর।
12. 2020 সালে man booker prize কে জিতেছেন ?
উঃ Douglas Stuart's Shuggie Bain
13. সংবিধান সংশোধনে 69 তে কি আছে ?
উঃ দিল্লিকে ভারতের রাজধানী ঘোষণা করা হয়েছে।
14. প্রথম কোন মহিলা যুদ্ধজাহাজ উড়ান?
উঃ সিবাঙ্গী সিংহ।
15. এশিয়ার মধ্যে প্রথম কোন দেশ মঙ্গল গ্রহের কক্ষপথে ল্যান্ড করে?
উঃ ভারত।
16. কম্পিউটারে Rename করতে কোন শর্টকাট Key ব্যবহার করা হয় ?
উঃ F2 key.
17. চোল রাজারা কোন মন্দির নির্মাণ করেছে?
উঃ বৃহদেশ্বর মন্দির।
18. নবীন পাটনায়েক কতবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছেন?
উঃ 5 বার।
19. লক্কর ওয়ারা কমিটি কিসের জন্য বানানো হয়েছে?
উঃ ভারতের গরিবতার সীমা মাপার জন্য।
20. মাথুরি কোন রাজ্যের নৃত্য?
উঃ অন্ধ্রপ্রদেশ।
21. যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
উঃ কর্নাটকে।
22. Wanwan folk song কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
উঃ পাঞ্জাব।
23. 1938 সালে সেনাবাহিনীর সাথে কোন ভাইসরয় ভারতে এসেছেন?
উঃ ভিক্টর হোপ।
24. 2018 অনুসারে কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি?
উঃ কেরালা।
25. ASCII এর Full Form কি ?
উঃ American Standard Code for Information Interchange.
RRB NTPC 2021 16 February Evening 2nd Shift Asked GK Questions and answers
1. VVPAT এর Full Form কি ?
উঃ Voter Verifiable Paper Audit Trail
2. ভারতীয় পুরুষ হকির প্রধান কোচের নাম কি ?
উঃ গ্রাহাম রিড (Graham Reid)
3. মানুষের চোখ সব থেকে কোন রংটি বেশি দেখে ?
উঃ জানা থাকলে কমেন্ট বক্সে উত্তর দাও।
4. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন?
উঃ জর্জ ইয়ূল। 1888 খ্রিস্টাব্দে এলাহাবাদে জাতীয় কংগ্রেসের সভাপতি করেন।
5. Admin@gov.nic.in এতে admin বলতে কাকে বোঝানো হয়?
উঃ User Id
6. সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছাড়ার পর কোন সংগঠন স্থাপন করেন?
উঃ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক।
7. ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, শচীন্দ্র নাথ সান্যাল কোন সংস্থা স্থাপন করেছিলেন ?
উঃ হিন্দুস্তান সমাজতান্ত্রিক রিপাবলিকান সমিতি ( Hindustan Socialist Republican Association)
8. Bretton Woods Institution তে কে অন্তর্ভুক্ত নেই ?
উঃ UNO ( Not confirm)
9. UNO স্থাপন করার সময় কোন দেশ উপস্থিত ছিল না ?
উঃ কিউবা ( Not confirm)
10. E- Nam পোর্টাল কার সাথে সম্পর্কিত?
উঃ কৃষকদের বাজার।
11. অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম কি?
উঃ বক্সাইট।
12. Jivashm Indhan বা Fossil Fuel কোন রাজ্যে প্রথম প্রয়োগ করা হয়েছে?
উঃ রাজস্থান।
13. কৈলাস পর্বত কোথায় অবস্থিত?
উঃ তিব্বতে।
14. 2022 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ?
উঃ বেজিং (চীন)
15. SGST কার সাথে সম্পর্কিত?
উঃ State Goods and Services Tax.
16. ভারতে সবথেকে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি?
উঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( SBI)
17. মুঘলযুগের সাথে সম্পর্কিত কোন নৃত্যটি ?
উঃ কত্থক (উত্তর প্রদেশের নৃত্য)
18. আমের বিজ্ঞানসম্মত নাম কি?
উঃ মাঙ্গিফেরা ইন্ডিকা ( Mangifera indica)
19. শবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত?
উঃ কেরালা।
20. কোনটি Inland waterway Telangana থেকে Tamil Nadu পর্যন্ত যায় ?
উঃ NW 4
21. জিন সম্পর্কিত বিদ্যা কে কি বলে?
উঃ জেনেটিক (Genetics)
RRB NTPC 2021 17 February Morning 1st Shift Asked GK Questions
1. UNO তে 193 নম্বরে কোন দেশ যুক্ত হয়েছে?
উঃ দক্ষিণ সুদান
2. কোন যুগের শাসন কালকে ভারতের স্বর্ণযুগ বলা হয়?
উঃ গুপ্ত যুগের শাসন কালকে।
3. FQDN এর Full Form কি ?
উঃ Fully Qualified Domain Name.
4. 2011 সালে সুপ্রিম কোর্ট কোন কেমিক্যাল নিষিদ্ধ করেছিল যা মানব দেহের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ?
উঃ Endosulfan
5. আর্টিকেল 243C তে কি বলা হয়েছে?
উঃ পঞ্চায়েতের গঠন সম্পর্কে।
6. আন্তর্জাতিক স্বদেশী ভাষার জন্য কোন বছর পালন করা হয়েছিল?
উঃ 2019 সালে।
7. কংগ্রেসের প্রথম কোন মুসলিম মহিলা প্রথমবার কোন একটি অধিবেশনে বন্দেমাতরম গিয়েছিলেন ?
উঃ জানা থাকলে কমেন্ট বক্সে জানাও
8. কোন কৃষি ব্যবস্থায় ক্ষেতে সব প্রক্রিয়া করার পর ঢেকে দেওয়া হয়?
উঃ Shelter Farming.
9.কোন স্বাধীনতা সংগ্রামী হিন্দিকে ভারতের জাতীয় ভাষা হিসাবে গ্রহণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?
উঃঃ রাম মনোহর লোহিয়া
10. Java Script এর Official নাম কি ?
উঃ ECMA Script
11. National food for work programme কবে থেকে শুরু হয়েছিল?
উঃ 14 Nov, 2004
12. Tranquiliser প্রয়োগ কিসের জন্য করা হয়?
উঃ Anxiety
13. ভারতের সবথেকে ভারী কোন স্যাটেলাইট 2018 তে লঞ্চ করা হয়েছিল?
উঃ GSAT -11
14. HRIDAY স্কিমের আওতায় কতগুলি শহর উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে?
উঃ 12 টি শহর।
15. ভারতে কোন রাজ্য startups জন্য সবচেয়ে আকর্ষণীয় রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়েছে ?
উঃ গুজরাট
16. রোডিয়ামের ইলেকট্রনের আকৃতি কেমন ?
উঃ Kr 4d8 5s1
17. প্রত্যুষ সুপার কম্পিউটার কিসের জন্য ব্যবহৃত হয়?
উঃ আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য।
18. 1968 সালে ফিজিওলজি বা মেডিসিনের জন্য কে নোবেল পুরষ্কার পেয়েছিলেন?
উঃ হর গোবিন্দ খোরানা।
19. 2019 সালে “World Economic Forum” এর থিম কি ছিল ?
উঃ ‘Globalization 4.0: Shaping a Global Architecture in the Age of the Fourth Industrial Revolution’
20. Waiting for a Visa বইয়ের লেখক কে?
উঃ ডঃ বি আর আর আম্বেদকর।
21. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল?
উঃ 08 আগস্ট 1942 সালে।
22. লিঙ্গরাজ মন্দির কে নির্মাণ করেছিলেন?
উঃ রাজা জাজতি কেশারী।
23. “SAIL” কি প্রকারের কর্তৃত্ব?
উঃ পাবলিক সেক্টর ইউনিট।
24. Norman Borlaug Award কোন সেক্টরের জন্য বিতরণ করা হয়?
উঃ কৃষি ও পরিবেশ।
RRB NTPC 2021 17 February Evening 2nd Shift Asked GK Questions and answers
1. কল্পনা -1 কী?
উঃ Meteorological Satellite যেটি 12 September 2002 সালে ISRO দ্বারা Launch করা হয়েছিল।
2. Nuclear Physics এর জনক কে?
উঃ আর্নেস্ট রাদারফোর্ড (Ernest Rutherford)
3. ভারতে ম্যালেরিয়ার ভ্যাকসিন আবিষ্কারের জন্য কে নোবেল পুরষ্কার পেয়েছিলেন?
উঃ স্যার রোনাল্ড রস ( Sir Ronald Ross)
4. নিউক্লিয়ার প্লান্ট সম্পর্কে নিচের কোনটি বিবৃতি সঠিক?
উঃঃ নরোরা - উত্তরপ্রদেশ
5.IIT কানপুর কোন উপগ্রহটি তৈরি করেছে?
উঃঃ জুগনু ( Jugnu)
6. কম্পিউটারে shortcut key “Ctrl+A” কিসের জন্য ব্যবহৃত হয়?
উঃ Select all text
7. লাল পান্ডা প্রধানত কী খায়?
উঃ লাল পান্ডা প্রধানত পাতা এবং বাঁশ খায় তবে মাঝেমধ্যে ফল, পোকামাকড়, পাখির ডিম এবং ছোট ছোট টিকটিকিও খায়।
8. BIOS এর Full Form কি?
উঃ Basic Input Output System
9. তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে?
উঃ ভাগীরথী নদী।
10. 100 Nibble সমান কত bits ?
উঃ 400 bits [1 Nibble = 4 bits]
11. নাইট্রোজেনের গলনাঙ্ক কত ?
উঃ -210 °C।
12. কে বলেছিলেন “Nehru is patriot while Jinnah is a Politician” ?
উঃ মুহাম্মদ ইকবাল।
13. সম্রাট অশোক কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন ?
উঃ মৌর্য রাজবংশ।
14. NH-48 কোথা থেকে সংযুক্ত করেছে ?
উঃ দিল্লি থেকে চেন্নাই।
15. ভারত ছাড়ো আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল?
উঃ 1942 সালের 8 আগস্ট বোম্বেতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনে মোহনদাস করমচাঁদ গান্ধী 'ভারত ছাড়ো' আন্দোলন শুরু করেছিলেন।
16. একটি তেজস্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও?।
উঃ রেডন।
17. "Tamas" বইটির লেখক কে?
উঃ ভীষ্ম সাহনি ( Bhishm Sahni)
18. ভারতে এশিয়ান গেমস কতবার অনুষ্ঠিত হয়েছে?
উঃ দুই বার।
19. রেল কোচ কারখানা কোথায় অবস্থিত?
উঃ কপুরতলা (Kapurthala)
20. একটি পারমাণবিক শক্তি সম্পন্ন সাবমেরিনের উদাহরণ দাও?
উঃ অরিহন্ত ( Arihant)
RRB NTPC 22 February 2021 Morning Shift GK Asked Questions
1. ভারতীয় জিডিপিতে কোনটি সবচেয়ে বেশি অবদান রাখে?
উঃ Services sector
2. ডান্ডি অভিযান বা লবন সত্যাগ্রহ কখন শেষ হয়েছিল ?
উঃ এপ্রিল 6, 1930
এটা শুরু হয়েছিল ১৯৩০ সালের ১২ মার্চ ডান্ডি পদযাত্রা বা লবন সত্যাগ্রহ শুরু হয়।
3. ভারতে সুপার কম্পিউটারের জনক কে?
উঃ বিজয় পান্ডুরং ভাটকর ( Vijay Pandurang Bhatkar)
4. INSPIRE Scheme কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?
উঃ বিজ্ঞান।
5. সিনোভিয়াল জয়েন্টগুলির গহ্বরে কোন তরল পাওয়া যায়?
উঃ Synovial fluid
6. BARC এর Full Form কি?
উঃ Bhabha Atomic Research Centre
7. "করব অথবা মরব" (“Do or die”) স্লোগানটি কোন আন্দোলনের সাথে জড়িত?
উঃ ভারত ছাড়ো আন্দোলনের সাথে। (1942 সালের 8 আগস্ট বোম্বাই এর গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে মহাত্মা গান্ধী স্লোগানটি করে )।
8. ASHA এর Full Form কি ?
উঃ Accredited Social Health Activist.
9. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ?
উঃ ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এবং এর সংকেত Ca (OCl)Cl.
10. মেরি কুরিকে কোন বিষয়ে নোবেল পুরষ্কার দেওয়া হয়েছিল?
উঃ পদার্থবিজ্ঞান
11. গ্রেট ভিক্টোরিয়া মরুভূমিটি কোথায় অবস্থিত?
উঃ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
12. AIDS এর Full Form কি?
উঃ Acquired Immune Deficiency Syndrome.
13. সর্বাধিক French Open জয়ী কে?
উঃ রাফেল নাদাল (Rafael Nadal)
14. UNO কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 24 অক্টোবর 1945 সালে।
15. কোনটি Bretton woods কনফারেন্সে গঠিত হয়েছিল?
উঃ International Monetary Fund (IMF) and the World Bank
16. যমুনা নদী ভারতে কি নামে পরিচিত?
উঃ ব্রহ্মপুত্র নদী।
17. WTO 2020 তে কতজন সদস্য রয়েছে?
উঃ 164 members
18. সত্যগ্রহ সভা কে প্রতিষ্ঠা করেন?
উঃ মোহনদাস করমচাঁদ গান্ধী রাওল্যাট বিলের বিরুদ্ধে 1919 খ্রিস্টাব্দের 24 শে ফেব্রুয়ারি বোম্বেতে সত্যগ্রহ সভা স্থাপন করেছিলেন।
19. 2019 সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে Player of The Match কে ছিলেন?
উঃ বেন স্টোকস (Ben Stokes).
যেখানে “Player of The Series” ছিলেন Kane Williamson.
20. গিরিশ কর্ণাদ কোন বছরে পদ্মশ্রী পুরষ্কার পায় ?
উঃ 1974 খ্রিস্টাব্দে।
21. এশিয়ার মধ্যে প্রথম সুপার কম্পিউটার কোনটি?
উঃ EKA supercomputer
22. কোন রাষ্ট্রের মন্ত্রিপরিষদের দায়িত্বে কে আছেন?
উঃ বিধানসভা।
23. ভারতের সংবিধানে 161 ধারাতে কি বলা আছে?
উঃ রাজ্যপালের ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা।
24. 2017 সালে কোন পাঁচ বছরের পরিকল্পনা শেষ?
উঃ 12 তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
25. কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল ?
উঃ ভিটামিন A
26. আইন-ই-আকবরী কার লেখা ?
উঃ আবুল ফজল।
27. ভারতীয় রেলওয়ের নতুন CEO এবং Chairman কে?
উঃ সুনীত শর্মা (Suneet Sharma)
RRB NTPC 2021 22 February Evening 2nd Shift Asked GK Questions and answers
1. কার সাথে কথক নৃত্য সম্পর্কিত?
উঃ বিরজু মহারাজ
2. কোথায় স্বামী বিবেকানন্দের একটি 33 ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে ?
উঃ রাঁচিতে
3. ভারতের জাতীয় গান কে লিখেছেন?
উঃ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী। জাতীয় গান -বন্দেমাতরাম
4. কার ডাকনাম CR7 ?
উঃ Cristiano Ronaldo
5. Google Drive কি?
উঃ Cloud Storage
6. PM MUDRA যোজনা কখন লঞ্চ করা হয়েছিল ?
উঃ April 8, 2015
7. কোনটি মুগলরা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছিল?
উঃ জিজিয়া কর।
8. National War Memorial কোথায় অবস্থিত?
উঃ নতুন দিল্লি
9. VIRUS এর Full Form কি ?
উঃ Vital Information Resources Under Seize
10. খালসা পান্থ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 13 এপ্রিল, 1699
11. ভারতীয় সংবিধানে রাজ্যসভার সদস্যপদ ও নির্বাচন প্রক্রিয়া কোথা থেকে নেওয়া হয়েছে?
উঃ আমেরিকা
12.ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে কখন প্রতিষ্ঠিত হয়?
উঃ নভেম্বর 1, 1993
13. বৈদিক যুগের সময়কাল কত ছিল?
উঃ 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ।
14. Chelsea club কোন খেলার সাথে জড়িত?
উঃ ফুটবল
15. CoP 14 কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উঃ Greater Noida (India)
16. বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়েছিল?
উঃ রাশিয়া।
17. লবণ জলের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উঃ গঙ্গা – ব্রহ্মপুত্র ব-দ্বীপ।
18. কে অ্যান্টার্কটিকায় ভারতের অনুসন্ধানে নেতৃত্ব দিতে সহায়তা করেছিল?
উঃ সৈয়দ জহুর কাসিম।
19. LASER এর Full Form কি?
উঃ Light Amplification by Stimulated Emission of Radiation
20. ভারত কোন দেশের সাথে প্রথম উপগ্রহ চালু করেছিল?
উঃ সোভিয়েত ইউনিয়ন। [ আর্যভট্ট হ'ল ভারত দ্বারা নির্মিত প্রথম মানহীন পৃথিবীর উপগ্রহ]
21. পারমাণবিক ফিউশন কত তাপমাত্রায় ঘটে?
উঃ 15,000,000 ডিগ্রি সেলসিয়াস।
RRB NTPC 23 February 2021 Morning Shift GK Asked Questions
1. স্বদেশী আন্দোলন কখন শুরু হয়েছিল?
উঃ আগস্ট 7, 1905
Note: স্বদেশী আন্দোলন, যা এখন ‘মেক ইন ইন্ডিয়া’ নামে প্রচারিত হয় 7 ই আগস্ট, 1905 সালে বাংলার কলকাতা টাউন হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। স্বদেশী আন্দোলনের পাশাপাশি বয়কট আন্দোলনও শুরু হয়েছিল।
2. Rule of Law ভারতীয় সংবিধানে কোন দেশ থেকে গৃহীত হয়েছে?
উঃ ইংল্যান্ড।
3. ভারতের কততম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এবং আন্তরিকতা তিনটি নতুন শব্দ উপস্থাপনায় যুক্ত হয়েছিল?
উঃ 42 তম সংবিধান সংশোধনীতে।
4. কম্পিউটার সিস্টেমে ল্যানের কাজ কী?
উঃ কম্পিউটারের সাথে কম্পিউটারের গ্রুপ সংযোগ করতে।
5. WHO তে কতজন সদস্য রয়েছে?
উঃ 194 জন।
6. WTO এর পুরাতন নাম কী ছিল?
উঃ General Agreement on Tariffs and Trade (GATT)
7. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ আত্মরাম পান্ডুরঙ্গ।
8. 2019 সালে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন?
উঃ Sunil Chhetri
9. নীচের কোন দ্বীপের নাম সুভাষচন্দ্র দ্বীপের নামকরণ করা হয়েছে?
উঃ Ross island
10. D.P.I এর Full Form কি?
উঃ Dots Per Inch
11. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
উঃ 98.4°F বা 36.89°C
12. Habeas Corpus এর অর্থ কি ?
উঃ আদালতের সামনে লাশ নিয়ে আসা বা উপস্থাপন করা।
13. 2018 সালে DRDO এর চেয়ারপারসন কে ছিলেন?
উঃ বিজ্ঞানী জি সতীশ রেড্ডি
14. WTO এর মূল কাজ কী?
উঃ WTO জাতিসংঘের মধ্যে বাণিজ্যের আন্তর্জাতিক নিয়ম নিয়ে কাজ করে।
15. কোনটি ব্যাংকিং সংস্কারের সাথে সম্পর্কিত?
উঃ Narasimham Committee
16. ভারতের প্রথম জনগণনা কোন গভর্নরের সময় হয়েছিল?
উঃ ব্রিটিশ ভাইসরয় লর্ড মায়োর অধীনে, 1872 সালে।
17. Geological Survey of India এর সদর দফতরটি কোথায় অবস্থিত?
উঃ কলকাতা।
18. নগরহোল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত?
উঃ কর্ণাটক, ভারত
19. গোল্ডেন চতুর্ভুজটির মোট দৈর্ঘ্য কত?
উঃ 5846 কিমি।
20. ডুমহাল নৃত্য কোন রাজ্যে পরিবেশিত হয় ?
উঃ জম্মু ও কাশ্মীর রাজ্য।
RRB NTPC 27 February 2021 Morning Shift GK Asked Questions
1. A Prime Minister to Remember বইটি কে লিখেছেন?
উঃ নেভির চিফ অ্যাডমিরাল সুশীল কুমার
2. Kristalina Georgieva কোন প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক?
উঃ ক্রিস্টালিনা জর্জিভা
3. World Hindi Day প্রতি বছর কোন দিনে পালিত হয় ?
উঃ 10 জানুয়ারী
4. কে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন?
উঃ নেতাজি সুভাষ চন্দ্র বোস।
5. পর্যায় সারণিতে প্রথম উপাদানটি কোনটি?
উঃ হাইড্রোজেন।
6. The Armed Forces Flag Day প্রতি বছর কোন দিনে পালিত হয় ?
উঃ 7 ডিসেম্বর।
7. ভারতে মোট সড়ক নেটওয়ার্ক কত শতাংশ জাতীয় মহাসড়ক?
উঃ 2.7%
8. MB এর Full Form কি?
উঃ Mega Bytes
9. কোভিড -১৯ ভ্যাকসিন পরিচালনার জন্য কমিটি কাদের মধ্যে একজন ক্ষমতায়নের সভাপতির পদে নিযুক্ত করা হয়েছে?
উঃ আরএস শর্মা, সাবেক ট্রাই প্রধান মো
10. ফিফার বিশ্বকাপ 2019 সালে কোন দেশ জিতেছে?
উঃ আমেরিকা।
11. বর্তমানে বিশ্বের শক্তিশালী মুদ্রা কোনটি?
উঃ ডলার
12. কোন মাছের হাড়, চোখ এবং মাথা থাকে না?
উঃ জেলিফিশ
13. কে নিউক্লিয়ার ফিজিক্সের জনক হিসাবে পরিচিত?
উঃ আর্নেস্ট রাদারফোর্ড
14. কোন রঙ্গক ফুল বিভিন্ন রঙ ধারণ করে ?
উঃ অ্যান্টোসায়ানিনস
15. 2018 সালে সাহিত্যের কে নোবেল পুরস্কার জিতেছেন
?
উঃ ওলগা টোকারজুক
16. মহাকর্ষ বল প্রথম আবিষ্কার করেন কে?
উঃ স্যার আইজ্যাক নিউটন।
17. বাংলাদেশের স্বাধীনতা কবে ঘোষণা করা হয়েছিল?
উঃ 26 মার্চ 1971
18. ভারতে প্রথম জাতীয় আন্দোলন কোথায় শুরু হয়েছিল ?
উঃ বোম্বাই
19. IRDA এর Full Form কি?
Ans. Insurance Regulatory & Development Authority of India
20. 2020 সালের ডিসেম্বরে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন?
উঃ মনোজ সিনহা।
RRB NTPC 2021 27 February Evening 2nd Shift Asked GK Questions and answers
1. ভারতে সাম্প্রদায়িক ভোটারদের পিতা কাকে বলা হয় ?
উঃ লর্ড মিন্টো।
2. LIC এর বর্তমান চেয়ারম্যান কে?
উঃ এম আর কুমার।
3. জাতীয় মহিলা কৃষক দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়?
উঃ 15 অক্টোবর।
4. ভারতীয় সংবিধানের 43 অনুচ্ছেদে কি বলা হয়েছে?
উঃ জীবন ধারণের উপযুক্ত মজুরি প্রদান, জীবনযাত্রার মান উন্নয়ন ও গ্রামে কুটির শিল্পের প্রসার ইত্যাদি।
5. E - 300 কোন ভিটামিন?
উঃ ভিটামিন সি।
6. 1953 সালে স্যার উইনস্টন লিওনার্ড স্পেনসার চার্চিল কোন বিষয়ে নোবেল পুরষ্কার পেয়েছিলেন?
উঃ সাহিত্য
7. নতুন শিক্ষানীতি কে নেতৃত্ব দিয়েছেন?
উঃ কৃষ্ণস্বামী কস্তুরিরঙ্গন
8. চন্দ্রায়ণ -1 launch চালু করতে কোন লঞ্চ যান ব্যবহৃত হয়েছিল?
উঃ PSLV – C11
9. জালিয়ানওয়ালার গণহত্যা পরে মহাত্মা গান্ধী শিরোনামগুলির মধ্যে কোনটি পরিত্যাগ করেছিলেন
?
উঃ কায়সার-ই-হিন্দ।
10. চীনে প্রথম কে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন?
উঃ লিউ জিয়াবো
11. নিম্নলিখিত কোন নদীটি সিন্ধু নদীর শাখা নয়?
উঃ গোমতী নদী।
12. কোন ক্রোমোজোমের কারণে মেয়ে জন্মগ্রহণ করে?
উঃ XX chromosome.
13. ভারতের প্রথম আদিবাসী উপগ্রহ উৎক্ষেপণ যানবাহন কোনটি?
উঃ SLV Satellite Launch Vehicle-3
14. মণিপুরী নৃত্য কোন ভগবানকে উৎসর্গীকৃত করে?
উঃ ভগবান কৃষ্ণ।
15. মহাত্মা গান্ধী কেন “নাগরিক অবাধ্যতা আন্দোলন” শুরু করলেন?
উঃ ব্রিটেনের সল্ট অ্যাক্টের বিরুদ্ধে।
16. 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তটি কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্নওয়ালিস।
17. কোন লেন্স গাড়ির টর্চ এবং হেডলাইটে ব্যবহৃত হয়?
উঃ অবতল আয়না।
18. তামার আকরিকের নাম কি?
উঃ চকোপিরাইট।
19. 1821 সালে sambad kaumudi কে প্রকাশ করেন?
উঃ রাম মোহন রায়।
20. আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম নদী কোনটি?
উঃ আমাজন।
RRB NTPC 01 March 2021 GK Asked Questions Morning Shift
1. এই লাইনটি কে লিখেছেন “খুব লাদী মর্দানী ও তো ঝাঁসি ওলি রানি থি” ?
উঃ সুভদ্রা কুমারী চৌহান।
2. কে Asian Development Bank (ADB) নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ?
উঃ Masatsugu Asakawa
3. তাহকিক-ই-হিন্দ বইটি কার লেখা?
উঃ আল বিরুনি।
4. সাম্প্রতিক বছরগুলিতে কোন দেশে ভারতে সর্বোচ্চ এফডিআই হয়েছে?
উঃ সিঙ্গাপুর।
5. স্বাধীনতার পরে প্রথম পারমাণবিক বৈঠকের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উঃ জে হোমি ভাভা।
6. ১৯৩৯ সালে ত্রিপুরা অধিবেশনে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন?
উঃ সুভাষ চন্দ্র বোস।
7. ভারতে কয়টি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে?
উঃ 38 টি UNESCO Heritage sites
8. বানভট্ট কোন আদালতের কবি ছিলেন?
উঃ রাজা হর্ষবর্ধনের।
9. সূর্য শক্তির মূল উৎস কি?
উঃ নিউক্লিয় সংযোজন।
10. শ্রাবণবেলাগোলা জৈন মন্দিরটি কি দিয়ে নির্মিত ?
উঃ গ্রানাইট দিয়ে।
11. আন্তর্জাতিক জল-সহযোগিতা বর্ষ (আইওয়াইডাব্লুসি) কখন ঘোষণা করা হয়?
উঃ 2013 সালে।
12. 2003 সালের IAAF ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কে ব্রোঞ্জ পদক জিতেছে?
উঃ অঞ্জু ববি জর্জ।
13. NRDWP বলতে কী বোঝায়?
উঃ National Rural Drinking Water Programme.
14. মিশন ইন্দ্রধনুশ ২.০ এর লক্ষ্য কি ?
উঃ 2 বছরের কম বয়সী শিশু এবং গর্ভবতী মহিলাদের টিকা দেওয়া।
15. গোল গম্বুজ কোথায় অবস্থিত?
উঃ কর্ণাটকের বিজাপুরে।
16. রায়তওয়ারী পদ্ধতি ভারতে প্রথম কোথায় প্রয়োগ করা হয়েছিল?
উঃ Madras presidency
RRB NTPC Evening Shift memory Based Questions 01 March 2021
1. আন্দামান ও নিকোবারের সর্বোচ্চ চূড়া কোনটি?
উঃ স্যাডল পিক
2. ভারতে কয়টি ধ্রুপদী নৃত্য ( classical dances) রয়েছে?
উঃ আটটি।
ভরতনাট্যম (তামিলনাড়ু), কাথক (উত্তর, পশ্চিম এবং মধ্য ভারত), কথাকলি (কেরল), কুচিপুডি (অন্ধ্র), ওডিসি (ওডিশা), মণিপুরী (মণিপুর), মহিনিঅট্যম (কেরল), এবং সাত্ত্রিয়া (অসম)।
3.
Upcoming visit tomorrow examone.in