Railway Group D 2018 Physics and Chemistry solved paper part-6

1. বায়ুমন্ডলীয় প্রতিসরণের কারণে, সূর্যোদয় পূর্বে হয় এবং সূর্যাস্তে প্রায় ______ বিলম্ব হয়।
1. 1 মিনিট
2. 3 মিনিট
3. 2 মিনিট
4. 4 মিনিট
উঃ 2 মিনিট
2. ______ অনুযায়ী মৌলগুলির ধর্ম তাদের পারমাণবিক ভর অনুযায়ী পুনরাবৃত্ত হয়।
1. মেন্ডেলিভের পর্যায় সারণী সূত্র
2. নিউল্যান্ডের অষ্টক সূত্র
3. ডােবেরিনারে এযী সূত্র
4. নিউটনের সূত্র
উঃ মেন্ডেলিভের পর্যায় সারণী সূত্র
3. নীচের পদার্থগুলির মধ্যে কোনটির উর্ধ্বপাতন হয় না?
1. ন্যাপথলিন
2 কপূর
3. অ্যামােনিযাম ক্লোরাইড
4. সােডিয়াম সালফেট
উঃ সােডিয়াম সালফেট
4. মেন্ডেলীভের পর্যায় সারণীতে, উল্লম্ব স্তম্ভগুলিকে কি বলা হয় ?
1. একক
2. গােষ্ঠী
3. পর্যায়
4. শ্রেণী
উঃ শ্রেণী
5. কার্বনের দ্বারা মজবুত বন্ধন গঠিত হওয়ার একটি কারণ হল এটির ____ আকার।
1. বড়
2. ক্ষুদ্র
3. অত্যন্ত বড়
4. মাঝারি
উঃ ক্ষুদ্র
6. 5.6 kwh = ?
1. 14.4x10⁵ J
2. 20.16x10⁶ J
3. 14.4x10⁸ J
4. 14.4x10⁶ J
উঃ 20.16x10⁶ J
7. 2kg ভরের একটি বস্তু 4m/s² ত্বরণের সাথে গতিশীল রয়েছে। এর উপর ক্রিয়াশীল মােট বলের পরিমাণ কত হবে ?
1. 2.0 N
2. 0.5 N
3. 4.0 N
4. 8.0 N
উঃ 8.0 N
8. একটি উত্তল দর্পণের সামনে, অসীম আর দর্পনের মেরুর মাঝখানে, একটি বিন্দুতে একটি বস্তু রাখা আছে। গঠিত প্রতিবিম্বটি কি হবে ?
1. অসদ ও বর্ধিত
2. অসদ ও ক্ষুদ্র
3. সদ ও বর্ধিত
4. সদ ও ক্ষুদ্র
উঃ অসদ ও ক্ষুদ্র
9. পৃথিবীতে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান ?
1. অ্যালুমিনিয়াম
2. তামা
3. সিসা
4. দস্তা
উঃ অ্যালুমিনিয়াম।
10. লিটমাস দ্রবণ কি থেকে নির্যাসিত হয় ?
1. লাইকেন 
2. পিটুনি
3. স্যারেনিয়াম
4. হাইড্রাঞ্জিয়া
উঃ লাইকেন
11. নীচের কোনটির বৈদ্যুতিক রােধ সবথেকে বেশি?
1. নিকেল
2. নাইক্রোম
3. রুপাে
4. অ্যালুমিনিয়াম
উঃ রুপাে
12. আধুনিক পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে _____ টি মৌল অবস্থিত।
1. 32
2. 8
3. 18
4. 33
উঃ 32
13. 800 kg ভরের একটি গাড়ীর বেগ 5 m/s থেকে 10 m/s বৃদ্ধি করভে কৃতকার্যের পরিমাণ কত?
1. 20 kJ
2. 10 kJ
3. 40 kJ
4. 30 kJ
উঃ 30 kJ
14. একটি কঠিন পদার্থ গলে যাওয়ার সময় তার তাপমাত্রা কি হয় ?
1. পাল্টায় না
2. কমে
3. কঠিন পদার্থটির প্রকৃতি অনুযায়ী বাড়ে বা কমে
4. বাড়ে
উঃ পাল্টায় না।
15. একটি সঙ্কুচিত স্প্রিং কি শক্তি ধারণ করে?
1. বৈদ্যুতিক শক্তি
2. গতিশক্তি
3. স্থিতিশক্তি
4. রাসায়নিক শক্তি
উঃ স্থিতিশক্তি
16. CO এর আণবিক ভর কত ?
1. 32
2. 16
3. 44
4. 28
উঃ 28
17. এদের মধ্যে কোনটি সবচেয়ে নরম খনিজ?
1. হীরা
2. ট্যাল্ক
3. মার্বেল
4. দাঁতের মাজন
উঃ ট্যাল্ক
18. সমযােজী বন্ধনযুক্ত অণুগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্ন, কারণ তাদের:
1. আন্তঃআণবিক বল ক্ষীণ
2. আন্তঃআণবিক বল ভীষণ শক্তিশালী
3. আন্তঃআণবিক বল শক্তিশালী
4. আন্তঃআণবিক বল মাঝারি
উঃ আন্তঃআণবিক বল ক্ষীণ
19. Pb + CuCl2 → PbCl2 + Cu
প্রদত্ত বিক্রিয়াটি কোন বিক্রিয়ার উদাহরণ।
1. বিয়ােজন
2. প্রতিস্থাপন
3. দ্বি প্রতিস্থাপন
4. সংযােগ
উঃ প্রতিস্থাপন
20. নিম্নলিখিত পারমাণবিক সংখ্যার গুচ্ছগুলির মধ্যে কোনটি ক্ষারধাতুর?
1. 9, 17, 35, 53
2. 1, 3, 5, 45
3. 37, 19, 3, 55
4. 12, 20, SS, 56
উঃ 37, 19, 3, 55
21. কোনটি হল পঞ্চম পর্যাযের সবথেকে ধাতব মৌল।
1. ক্যালসিয়াম
2. সােনা
3. প্ল্যাটিনাম
4. রুবিডিয়াম
উঃ রুবিডিয়াম
22. NO2-এর ধোঁয়া কোন রঙের হয় ?
1. ফ্যাকাসে হলুদ
2. বাদামী
3. লাল
4. হলুদ
উঃ বাদামী।
23. দুটি বিন্দুর প্রান্ত জুড়ে বিভব-প্রভেদ হল 20v, এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি কৃতকার্য হল 60J । এই দুই বিন্দুর মধ্যে বহমান তড়িৎ আধান কত হবে ?
1. 120 C
2. 30 C
3. 1200 C
4. 3 C
উঃ 3 C
24. একটি দর্পণের ফোকাল দৈর্ঘ্য এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি ?
1. R = f
2. R =f/2
3. f= 2R
4. R = 2f
উঃ R = 2f
25. একটি বাড়িতে এক মাসে 9 x10⁸ বিদ্যুৎশক্তি খরচ হয়েছে। এককে এই পরিমাণ বিদ্যুৎ কত হবে?
1. 0.25 একক
2. 2500 একক
3. 250 একক
4. 25 একক
উঃ 250 একক।
26. 1 নিউটন = ?
1. 1 kg ms-2
2. 1 kg m s -1
3. 1 kg m s2
4. 1 kg m s
উঃ 1 kg ms-2
27. মেন্ডেলীভের পর্যায় সারণীতে, অনাবিষ্কৃত মৌলগুলির জন্য ফাঁকা প্রকোষ্ঠ রেখে দেওয়া হয়েছিল। নিমােক্ত মৌলগুলির মধ্যে কোনটি পরবর্তীকালে পর্যায় সারণীতে স্থান পায়?
1. F
2. Mg
3. Ca
4. Ge
উঃ Ge
28. সােডিয়াম সালফেটের রাসায়নিক সূত্র কোনটি ?
1. Na(SO4)2
2. NaSO3
3. NaSO4
4. Na2SO4
উঃ Na2SO4
29. আপেক্ষিক ঘনত্ব হল এর সমান:
1. পদার্থের ঘনত্ব/তেলের ঘনত্ব
2. জলের ঘনত্ব/ পদার্থের ঘনত্ব
3. পদার্থের ঘনত্ব / জলের ঘনত্ব
4. পদার্থের উপাদানের ঘনত্ব/ সমগ্র পদার্থের ঘনত্ব
উঃ পদার্থের ঘনত্ব / জলের ঘনত্ব
30. একটি গাড়ী স্থির অবস্থা থেকে শুরু করে 2 মিনিটে 1 ms-2 সমত্বরণে চলে। গাড়ীর দ্রুতি কত ?
1. 120 ms-2
2. 120 ms.
3. 120 ms2
4. 120 ms-1
উঃ 120 ms-1
31. একটি 1kg ভরযুক্ত বস্তুর দ্বারা ধারণ করা শক্তি নির্ণয় করুন যখন সেটি মাটি থেকে 7 m উচ্চতায় অবস্থিত।
প্রদত্ত g=9.8 ms-2
1. 754.6 J
2. 58S J
3. 52s J
4. 520 J
উঃ 754.6 J
32. অ্যামােনিয়াম ক্লোরাইডের (Ammonium chloride) একটি অণুতে কতগুলি পরমাণু আছে?
1. 5
2. 6
3. 7
4. 4
উঃ 6
33. নিম্নলিখিত পারমাণবিক সংখ্যাগুলির জোড়ের মধ্যে কোন্ জোড়টি সেই মৌলকে প্রকাশ করে যা একই গ্রুপে অবস্থান করে?
1. 12 এবং 30
2. 11 এবং 20
3. 13 এবং 31
4. 14 এবং 33
উঃ 13 এবং 31
34. এক ____ পরমাণু সংখ্যা থাকা উপাদান একটি মৌলিক অক্সাইড গঠন করবে।
1. 7
2. 11
3. 14
4. 17
উঃ 11
35. একটি বস্তুর ওজন 200 N হলে সেটির ভর কত হবে(g = 10 ms-²)?
1. 20 N
2. 20 Pa
3. 20 W
4. 20 kg
উঃ 20 kg
36. একটি বস্তুর উপর প্রয়ােগ করা মহাকর্ষীয় বলকে কি বলা হয় ?
1. টেনশন
2. ঘাত
3. ভরবেগ
4. ওজন
উঃ ওজন।
37. ____ একটি প্রকৃতির মুক্ত উপাদান হিসাবে পাওয়া যায় নি।
1. Au
2. Ca
3. Ag
4. Cu
উঃ Ca
38. নীচের কোন দ্রবণের pH মান সর্বনিম্ন?
1. ডিটারজেন্ট
2. লেবুর রস
3. বিশুদ্ধ জল
4. রক্ত
উঃ লেবুর রস
39. লেন্সের ক্ষমতা এর সাথে পূরক কোনটি ?
1. ফোকাস দৈর্ঘ্য
2. বক্রতা ব্যসার্ধ
3. ব্যসার্ধ
4. ফোকাস
উঃ ফোকাস দৈর্ঘ্য।
40. কে আধুনিক পর্যায় সারণির কথা বলেছিলেন ?
1. নিউল্যান্ডস
2. মােসলি
3. ডােবারেইনার
4. ম্যান্ডেলিভ
উঃ মােসলি।
41. যদি দুটো পয়েন্টের মধ্যে 3 কোলম্বস একটি চার্জ সরাতে সম্পন্ন করা কাজের পরিমাণ 72 জুল হয়, দুটো বিন্দুর মধ্যে
বিভব পার্থক্য কি?
1. 216 ভল্ট
2. 24 ভল্ট
3. 240 ভল্ট
4. 2.4 ভল্ট
উঃ 24 ভল্ট
42. _____ পরিমাপ করে কৃতকার্যের গতিকে।
1. ক্ষমতা
2. চাপ
3.শক্তি
4. বল
উঃ ক্ষমতা।
43. ভরবেগের SI একক কি ?
1. Kg ms-1
2. ডাইন
3. নিউটন
4. Kg ms-2
উঃ Kg ms-1
44. ধাতুর উজ্জ্বল উপরিতল থাকার ধর্মকে কি বলা হয়?
1. নমনীয়তা
2. কঠিনতা
3. ধাতব উজ্জ্বলতা
4. প্রসারণশীলতা
উঃ ধাতব উজ্জ্বলতা।
45. যখন কোনও বস্তুকে জলে নিমজ্জিত করা হয়, তখন একটি উর্ধ্বগামী বল এটির উপর ক্রিয়াশীল হয়। এই বলকে কি বলা হয়?
1. মহাকর্ষ বল
2. প্লবতা বল।
3. ঘর্ষণ বল
4. অভিকর্ষ বল
উঃ প্লবতা বল।
46. 1896 সালের আশেপাশে যেই ব্যক্তি ‘মােল’ শব্দটির প্রচলন শুরু করেন, তিনি হলেন:
1. জোসেফ প্রাউস্ট
2. মহর্ষি কনাদ
3. জন ডাল্টন
4. উইলহেল্ম অস্টওয়াল্ড
উঃ উইলহেল্ম অস্টওয়াল্ড
47. যখন একটি বস্তু উত্তল লেন্স থেকে ____ স্থাপিত হয়, তখন তার প্রতিবিম্বটি হয় বিবর্ধিত, অসদ এবং সমশীর্ষ।
1. F1-এ
2. অসীমে
3. 2F1-এ
4. F1 এবং O এর মাঝখানে
উঃ F1 এবং O এর মাঝখানে।
48. 14V এর বিভব প্রভেদ থাকা দুটি বিন্দুর মধ্যে দিয়ে 5C এর একটি আধানকে নিয়ে যেতে কতটা কার্য করতে হয়?
1. 44J
2. 48J
3. 70J
4. 14J
উঃ 70J
49. কোন মৌলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সর্বোচ্চ?
1. স্বর্ণ
2. টাংস্টেন
3. লিথিয়াম
4. অসমিয়াম
উঃ টাংস্টেন।
50. যখন বিদ্যুৎ প্রবাহ 10 A এবং রােধ 50 ওহম হয়, বিভব-প্রভেদের মান নির্ণয় কর।
1.50 V
2. 5 V
3. 500 Ohm
4. 500 V
উঃ 500 V
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url