Railway Group D 2018 General Knowledge solved paper part-3
1. কত শতাব্দীতে কাকতীয় বংশ গােলকোণ্ডা দুর্গ নির্মাণ করেন ?
উঃ 13 ই
2. 2017 সালে প্রকাশ হওয়া 'নিউটন' সিনেমার পরিচালক কে?
উঃ অমিত ভি. মাসুরকর।
3. ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন এবং তিনি কোন রাজনৈতিক দলের ছিলেন?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেল, আইএনসি।
4. “লেবার প্রবলেমস ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি” বইটির লেখক কে?
উঃ ভি ভি গিরি।
5. সম্ভবত পশুদের বৃহত্তম বিভাগ কোনটি ?
উঃ আর্থোপােডা।
6. আফিম যুদ্ধ দুটি দেশের মধ্যে ঘটেছিল। একটি দেশ হল চীন। অপরটি কী?
উঃ ব্রিটেন।
7. শেখ হাসিনা কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী?
উঃ বাংলাদেশ।
8. বেমবেম দেবী কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ ফুটবল।
9. দক্ষিণ আমেরকার সর্ববৃহৎ হ্রদ কোনটি?
উঃ টিটিকাকা হ্রদ।
10. কেপ অব গুড হােপ কোথায় অবস্থিত?
উঃ দক্ষিণ আফ্রিকা।
11. ইয়েরারিঙ্গান পুরষ্কার জয়ী ব্যক্তির নাম কর ?
উঃ এম. এস. স্বামীনাথন।
12. অরবুদা পর্বতের গুরু শিখর পর্বতশৃঙ্গ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ বিন্দু কোথায় অবস্থিত?
উঃ রাজস্থানে।
13. কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর কোথায় 'স্বস্থ্য বচ্চে, স্বস্থ্য ভারত' কর্মসূচি চালু করেছিলেন?
উঃ কোচি।
14. ভারত কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত ?
উঃ 6
15. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ কোন বছরে করা হয়েছিল?
উঃ 1955
16. এশিয়ান গেম্স ফেডারেশন (এজিএফ) পণ্ডিত জওহরলাল নেহেরু প্রদত্ত গেম্সর মূলনীতি হিসেবে কি গ্রহণ করে ?
উঃ এভার অনওয়ার্ড
17. ভারতে, চেরাপুঞ্জি, বিশাখাপট্টনম, কলকাতা প্রভৃতির মতাে স্থানে বায়ুতে উচ্চ মাত্রার আর্দ্রতা (জলীয় বাম্প) রয়েছে। এই ধরনের স্থানের বায়ুমণ্ডলকে কি বলা হয় ?
উঃ আদ্র
18. ভারত সরকার দ্বারা স্পাের্টস অথরিটি অফ ইন্ডিয়া (এসএআই) কত সালে প্রতিস্থাপিত হয়েছিল ?
উঃ 1984 সালে।
19. _____ রাজ্যসভা ও লােকসভা, উভয় সংসদ ভবনের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সমিতির সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
উঃ উপ-রাষ্ট্রপতি।
20. আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?
উঃ হকি
21. উইন্ড রিভার সিনেমার পরিচালক কে?
উঃ টেলর শেরিডান
22. ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী রূপে কে শপথ নিয়েছেন?
উঃ বিপ্লব কুমার দেব।
23. ভারতের উত্তরের সর্বশেষ বিন্দুটি কি নামে পরিচিত ?
উঃ ইন্দিরা কল।
24. সুভাষ চন্দ্র বােস আজাদ হিন্দ ফৌজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ?
উঃ 1943 খ্রিস্টাব্দে।
25. ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (টিআরএআই) এর সদর দফতর কোন শহরে অবস্থিত?
উঃ নতুন দিল্লি।
26. কোন খেলাটি "জেন্টলমেন গেম" নামে খ্যাত?
উঃ ক্রিকেট
27. জিএসটির অধীনে ‘জাতীয় মুনাফা-বিরােধী কর্তৃপক্ষ’-এর প্রথম চেয়ারপার্সন কে ছিলেন?
উঃ বদ্রি নারায়ণ শর্মা।
28. কোনটি অচল ও একটি কঠিন অবলম্বনের সাথে সংযুক্ত থাকে?
উঃ সাইকন।
29. জাপানের জাতীয় খেলার নাম কি ?
উঃ সুমাে
30. ভারতে জাতীয় আয় পরিমাপ করার প্রথম বৈজ্ঞানিক প্রয়াস কে করেছিলেন ?
উঃ প্রফেসর, ভিকেআরভি রাও
31. গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত?
উঃ মধ্যপ্রদেশ
32. ভারতের কোন রাজ্য সর্বথম ‘ভিলেজ অব বুকস’ এর উন্মােচন করে এবং তা জনগণের পঠনের উদ্দেশ্যে উন্মুক্ত করে?
উঃ মহারাষ্ট্র।
33. 20 ফেব্রুয়ারী দিনটিকে কি হিসাবে উদযাপন করা হয় ?
উঃ ওয়ার্ল্ড ডে অফ সােশ্যাল জাস্টিস।
34. এক্সপাইরেশন (মেয়াদপূর্তি/মৃত্যু) হয় কি কারণে ?
উঃ ফুসফুসের ডিফ্লেশন।
35. চামােলি জেলায় নন্দা দেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উঃ উত্তরাখণ্ড
36. ভারতের কোন শহর হুগলী নদীর তীরে অবস্থিত?
উঃ কলকাতা।
37. হামিদা বানু বেগম ছিলেন কোন মুঘল সম্রাটের মাতা ছিলেন?
উঃ সম্রাট আকবর।
38. ভারত সরকার মুদ্রারহিতকরণের (Demonetisation) ঘােষণা করে কত তারিখে ?
উঃ 8 নভেম্বর 2016
39. ভারতবর্ষে কোন দিনে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় ?
উঃ 29শে আগস্ট।
40. বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির অধ্যয়ন করার জন্য কোন চীনা বিদ্বান বিজয়ওয়াড়াতে বসবাস করেছিলেন?
উঃ জুয়ান জাং।
41. ভারতে সর্বপ্রথম আধার-ভিত্তিক লেনদেনের জন্য আইরিস স্ক্যান প্রমাণীকরণ ব্যবস্থা চালু করে কোন ব্যাংক?
উঃ অ্যাক্সিস ব্যাংক।
42. প্রথম কোন বিদেশী এয়ারলাইন যা জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে নিজেদের বিমান পরিষেবা আরম্ভ করে ?
উঃ এয়ারএশিয়া।
43. প্রথম কোন রাজ্য যেটি কেন্দ্রের ন্যাশনাল হেল্থ প্রোটেকশন স্কিম (এনএইচপিএস) গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়?
উঃ পশ্চিমবঙ্গ।
44. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি?
উঃ ধর্মশালা।
45. কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রতি বছর 'মূর্তি দেবী পুরস্কার' দেওয়া হয়?
উঃ সাহিত্য।
46. ভারতে নােটবন্দীকৃত মুদ্রা, দেশের মােট নগদ মূল্যের কত শতাংশ ছিল?
উঃ 86%
47. ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়িকা কে ছিলেন?
উঃ শান্তা রঙ্গস্বামী
48. ভারতের সংবিধানে স্বাধীনতা (লিবার্টি) ও ভ্রাতৃত্ব (টালিটি) ধারণাগুলি সন্নিবেশিত করার অনুপ্রারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল?
উঃ ফ্রান্স।
49. ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি ?
উঃ রাঁচি
50. কোন ভারতীয় বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানে তার অবদানের স্বীকৃতি হিসাবে মর্যাদাপূর্ণ ‘ড্যান ডেভিড প্রাইজ’ লাভ করেছেন?
উঃ শ্রীনিবাস কুলকর্নি।