Railway Group D 2018 Physics and Chemistry solved paper part-5
1. 15kg ভরের একটি বস্তু 6 ms-1 সমবেগে গতিশীল। বস্তুটির দ্বারা ধারণ করা গতিশক্তি কত?
1.270 ms
2. 187.5 J
3. 270 J
4. 187.5 ms
উঃ 270 J
2. নীচের কোনটি শূন্যস্থানে ভ্রমণ করতে পারে না?
1. আলাে
2. শব্দ
3. তাপ
4. ইউভি রশ্মি
উঃ শব্দ
3. দুটি পরমাণুর মধ্যে বিদ্যমান একটি সমযােজী বন্ধনে সর্বাধিক ______ টি বন্ধন থাকতে পারে।
1. 4
2. 3
3. 1
4. 2
উঃ 3
4. ______ এ প্রতিটি কার্বন পরমাণু একই সমতলে অন্য তিনটি কার্বন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ থাকে এবং এটি একটি সড়ভুজাকার বিন্যাস গঠন করে।
1. হীরক
2. বেঞ্জিন
3. গ্রাফাইট
4. প্রােপেন
উঃ গ্রাফাইট
5. গড় দ্রুতি এবং গড় বেগ ______ একটি বস্তুর গতি ব্যক্ত করে।
1. ক্ষুদ্র দূরত্বে
2. সুদীর্ঘ দূরত্বে
3. একটি নির্দিষ্ট মুহুর্তে
4. নির্দিষ্ট সময়কালে
উঃ নির্দিষ্ট সময়কালে।
6. একটি বৈদ্যুকিত বর্তনীর মধ্যে বিদ্যুত প্রবাহ বজায় রাখার জন্য একটি ব্যাটারিকে তার ভিতরে থাকা _____ শক্তি ব্যয় করতে হয়।
1. বৈদ্যুতিক
2. গতি
3. রাসায়নিক
4. স্থিতি
উঃ রাসায়নিক
7. সােডিয়াম কার্বনেটের অণুতে কয়টি পরমাণু বিদ্যমান ?
1. 7
2. 8
3. 5
4. 6
উঃ 6
8. ল্যান্থানাইডগুলির পারমাণবিক সংখ্যা নিম্নলিখিত পরিধির মধ্যে অন্তর্ভুক্ত:
1. 90-103
2. 57-70
3. 89-102
4. 58-71
উঃ 58-71
9. তেজস্ক্রিয় মৌলগুলিকে কোথায় স্থাপন করা হয়েছে ?
1. ল্যান্থানাইড
2. অ্যাক্টিনাইড
3. 7ম পর্যায়
4. 6ষ্ঠ পর্যায়
উঃ অ্যাক্টিনাইড
10. নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটির রােধাঙ্ক সর্বাধিক?
1. তামা
2. নাইক্রোম
3. এবােনাইট
4. কাঁচ
উঃ এবােনাইট
11. পাথুরে চুন বা পােড়া চুনের রাসায়নিক সূত্র কি ?
1. CaSO4
2. CaCl,
3. CaC0
4. CaO
উঃ CaO
12. পরিবর্তী প্রবাহ (অল্টারনেটিং কারেন্ট) কে আবিষ্কার করেন ?
1. আইজ্যাক নিউটন
2. নিকোলা টেসলা
3. টমাস এডিসন
4. অ্যালবার্ট আইনস্টাইন
উঃ নিকোলা টেসলা
13. একটি বর্তনীতে বিভব-প্রভেদ এবং বিদ্যুৎ প্রবাহ দ্বিগুণ করে দিলে, বর্তনীটির রােধ কেমন হবে ?
1. বাড়বে।
2. একই থাকবে।
3. শূন্য হয়ে যাবে
4. কমবে।
উঃ একই থাকবে।
14. যখন মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সজ্জিত করা হয়, সঙ্গীতের সুরের ন্যায় প্রথম মৌলটিন্ন ধর্ম অষ্টম মােলটির ধর্মের সাথে সদৃশ হয় এই সূত্রটি কি নামে পরিচিত ?
1. মেন্ডেলিভের সূত্র হিসাবে
2. আধুনিক পর্যায় সারণী হিসাবে
3. ডােবেরিনারের ত্রয়ী সূত্র হিসাবে
4. নিউল্যান্ডের অষ্টক সূত্র হিসাবে
উঃ নিউল্যান্ডের অষ্টক সূত্র হিসাবে।
15. বলের দ্বারা কৃতকার্য ধনাত্বক হয় যখন:
1. সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘটে
2. প্রযুক্ত বল থেকে কোন সরণ হয় না
3. সরণ প্রযুক্ত বলের সাথে লম্বভাবে হয়
4. সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে
উঃ সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে।
16. ভরবেগের এস.আই একক কি ?
1. Kg-m/s2
2. Kg-cm/s
3. Kg-m/s
4. g-m/s
উঃ Kg-m/s
17. একটি অসদ ও সােজা প্রতিবিম্বের জন্য, দর্পণের বিবর্ধন কি হবে ?
1. শূন্য
2. ধনাত্বক
3. অসীম
4. ঋনাত্বক
উঃ ধনাত্বক
18. কোন অক্সাইড অম্ল ও ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করে।
1. ক্ষারীয়
2. উভধর্মী
3. প্রশম
4. আম্লিক
উঃ উভধর্মী
19. একটি বস্তুর গতি শক্তি এবং তার স্থিতি শক্তিকে একসঙ্গে কি বলা হয় ?
1. মাধ্যাকর্ষণ স্থিতি শক্তি
2. যান্ত্রিক শক্তি
3. পেশী শক্তি।
4. রাসায়নিক শক্তি
উঃ যান্ত্রিক শক্তি
20. অ্যামােনিয়াতে থাকা নাইট্রোজেনের যােজ্যতা কত ?
1. 4
2. 2
3. 1
4. 3
উঃ 3
21. একটি 35ON (নিউটন) বল একটি 500kg ভরের বস্তুর উপর ক্রিয়া করছে। বস্তুটির ত্বরণ কত ?
1. 0.7 ms1
2. 0.7 ms2
3. 0.7 ms
4. 0.7 ms-²
উঃ 0.7 ms-²
22. পরমাণু ফিউসন (সংযােজন) বিক্রিয়া কোথায় স্বতঃস্ফূর্তভাবে ঘটে ?
1. পৃথিবীর কেন্দ্রে
2. সূর্যের পরিমণ্ডলে
3. মহাসাগরের ঢেউযে
4. পরমাণু রিযেক্টারে
উঃ সূর্যের পরিমণ্ডলে।
23. জলে দ্রবীভূত করলে নীচের কোন অ্যাসিডটি কম H+ আয়ন প্রদান করে?
1. সালফিউরিক অ্যাসিড
2. নাইট্রিক অ্যাসিড
3. অ্যাসেটিক অ্যাসিড
4. হাইড্রোক্লোরিক অ্যাসিড
উঃ অ্যাসেটিক অ্যাসিড
24. ইলেকট্রনের সংখ্যা যা এল কক্ষপথে নির্ধারণ করা যায়:
1. 32
2. 18
3. 8
4. 2
উঃ 8
25. ত্বরণ এর এসআই একক কি?
1. ms²
2. ms
3. m-¹
4. ms-²
উঃ ms-²
26. আয়রন বাতাসে দহন হয়ে কি উৎপন্ন করে ?
1. Fe2O3
2. Fe302
3. Fezo
4. FeO3
উঃ Fe2O3
27. ঋণাত্মক ত্বরণে, বস্তুটির বেগ কি হয় ?
1. ধ্রুবক হয়
2. শূন্য হয়ে যায়
3. বৃদ্ধি পায়
4. কমে যায়।
উঃ কমে যায়।
28. এম.সি.বি (MCB) সুইচ হল যা কোনাে বর্তণীর (সার্কিট) মধ্যে তড়িৎ প্রবাহ নিরাপদ সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফিউজের পরিবর্তে এগুলির ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এম.সি.বি (MCB) এর পুরাে কথাটি কি?
1. মিনিয়েচার সার্কিট ব্রেকার
2. মিনিয়েচার কন্ট্রোল ব্রেকার
3. মিনিমাম সার্কিট ব্রেকার
4. মিনিয়েচার কন্সট্যান্ট ব্রেকার
উঃ মিনিয়েচার সার্কিট ব্রেকার।
29. একটি অ্যালকালী উদাহরণ দাও ।
1. Cu(OH)2 2
2. Fe (OH)3
3. NaOH
4. Zn (OH)2
উঃ NaOH
30. একটি বস্তু যার কাজ করার সক্ষমতা আছে সে এটা কি ধারন করে বলে বলা হয়।
1. ক্ষমতা
2. বল
3. ভরবেগ
4. শক্তি।
উঃ শক্তি
31. একটি মৌলের ইলেকট্রনিক বিন্যাস 1,8,8,2। মৌলটির নাম কি ?
1. পটাসিয়াম
2. সােডিয়াম
3. ম্যাগনেসিয়াম
4. রেডন
উঃ পটাসিয়াম।
32. নিম্নলিখিত সেটগুলির কোনটির সবচেয়ে বাইরের কক্ষে (শেলে) একটিমাত্র ইলেকট্রন থাকে?
1. Li, Na এবং K
2. Li, Na এবং Mg
3. Li, Na এবং Ca
4. H, Li, এবং Be
উঃ Li, Na এবং
33. চাঁদে কোনও মানবদেহের ভরের পরিমাণ 40kg হলে পৃথিবীতে তার ওজন কত? ধরে নেওয়া যাক : (g=1Oms-²)?
1. 40 N
2. 392 N
3. 400 kg
4. 400 N
উঃ 400 N
34. নিচের কোন জোড়া সবসময় একই দিকে আছে?
1. বল, গতিবেগ
2. বল, ভরবেগ
3. বল, সরন
4. বল, ত্বরণ
উঃ বল, ত্বরণ
35. কার্বন-ডাই-অক্সাইড ক্যালশিয়াম হাইড্রক্সাইডের দ্রবণের মধ্য দিয়ে ব্রাত্যভাবে প্রবাহিত হলে সৃষ্ট অধঃক্ষেপটির বর্ণ কিরুপ হয়?
1. নীল
2. কালাে
3. সাদা
4. ধূসর
উঃ সাদা
36. যে সকল পরমাণুর বহিঃস্থ কক্ষ সম্পূর্ণ থাকে তাদের যােজ্যতা কি হয় ? 1. সাত 2. শূন্য 3. আট 4. এক
উঃ শূন্য
37. 10N ও 5N দুটি বল একটি বস্তুর উপর একই দিক থেকে ক্রিয়া করল, সেক্ষেত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল মােট বল কত ?
1. 15 N
2. 25 N
3. 10 N
4. 50 N
উঃ 15 N
38. নিম্নের কোন মৌলটি অধিক তড়িৎঋণাত্মক?
1. S 2. CL 3. P 4. AL
উঃ Cl
39. নিম্নের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
1. CH2
2. C2H6
3. C2H4
4. C2H2
উঃ C2H6
40. জলে দ্রবীভূত করলে নীচের কোন অ্যাসিডটি কম H+ আয়ন প্রদান করে?
1. সালফিউরিক অ্যাসিড
2. অ্যাসেটিক অ্যাসিড।
3. নাইট্রিক অ্যাসিড
4. হাইড্রোক্লোরিক অ্যাসিড
উঃ অ্যাসেটিক অ্যাসিড।
41. বলের দ্বারা কৃতকার্য ধনাত্বক হয় যখন:
1. সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘটে
2. প্রযুক্ত বল থেকে কোন সরণ হ্য না।
3. সরণ প্রযুক্ত বলের সাথে লম্বভাবে হ্য
4. সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে
উঃ সরণ প্রযুক্ত বলের দিকে ঘটে
42. একটি বস্তুর গতি শক্তি এবং তার স্থিতি শক্তিকে একসঙ্গে কি বলা হয় ?
1. মাধ্যাকর্ষণ স্থিতি শক্তি
2. পেশী শক্তি।
3. যান্ত্রিক শক্তি
4. রাসায়নিক শক্তি
উঃ যান্ত্রিক শক্তি
43. সিলভার ক্লোরাইডকে যখন সূর্যের আলােয় রাখা হয়, এটি ধূসর বর্ণ ধারণ করে, কারণ উৎপন্ন হয়:
1. সিলভার অক্সালেট
2. সিলভার আয়ন।
3. সিলভার অক্সাইড
4. সিলভার ধাতু
উঃ সিলভার ধাতু
44. আয়রন বাতাসে দহন হয়ে কি উৎপন্ন করে?
1. Fe2O3
2. Fe2O
3. Fe302
4. FeO3
উঃ Fe2O3
45. একটি 35ON (নিউটন) বল একটি 500kg ভরের বস্তুর উপর ক্রিয়া করছে বস্তুটির ত্বরণ কত ?
1. 0.7 ms
2. 0.7 ms1
3. 0.7 ms-1
4. 0.7 ms-²
উঃ 0.7 ms-²
46. একটি অসদ ও সােজা প্রতিবিম্বের জন্য, দর্পণের বিবর্ধন কত হবে ?
1. শূন্য
2. অসীম
3. ধনাত্বক
4. ঋনাত্বক।
উঃ ধনাত্বক
47. অ্যামােনিয়াতে থাকা নাইট্রোজেনের যােজ্যতা কত ?
1. 1
2. 3
3. 4
4. 2
উঃ 3
48. ঋণাত্মক ত্বরণে, বস্তুটির বেগ কি ?
1. ধ্রুবক হয়
2. কমে যায়
3. শূন্য হয়ে যায়
4. বৃদ্ধি পায়
উঃ কমে যায়।
49. দুটি বাল্বের মধ্যে, একটি অপরটির চেয়ে অধিকতর উজ্বল। কোন বাল্বটির রােধ অন্যটির থেকে বেশী?
1. উজ্জলতা রােধের উপর নির্ভর করে না।
2. অনুজ্জ্বল বাল্ব
3. উজ্জল বাল্ব
4. দুটির রােধ সমান।
উঃ অনুজ্জ্বল বাল্ব
50. একটি বলকে 20 m/s বেগের সাথে উল্লম্বভাবে উপরে ছুঁড়ে দেওয়া হল। 3 সেকেন্ড পরে, এর সরণের পরিমাণ কত হবে ?
(g = 10 m/s ধর)
1. 25 m
2. 10 m
3. 20 m
4. 15 m
উঃ 15 m