ভারতের জাতীয় উদ্যানের তালিকা ( List of National Parks of India)
ভারতের জাতীয় উদ্যান ( National Park of India)
জাতীয় উদ্যান হলো স্বাভাবিক কিংবা মানুষের নির্মিত বনাঞ্চল, যেখানে বন্যপ্রাণীদের নিরাপত্তা এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারিদের বনাঞ্চল প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং বিভিন্ন প্রকার ঔষধি গাছ নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে সরকার কিংবা নির্বাহী কর্তৃপক্ষ কোনো এলাকায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনাঞ্চলকে অভয়ারণ্য ঘোষণা করা হয়ে থাকে। ভারতে এই ঘোষণা কেন্দ্রীয় সরকার করে থাকেন।
ভারতের প্রথম জাতীয় উদ্যান ১৯৩৫ সালে স্থাপিত হয়, যেটি পরে জিম করবেট জাতীয় উদ্যান নামে পরিচিত হয়। ভারতে ১৯৭০ সালে পাঁচটি জাতীয় উদ্যান ছিল। ভারত সরকার ১৯৭২ সালে প্রাণীদের রক্ষার্থে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও ব্যাঘ্র প্রকল্প চালু করেন। ১৯৮০-এর দশকে জাতীয় স্তরে বিভিন্ন আইন করে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে কঠোর মনোভাব গৃহীত হয়।
ভারতের জাতীয় উদ্যানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি যে কোন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ
1. ভারতের প্রাচীনতম ন্যাশনাল পার্কের নাম কি ?
উঃ জিম করবেট ন্যাশনাল পার্ক এটি উত্তরাখণ্ডের নৈনিতালে অবস্থিত।
2. জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে।
3. চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ উত্তর প্রদেশ রাজ্যের বারাণসীতে।
4. দাচি গ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ শ্রীনগর।
5. মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত?
উঃ বরপেটা (অসম)।
6. গির অরণ্য কোথায় অবস্থিত?
উঃ জুনাগড় ( গুজরাট)
7. চাপড়ামারি অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি তে।
8. সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উঃ কেরল।
9. হাজারীবাগ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উঃ হাজারিবাগ (ঝাড়খন্ড)।
10. কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উঃ মধ্যপ্রদেশ।
11. কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উঃ ভারতের সিকিমে অবস্থিত।
12. বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ কর্ণাটক রাজ্যে।
ভারতের কয়েকটি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের তালিকা নিচে দেওয়া হল
ভারতের জাতীয় উদ্যানের তালিকা(List of National Parks of India)
ভারতের জাতীয় উদ্যান | ||
---|---|---|
নাম | স্থান | প্রতিষ্ঠা |
1. জিম করবেট জাতীয় উদ্যান ( ভারতের প্রাচীনতম) |
নৈনিতাল ( উত্তরাখণ্ড) | ১৯৩৬ |
2. কানহা ন্যাশনাল পার্ক | মধ্যপ্রদেশ | ১৯৫৫ |
3. সরিস্কা টাইগার রিজার্ভ | রাজস্থান | ১৯৫৫ |
4. বন্দিপুর জাতীয় উদ্যান ( বাইসন, হাতি) |
কর্ণাটক | ১৯৭৪ |
5. বান্ধবগড় জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ | ১৯৮২ |
6. দাচিগ্রাম ন্যাশনাল পার্ক ( কস্তুরী মৃগ) |
শ্রীনগর (জম্মু ও কাশ্মীর) | ১৯৮১ |
7. গির অরণ্য ( সিংহ) |
জুনাগড় (গুজরাট) | ১৯৭৫ |
8. গোরুমারা জাতীয় উদ্যান | জলপাইগুড়ি | ১৯৯৪ |
9. কাজিরাঙা ন্যাশনাল পার্ক | জোড়হাট ( অসম ) | ১৯৭৪ |
10. ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক | ছত্রিশগড় | ১৯৮১ |
11. মহাত্মা গান্ধীর মেরিন ন্যাশনাল পার্ক | আন্দামন এবং নিকোবর | ১৯৮৩ |
12. মানস জাতীয় উদ্যান | বরপেটা (অসম) | ১৯৯০ |
13. নন্দাদেবী ন্যাশনাল পার্ক | উত্তরাখণ্ড | ১৯৮২ |
14. জলদাপাড়া জাতীয় উদ্যান | জলপাইগুড়ি (পশ্চিমবঙ্গ) | ২০১২ |
15. রাজীব গান্ধী জাতীয় উদ্যান | কর্ণাটক | ২০০৩ |
16. রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক | আন্দামান এবং নিকোবর | ১৯৯৬ |
17. সেলিম আলী ন্যাশনাল পার্ক | জম্বু এবং কাশ্মীর | 1992 |
18. সাতপুরা জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ | 1981 |
19. সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক | কেরালা | 1984 |
20. সিঙ্গালিলা জাতীয় উদ্যান | পশ্চিমবঙ্গ | 1992 |
21. শ্রী ভেঙ্কাটেশ্বর ন্যাশনাল পার্ক | অন্ধপ্রদেশ | 1989 |
22. সুলতানপুর ন্যাশনাল পার্ক | হরিয়ানা | 1989 |
23. সুন্দরবন জাতীয় উদ্যান | পশ্চিমবঙ্গ | 1984 |
24. টাডোবা ন্যাশনাল পার্ক | মহারাষ্ট্র | 1955 |
25. পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান | উত্তরাখণ্ড | 1982 |
26. বাল্মিকী ন্যাশানাল পার্ক | বিহার | 1989 |
27. বনবিহার জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ | 1979 |
28. মাধুমালাই জাতীয় উদ্যান | তামিলনাড়ু | 1940 |
29. অংশী জাতীয় উদ্যান | কর্ণাটক | 1987 |
30. বালপাকরাম জাতীয় উদ্যান | মেঘালয় | 1986 |
31. বান্নারঘাটা জাতীয় উদ্যান | কর্ণাটক | 1974 |
32. ব্লাকবাক জাতীয় উদ্যান | গুজরাট | 1976 |
33. বংশদা জাতীয় উদ্যান | গুজরাট | 1979 |
34. বেতলা জাতীয় উদ্যান | ঝাড়খন্ড | 1986 |
35. ভিতরকণিকা জাতীয় উদ্যান | ওড়িশা | 1988 |
36. বক্সা জাতীয় উদ্যান | পশ্চিমবঙ্গ | 1992 |
37. ক্যাম্বেল বে ন্যাশনাল পার্ক | আন্দামান এবং নিকোবর | 1992 |
38. চান্ডলি ন্যাশনাল পার্ক | মহারাষ্ট্র | 2004 |
39. মরুভূমি জাতীয় উদ্যান | রাজস্থান | 1980 |
40. ডিব্রু-ছৈখোয়া জাতীয় উদ্যান | অসম | 1999 |
41. দুধয়া ন্যাশনাল পার্ক | উত্তর প্রদেশ | 1977 |
42. ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক | কেরালা | 1978 |
43. ফসিল জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ | 1983 |
44. গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক | উত্তরখন্ড | 1989 |
45. গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক | হিমাচল প্রদেশ | 1984 |
46. গুগামাল ন্যাশনাল পার্ক | মহারাষ্ট্র | 1987 |
47. হেমিস ন্যাশনাল পার্ক | লাদাখ | 1981 |
48. কালেশ্বর ন্যাশনাল পার্ক | হরিয়ানা | 2003 |
49. কাঙ্গারঘাঁটি ন্যাশনাল পার্ক | ছত্রিশগড় | 1982 |
50. মাধব জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ | 1959 |
51. মহাবীর হরিয়ানা বনশালি ন্যাশনাল পার্ক | অন্ধ্রপ্রদেশ | 1994 |
52. মল্লেম ন্যাশনাল পার্ক | গোয়া | 1978 |
53. মাওলিং ন্যাশনাল পার্ক | অরুণাচল প্রদেশ | 1986 |
54. মাউন্ট আবু ওয়াইল্ডলাইফ সংক্যুয়ারি | রাজস্থান | 1960 |
55. মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক | আন্দামান এবং নিকোবর | 1987 |
60. নামেরি জাতীয় উদ্যান | অসম | 1994 |
61. নকরেক জাতীয় উদ্যান | মেঘালয় | 1986 |
62. ওরাং জাতীয় উদ্যান | অসম | 1999 |
63. পান্না জাতীয় উদ্যান | মধ্যপ্রদেশ | 1973 |
64. পিন ভ্যালি ন্যাশনাল পার্ক | হিমাচল প্রদেশ | 1987 |
65. রাজাজি ন্যাশনাল পার্ক | উত্তরাখন্ড | 1983 |
66. সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান | মহারাষ্ট্র | 1983 |
67. শিরোহি ন্যাশনাল পার্ক | মনিপুর | 1982 |
68. সিমলিপাল জাতীয় উদ্যান | উড়িষ্যা | 1980 |
69. স্যাডল পিক ন্যাশনাল পার্ক | আন্দামান এবং নিকোবর | 1987 |
70. নাভেগায়ন ন্যাশনাল পার্ক | মহারাষ্ট্র | 1975 |