Railway Group D 2018 Life Science solved paper part 1
Railway Group D 2018 Life Science
1. রক্তনালীর লাল যােগকলা কোনটি?
উঃ রক্ত
2. একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে কোন ক্রোমােজোম থাকে ?
উঃ একটি X ক্রোমােজোম।
3. কোনটি অ্যাস্কারিসের সাধারণ নাম?
উঃ গােলকৃমি
4. নিবেশিত মরস্টেম কোথায় পাওয়া যায় ?
উঃ পাতার নীচে।
5. কার মাধ্যমে স্পাইরােগাইরা জনন করে ?
উঃ খণ্ডীভবন।
6. দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি সাধারণ ভ্রুণ কোষের মধ্যে নিউক্লিয়াসের বিন্যাস কি ?
উঃ 3+2+3
7. মানব দেহে খাদ্য পদার্থকে ____ পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্ন্যাশয়জাত উৎসেচকগুলি তার উপর কাজ করতে পারে।
1. ক্ষারীয়
2. অম্লীয়
3. সমস্ত বিকল্পগুলি।
4. প্রশমিত
উঃ 1. ক্ষারীয়
8. কোষ কে আবিষ্কার করেন ?
উঃ রবার্ট হুক
9. নিম্নলিখিত শৈবালগুলির মধ্যে কোনটি ডিপ্লন্টিক জীবন চক্র প্রদর্শন করে, যা অ্যাঞ্জিয়োস্পাের্ম উদ্ভিদগুলির মধ্যে প্রায়শই লক্ষ্য করা হয়।
1. স্পাইরােগাইরা
2. ফোকাস
3. পলিসিফোনিয়া
4. এক্টোকার্পাস
উঃ 2. ফোকাস
10. একটি যৌনভিত্তিক বংশবিস্তার ঘটে।
1. নিম্নবর্গীয় প্রাণীদের
2. নিম্নবর্গীয় প্রাণী এবং উদ্ভিদদের
3. উদ্ভিদদের
4. উচ্চবর্গীয় প্রাণীদের
উঃ 2. নিম্নবর্গীয় প্রাণী এবং উদ্ভিদদের
11. একটি ___ তক্তু, ত্বকের তলদেশ ও আন্ত অঙ্গের মধ্যবর্তী স্থানে গঠিত হয়।
উঃ এডিপােস
12. পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয়?
উঃ টেস্টিস
13. কোন কলা দুটি ভাস্কুলার বান্ডিল তৈরি করে?
উঃ জাইলেম এবং ক্লোয়েম।
14. কয়েকটি উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও।
উঃ অক্সিন, জিব্বেরেলিন ,কাইনিন ইত্যাদি।
15. কোন কৃমিটি শ্লীপদের (elephantiasis) কারণ?
উঃ ফাইলেরিয়াল কীট
16. মানুষ স্তন্যপায়ী প্রাণীর সাথে সম্পর্কিত, ঠিক একইভাবে সাপ কোন শ্রেণীর প্রাণী ?
উঃ সরীসৃপ।
17. কোন রক্ত কণিকাটিকে সৈন্যদের সাথে তুলনা করা যায়?
উঃ শ্বেত রক্ত কণিকা।
18. F1 বংশগতিতে কোন বৈশিষ্ট্য বিদ্যমান এবং স্পষ্টতঃ প্রতীয়মান ?
উঃ প্রকট।
19. দুটি কোষের উদাহরণ দাও ।
উঃ পেরেনকাইমা ও কোলেনকাইমা।
20. প্যারেনকাইমা কার মধ্যে খাদ্যের সঞ্চযের সাথে জড়িত ?
উঃ উদ্ভিদ
21. মানুষের রক্তে সর্ববৃহৎ কণিকা(কর্পাসেল) কি ?
উঃ মােনােসাইট।
22. কার দেয়ালের সংকোচনের কারণে গর্ভবেদন ঘটে ?
উঃ জরায়ু।
23. মানুষের শ্বসনতন্ত্রের বিদ্যমান রঙ্গক কি ?
উঃ হেমােগ্লোবিন।
24. কোথায় ঐচ্ছিক পেশী রয়েছে ?
উঃ পশ্চাৎপদে।
25. মানব বৃক্কেরর মধ্যে পরিস্রাবণ ইউনিটগুলি কি নামে পরিচিত ?
উঃ নেফ্রন।
26. উদ্ভিদে কোনটি অঙ্গজ বিস্তারে অংশগ্রহণ করে না?
উঃ ফুল।
27. মানব দেহে খাদ্য ও বাতাস চলাচলের জন্য সাধারণ পথটি কি ?
উঃ গলবিল।
28. পিত্তের কার্যকারিতাকে কি বলা হয়?
উঃ রস সঞ্চারণ।
29. পেশী কলা কত ধরনের হয় ?
উঃ 3
30. বাডিংয়ের মাধ্যমে, কে প্রজনন ঘটে থাকে ?
উঃ ঈস্ট।
31. রৈখিক পেশী কি ?
উঃ বহু কোষকেন্দ্রযুক্ত।
32. প্রাণীর মধ্যে কোনটি “ব্রেডমােল্ড” নামে পরিচিত?
উঃ রিজোপাস।
33. কোন প্রকারের উদ্ভিদের ক্ষেত্রে ভেসেল বা সংবহননালী হল প্রধান জল পরিবাহক কোষ ?
উঃ অ্যাঞ্জিওস্পার্ম।
34. ____ তে কোষগুলি আলগাভাবে সংগঠিত থাকে যাতে বৃহৎ আন্তঃকোষীয় স্থানগুলি পাওয়া যেতে পারে।
উঃ প্যারেনকাইমা।
35. কার বিবর্তনের তত্ব আমাদের বলে যে কীভাবে জীবন ক্রমশ সরল থেকে জটিল রূপ ধারণ করেছে।
উঃ ডারউইনের।
36. কে কোষ বিভাজনে সহায়তা করে ?
উঃ সাইটোকাইনিনস।
37. মানুষের জিনের বংশানুক্রমিক পদচিহ্ন ইঙ্গিত করে যে, তার মূল হল -
উঃ আফ্রিকান।
38. ছত্রাকের (ফানজির) কোষ প্রাচীরগুলি কঠিন জটিল শর্করা দিয়ে তৈরি যার নাম কি ?
উঃ কাইটিন।
39. গ্রন্থী কোন প্রকারের কলা দিয়ে গঠিত ?
উঃ আবরণী।
40. পুরুষ এবং নারী জননকোষ মিলিত হয়ে কি সৃষ্টি করে ?
উঃ আদি ভ্রণকোষ (জাইগােট)।
41. ফিতা কৃমি কোন পর্বের অন্তর্গত ?
উঃ প্ল্যাটিহেলমিন্থিস।
42. কোন পেশিগুলিকে অস্থিলগ্ন পেশি বা স্কেলেটাল মাসেল বলা হয় ?
উঃ ঐচ্ছিক।
43. সম্ভবত পশুদের বৃহত্তম বিভাগ কোনটি ?
উঃ আর্থোপােডা।
44. জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক এককের নাম কি ?
উঃ প্রজাতি।
45. মটর গাছের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন?
উঃ কুঞ্চিত দানা
46. স্তন্যপায়ীদের কয় প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে ?
উঃ চার প্রকোষ্ঠের হৃৎপিণ্ড।
47. কোন শ্রেণীর প্রাণীদের শ্বাস প্রশ্বাস মাধ্যম জিল বা ফুসফুস।
উঃ উভচর।
48. মানুষের মধ্যে, নিষিক্ত ডিমটি কার আস্তরণের মধ্যে প্রবাহিত হয় ?
উঃ জরায়ু।
49. সাধারণত মেন্ডেলীনের প্রজনন কাকে বলা হয়?
উঃ জিন।
50. কোন কোষটি কেবল প্রাণী কোষে পাওয়া যায়?
উঃ সেন্ট্রোজোম।
পরের পর্বটি দেখতে ক্লিক করুন -