Railway Group D 2018 Subject wise All shift solved Paper physics and chemistry part 1
হ্যালো বন্ধুরা, Railway Group D 2018 সালের পরীক্ষার প্রশ্নপত্র গুলি ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সাবজেক্ট অনুযায়ী পর্ব করে উত্তর দেওয়া হয়েছে। যেখানে পদার্থবিদ্যা এবং রসায়ন, জীবন বিজ্ঞান, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, ও অংক সাবজেক্ট অনুযায়ী পেতে ওয়েবসাইট ExamOne.in বুকমার্ক বা Facebook ফলো করে রাখুন।
1. ভর / আয়তন=?
1. ভরবেগ
2. বল
3. ঘনত্ব
4. নিস্ক্রিয়তা
...
Answer is 3) ঘনত্ব
2. সৌর প্যানালে কোন ধাতুগুলাে ব্যবহৃত হয়?
1. সােনা
2. রুপা
3. সিলিকন
4. তামা
Answer is 3. সিলিকন
3.নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় ?
1. জলের জলীয় বাষ্পে রুপান্তর
2. দুধের দইযে রুপান্তর
3. লােহার মরিচা পড়া
4. আমাদের দেহে খাদ্যের হজম
Answer is 1) জলের জলীয় বাষ্পে রুপান্তর
4. নিম্নলিখিত প্রিন্সিপল গুলাের মধ্যে কোনটি ওপর মহাকাশে একটি রকেট কাজ করে?
1. শক্তির সংরক্ষণ প্রিন্সিপল এর
2. ভর সংরক্ষণ এর প্রিন্সিপল এর
3. দ্রুতির সংরক্ষণ প্রিন্সিপল এর
4. ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপল এর
Answer is 4. ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপল এর
5. বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর _____ অবস্থার কথা বলছেন।
1. 5
2. 2
3. 3
4. 4
Answer is 1) 5
6. নীচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়?
1. লাল লিটমাসকে নীল করে
2. জলীয় মাধ্যমে/ গলিত অবস্থায় OH''' সরবরাহ করে
3. নীল লিটমাসকে লাল করে
4. এটি স্বাদে তেতাে
Answer is 3) নীল লিটমাসকে লাল করে
7. নীচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু?
1. রুপা
2. সােনা
3. কপার
4. অ্যালুমিনিয়াম
Answer is 2) সােনা
8. মৌল X একটি অক্সাইড গঠন করে X2O3 আকারে, মৌল X খুব সম্ভবত পর্যায় সারণীতে ____ এর সাথে একই শ্রেণীতে থাকব।
1. অ্যালুমিনিয়াম
2. সােডিয়াম
3. ম্যাগনেসিয়াম
4. সিলিকন
Answer is 1) অ্যালুমিনিয়াম
9. চাপ =____
1. ঘাত x আয়তন
2. আয়তন / ঘাত
3. আয়তন + ঘাত
4. ঘাত / আয়তন
Answer is 4) ঘাত / আয়তন
10. আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটি হল ৪০°। তাহলে আপতনের কোণ কত ?
1. 90°
2. 40°
3. 80°
4. 60°
Answer is 2) 40°
11. যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয়, তার ত্বরণ কি?
1. শূন্য
2. অভিন্ন
3. ধনাত্মক।
4. ঋণাত্মক
Answer is 1) শূন্য
12. হাইড্রজেনের ঋণাত্মক পরমাণুর গঠন নিম্নলিখিতটির সেটির সঙ্গে সদৃশ হয়:
1. হ্যালােজেন।
2. ক্ষারমৃত্তিকার ধাতু
3. নিষ্ক্রয় গ্যাস
4. ক্ষারীয় ধাতু।
Answer is 4) ক্ষারীয় ধাতু।
13. একটি দ্রবণে 31 গ্রাম সাধারণ লবণ আছে 320 গ্রাম জলে। দ্রবণে ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব নির্ণয় কর।
1. 8.84 g
2. 13.05%
3. 8.83%
4. 12.57%
Answer is 3) 8.83%
14. _____ দেখান যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশী মৌলিক।
1. মােসলে
2. নিউল্যান্ড
3. ম্যান্ডেলিভ
4. দোলেরেইনার
Answer is 3. ম্যান্ডেলিভ
15. একটি বৈদ্যুতিক হিটার যখন উৎস থেকে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ টেনে নেয় ভখন তার দুটি প্রান্তের বিভব পার্থক্য হয় 60 ভােল্ট। বিভব পার্থক্য বাড়িয়ে 165 ভােল্ট করলে হিটার কত বিদ্যুৎ টানবে?
1. 12 অ্যাম্পিয়ার
2. 10 অ্যাম্পিয়ার
3. 24 অ্যাম্পিয়ার
4. 11 অ্যাম্পিয়ার
Answer is 4) 11 অ্যাম্পিয়ার
16. 100 kg ভরের একটি বস্তু 5 s - এ 5 ms-1 থেকে 15 ms-1 বেগে এককতাবে ত্বরান্বিত হয়। বস্তুর উপর পড়া বলের মাত্রা কত ?
1. 200 Pa
2. 200 J
3. 200 N
4. 200 Kg
Answer is 3) 200 N
17. 5 N বলের প্রভাবে একটি বল সরলরেখায় 10 m দূরত্ব অতিক্রম করে। যদি মােট সম্পন্ন হওয়া কাজের পরিমাণ 50 J হয়, তাহলে বল ও গতির অভিমুখের মধ্যে বিদ্যমান কোণটি হল:
1. 30°
2. 90°
3. 0°
4. 60°
Answer is 3) 0°
18. যদি বেগ তিনগুণ করা হয়, তাহলে:
1. ভরবেগ 3 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে
2. ভরবেগ 3 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 6 গুণ বেড়ে যাবে
3. ভরবেগ 4 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 2 গুণ বেড়ে যাবে
4. ভরবেগ 9 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 3 গুণ বেড়ে যাবে
Answer is 1) ভরবেগ 3 গুণ বেড়ে যাবে এবং গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে
19. যে সময় আমরা একটি চকের টুকরাে দিয়ে একটি কালাে বাের্ডে লিখি, তখন কোন বল দ্বারা আমাদের সে কাজ সাধিত হয়?
1. স্পর্শ বল
2. পেশী বল
3. ঘর্ষণ বল
4. ক্ষেত্র বল
Answer is 3) ঘর্ষণ বল
20. 1 থেকে 17তম শ্রেণীতে থাকা মৌলগুলিকে _____ বলা হয়।
1. অভ্যন্তরীণ সন্ধিগত মৌল
2. সন্ধিগত মৌল
3. স্বাভাবিক মৌল
4. নােবল গ্যাস
Answer is 3) স্বাভাবিক মৌল
21. একটি ____ সার্কিটে, বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে।
1. সমান্তরাল
2. সম্পূর্ণ
3. শ্রেণী
4. কন্ডাকটর
Answer is 1) সমান্তরাল
22. অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র কত ?
1. AlO
2. AlO3
3. Al2O2
4. Al2O3
Answer is 4) Al2O3
23. Al2O3 + NaOH + H2O ---> NaAl (OH)4, সমীকরণটি বিবেচনা কর। বিক্রিয়ার সমতা বিধানের জন্য বিক্রিয়াজাতের যতগুলি মােল প্রয়োজনীয় সেটি --
1. 3
2. 1
3. 2
4. 4
Answer is 3) 2
24. একই ভরের দুটি বল ভিন্ন ভিন্ন বেগে গতিশীল। কোন বলটিকে থামাতে বৃহত্তর বল (জোরের) প্রয়ােগ করতে হবে?
1.যে বলটি কম বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বলের প্রয়ােজন হবে।
2. বলগুলি নিজের থেকেই, একই সময়ে থেমে যাবে।
3.যে বলটি বেশি বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বলের প্রয়ােজন হবে।
4.যেহেতু উভয়েরই একই ভর আছে, তাদের থামাতে সমান বল প্রয়ােজন হবে।
Answer is 3)যে বলটি বেশি বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বলের প্রয়ােজন হবে।
25. ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন সরবরাহ ও ইনস্টল করার জন্য এনটিপিসি থেকে বিএইচএল কত কোটি টাকার অর্ডার নিয়েছে?
1. 650 কোটি
2. 560 কোটি
3. 666 কোটি
4. 555কোটি
উঃ 560 কোটি।
26. নিচের কোন ভৌতরাশি-জুটির একক (বা ইউনিট) একই হয়?
1. কার্য এবং ক্ষমতা
2. কার্য এবং বল
3. বল এবং ক্ষমতা
4. বল এবং ওজন
Answer is 4) বল এবং ওজন
27. চাঁদে একটি বস্তুর ওজন, পৃথিবীতে তার ওজনের ____ ভাগ হবে।
1. 1/4 ভাগ
2. 1/5 ভাগ
3. 1/7 ভাগ
4. 1/6 ভাগ
উঃ 1/6 ভাগ
28. একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ হয় ___
1. সর্বনিম্ন
2. সর্বাধিক
3. ধ্রুবক
4. নির্দিষ্ট
Answer is 3) ধ্রুবক
29. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্বন যৌগগুলির কার্যকরী মূলক নয়?
1. কার্বনিক অ্যাসিড
2. কার্বক্সিলিক অ্যাসিড
3. অ্যালকোহল
4. অ্যাল্ডিহাইড
Answer is 1) কার্বনিক অ্যাসিড
30. অ্যাভােগাড্রো ধ্রুবক(NA) এর মান কি?
1. 3.145x10²⁰
2. 6.220x10²³
3. 6.023x10²³
4. 9.023×10-¹²
Answer is 3) 6.023x10²³
31. একটি মৌলের _____ এর একই রাসায়নিক ধর্ম থাকে কিন্তু পারমাণবিক ভর ভিন্ন হয়।
1. আইসােটোপ
2. আইসােনিম
3. অ্যালােট্রোপ
4. আইসােবার
Answer is 1) আইসােটোপ
32. উদ্ভিদের মধ্যে কোন ধাতুটি পাওয়া যায়?
1. Cr
2. Al
3. Mg
4. Fe
Answer is 3) Mg
33. ______ লেন্সের ফোকাল দৈর্ঘ্যকে সামঞ্জস্য করতে চোখের সাহায্য করে।
1. সিলিয়ারি বডি
2. সম্পূর্ণ আই বল
3. লেন্স
4. রেটিনা
Answer is 1) সিলিয়ারি বডি
34. 10 kg ওজনের একটি বস্তু 2 m/s গতিবেগে চলমান। বস্তুটির গতিশক্তি কত ?
1. 10 J
2. 20 J
3. 5 J
4. 40 J
Answer is 2) 20 J
35. Al2(SO4)3 তে অক্সিজেনের শতাংশ কত?
1. 53.1%
2. 52.6%
3. 57.7%
4. 56.1%
Answer is 4) 56.1%
36. পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে মাপা হয়?
1. ন্যানােমিটারের
2. মিলিমিটার
3. সেন্টিমিটার
4. মাইক্রোমিটার
Answer is 1) ন্যানােমিটারের
37. _____ সবচেয়ে বড় পরমাণু।
1. Li
2. F
3. H
4. 0
Answer is 1) Li
38. একজন ব্যাক্তি একটি পর্বতের কাছাকাছি হাততালি বাজান এবং 6 s পর সেটির প্রতিধ্বনি শুনতে পান। পর্বত এবং ব্যাক্তিটির মধ্যে দূরত্ব হল: [ধরে নিল v = 346ms-1]
1. 1038 m
2. 2076 m
3. 2076 m
4. 1038 m
Answer is 1) 1038 m
39. সফ্ট ড্রিংকে কি থাকে ?
1. অক্সালিক অ্যাসিড
2. টারটারিক অ্যাসিড
3.কারবােলিক অ্যাসিড
4. সাইট্রিক অ্যাসিড
Answer is 3) কারবােলিক অ্যাসিড
40. একটি গাড়ি 5 s সময়ে 18 km/h থেকে 72 km/h সমত্বরণে গতিশীল হয়। গাড়ির ত্বরণ কি ?
1. 10.8 ms²
2. 3 ms²
3. 3 ms-²
4. 10.8 ms-²
Answer is 3) 3 ms-²
41. যখন 8kg ভরের বস্তুর উপর ক্রিয়াশীল কোন অবিরত বল 3 সেকেন্ড সময় পর্যন্ত থাকে তখন বস্তুটির যােজ্যতা বেড়ে হয় 4 m/s থেকে 6 m/s প্রযােজ্য বলের মান কত হবে?
1. 3.33 N
2. 4.33 N
3. 6.33 N
4. 5.33 N
Answer is 4) 5.33 N
42. যদি কোন ব্যক্তি 10m দূরত্বে একটি ট্রলিকে নিয়ে যান 50 N বল প্রয়োগ করে, তাহলে তিনি কাজ করেনঃ
1. 500 J
2. 5 J
3. 0.2 J
4. 20 J
Answer is 1) 500 J
43. গভীর ঘন মাধ্যমে বাকানাে আলাের রশ্মিকে কি বলা হয় ?
1. প্রতিফলন
2. প্রতিসরণ
3. বিনিময়তা
4. বিচ্ছুরণ
Answer is 2) প্রতিসরণ
44. কপার সলফেট দ্রবণে জিংক যােগ করা হলে ____ স্থানচ্যুত হয়।
1. তামা
2. দস্তা
3. হাইড্রোজেন
4. সালফেট
Answer is 1) তামা
45. একটি বস্তু 3 second এ 24m এবং তারপর 2 second এর মধ্যে আরাে 15m গমন করে ।বস্তুটির গড় গতি কত?
1. 7.8s-¹
2. 6.67ms-¹
3. 7.8ms-¹
4. 8.0 m
Answer is 3. 7.8ms-¹
46. ______ বৈশিষ্ট্যটি হলাে একটি অনুর হ্যালােজেন পরমানু গুলির দ্বারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা।
1. ইলেক্ট্রন আসক্তি
2. ইলেক্ট্রোপজিটিভিটি
3. ইলেক্ট্রোরসায়ন
4. ইলেক্ট্রোনিগেটিভিটি
Answer is 4. ইলেক্ট্রোনিগেটিভিটি
47. কোন বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতাকে কি বলে ?
1. জড়তা
2. শক্তি
3. চাপ
4. বল
Answer is 2. শক্তি
48. নিম্নলিখিতগুলির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি পর্যায় সারণির পর্যায় 4 এ অবস্থিত?
1. Kr
2. Rn
3. Ar
4. Xe
Answer is 1) Kr
49. 20 kg'র একটি ভর মাটি থেকে 8m উচ্চতায় রয়েছে। তাহলে শরীর দ্বারা প্রবাহিত কার্যক্ষমতার শক্তি কি ? [দেওয়া আছেg = 9.8ms-²]
1. 1568 W
2. 1568 N
3. 1568 C
4. 1568 J
Answer is 3) 1568 C
50. 1kWH কত জুল?
1. 3.6 x 10-⁸ J
2. 3.6 x 10⁸ J
3. 3.6 x 10-⁶J
4. 3.6x10⁶ J
Answer is 4) 3.6x10⁶ J