Railway Group D 2018 Life Science solved paper part 2 Last Part
Railway group D 2018 life science solved paper
51. একটি জটিল স্থায়ী কলার উদাহরণ দাও।উঃ জাইলেম।
52. কে কোরকোদগমের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে থাকে ?
উঃ ইস্ট।
53. মূলের লম্বা চুলের মত কোষগুলিকে বলা হয় ?
উঃ রুট হেয়ার।
54. প্রজনন প্রক্রিয়ার সময় উদ্ভূত কি পরিবর্তনগুলি হতে পারে ?
উঃ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত।
55. মানুষের মধ্যে নিষিক্ত ডিমটি কার আস্তরণের মধ্যে প্রবাহিত হয় ?
উঃ জরায়ু।
56. কোন শ্রেণী প্রাণীদের শ্বাস প্রশ্বাস মাধ্যম হল জিল বা ফুসফুস ?
উঃ উভচর।
57. মানব মস্তিষ্কের ওজন, গ্রাম হিসেবে কত?
উঃ 1200-1400
58. একটি উভলিঙ্গ ফুলের উদাহরণ দাও।
উঃ সরিষা।
59. তিনটি সাধারণ স্থায়ী কলার উদাহরণ দাও।
উঃ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা।
60. অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ যার বীজে দুটি বীজপত্র আছে, তাকে কি বলা হয় ?
উঃ দ্বিবীজপত্রী উদ্ভিদ।
61. পুং জননতন্ত্রের কোন অংশে প্রধান জেনেটিক বস্তু পাওয়া যায়?
উঃ শুক্রাণু।
62. উদ্ভিদের বৃদ্ধি (চলন) উদ্দীপকের দিকে হলে তাকে কি বলা হয় ?
উঃ পজিটিভ ট্রপিজম।
63. কোনটি স্ফুটনের মাধ্যমে বংশবিস্তার করে?
উঃ হাইড্রা।
64. কোনটি নতুন জীব কোরক থেকে বিকশিত হয় ?
উঃ হাইড্রা।
65. অন্তঃক্ষরা গ্রন্থিগুলি অন্য কোন নামে পরিচিত?
উঃ অনাল গ্রন্থি (ডাক্টলেস গ্ল্যান্ড)।
66. পরাগায়ন যে শ্ৰেণীর উদ্ভিদের বৈশিষ্ট্য, সেটি কোনটি ?
উঃ অ্যাঞ্জিওস্পার্ম।
67. কোন উদ্ভিদ বীজ উৎপন্ন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে?
উঃ জুঁই।
68. শৈবাল হল সবথেকে প্রাচীন উদ্ভিদ এবং এদেরকে কেবলমাত্র কোথায় পাওয়া যায় ?
উঃ জলে।
69. প্রান্তগুলির চারপাশের কলা এবং কান্ডের বৃদ্ধিকে কি বলা হয় ?
উঃ ল্যাটেরাল মেরিস্টেমেটিক কলা।
70. মানবদেহে পাওয়া কোষগুলির মধ্যে কোনটিতে নিউক্লিয়াস থাকে না?
উঃ লােহিত রক্তকনিকা।
71. প্রজননের একটি মৌলিক ঘটনা কি ?
উঃ একটি DNA কপি সৃষ্টি করা।
72. মানুষের পৌষ্টিক নালীর অংশ কোনগুলি?
উঃ 1. মুখ গহ্বর (বাক্কাল ক্যাভিটি)
2. পিত্ত থলি (গল ব্লাডার)
3. মলাশয় (কোলােন)
73. উদ্ভিজ্জ হরমােনের উদাহরণ দাও ।
উঃ 1. জিব্বেরেলিন
2. অক্সিন
3. সাইটোকাইনিন।
74. মুখের ভেতরের খাদ্যনালী ও আস্তরনকে কে ঘিরে আছে ?
উঃ স্কোয়ামাসসেল এপিথেলিয়াম।
75. কোনটি পুরুষের মধ্যে টেস্টোস্টেরােন সৃষ্টি করে?
উঃ অণ্ডকোষ।
76. সন্তানের লিঙ্গ নির্ধারিতকারী জীন উত্তরাধিকারসূত্রে কার কাছ থেকে পাওয়া যায় ?
উঃ বাবা।
77.কোন ক্রোমােজোমটি শুধুমাত্র মানব পুরুষের মধ্যেই পাওয়া যায়?
উঃ Y- ক্রোমােজোম
78. মনােকট উদ্ভিদের উদাহরণ দাও।
উঃ রসুন।
79. কি উদ্ভিজ তেলে হাইড্রোজেনেশন অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় ?
উঃ নিকেল।
80. যৌন প্রজননে, মা-বাবা কি প্রদান করেন ?
উঃ তার জিনের অর্ধেক।
81. কোন কলার কোষগুলিকে বিভিন্ন প্রকারের স্থায়ী কলার গঠনের জন্য পৃথক করা হয় ?
উঃ মেরিস্টেমাটিক।
82. মেন্ডেল F1 জনু থেকে F2 জন প্রাপ্ত করেন এই পদ্ধতি কি অনুসরণ করে ?
উঃ স্বপরাগযােগ।
83. পেপসিন কি?
উঃ উৎসেচক (এনজাইম)।
84. কোন গােষ্ঠির উদ্ভিদের মধ্যে ফলের ভিতরে বীজ উপস্থিত ?
উঃ এনজিওস্পার্ম।
85. মাশরুম কোন গােষ্ঠীর অন্তর্গত?
উঃ ছত্রাক।
86. আল্ট্রাফিল্টারেশন কার সঙ্গে সম্পর্কিত ?
উঃ রেচন।
87. বংশগতির সূত্রের প্রবক্তা কে ?
উঃ গ্রেগর জোহান মেন্ডেল।
88. জৈব বিবর্তনকে কি হিসাবে বর্ণনা করা হয় ?
উঃ প্রাকৃতিক নির্বাচন হিসেবে।
89. যেই উদ্ভিদগুলির সুবিন্যস্ত পৃথকীকৃত কলা থাকে, যেখান থেকে পর্যায়ক্রমে বীজ উৎপন্ন হয়, সেই উদ্ভিদগুলিকে কি বলা হয় ?
উঃ ফ্যানেরােগ্যামস।
90. ডিম কে জরাশয় থেকে গর্তে নিয়ে যেতে কে সাহায্য করে ?
উঃ ডিম্বনালী।
91. কিডনি গঠন হয় কি দিয়ে?
উঃ নেফ্রন।
আগের পর্বটি দেখতে ক্লিক করুন-