Railway Group D 2018 Physics and Chemistry solved paper part-4
1. পৃথিবীতে একটি বস্তুর ওজন 600 N হলে চাঁদে এই বস্তুটির ওজন কত হবে?
1. 100 kg
2. 3,600 N
3. 3,600 kg
4. 1O0 N
উঃ 1O0 N
2.প্রতিফলনের প্রকৃত ছেদনের ফলে যে ছবি তৈরি হয় (যা আমরা পর্দায় পাই) তা হল:
1. প্রেডিক্টিভ
2. ভার্চুয়াল
3. কাল্পনিক
4. বাস্তব।
উঃ বাস্তব
3. স্থানচ্যুতি পরিবর্তনের হার ______ হিসাবে পরিচিত হয় ।
1. উপাটন
2. ভরবেগ
3. গতি
4. বেগ
উঃ বেগ
4. কোনটি দুটি বস্তুর পরস্পরের মধ্যে প্রতিক্রিয়া?
1. জাড্যতা
2. ভরবেগ
3. চাপ
4. বল
উঃ বল
5. নিচের কোনটি একটি ব্যাকটেরিয়ানাশক এবং জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়?
1. HNO3
2. Ca(OH)2
3. CaOCl2
4. MgCl2
উঃ CaOCl2
6. কোনটি একটি টেট্রা- পারমাণবিক উপাদান?
1. তামা
2. ফসফরাস
3. ক্লোরিন
4. আন
উঃ ফসফরাস
7. একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য হল 50 cm হলে পাওয়ার কত হবে ?
1. 2 ডায়াপটর
2. 10 ডায়াপটার
3. 50 ডাযাপটর
4. 1 ডায়াপটর
উঃ 2 ডায়াপটর
8. যখন দুটি সমান বল একটি বস্তুর উপর বিপরীত দিক থেকে ক্রিয়াশীল হয় তখন বস্তুর উপর সংযােজিত বল কত হবে?
1. শূন্য
2. চার গুণ
3. দুই গুণ
4. তিন গুণ
উঃ শূন্য
9. পৃথিবীর ভর কত ?
1. 6x 10²³kg
2. 6× 10²⁴kg
3. 6× 10²⁵kg
উঃ 6× 10²⁴kg
10.পরিবর্তনশীল যােজ্যতা কোথায় দেখা যায় ?
1. ক্ষারীয় মৌলে
2. শ্রেণী মৌলে
3. যােজনী মৌলে
4. সন্ধিগত মৌলে
উঃ সন্ধিগত মৌলে।
11. ফিটকিরি কার একটি উদাহরণ ?
1. দ্বি-লবণ
2. ক্লেক সল্ট
3. একক লবণ
4. খাদ্য লবণ (টেবিল সল্ট)
উঃ দ্বি-লবণ।
12. সাদা ফসফরাস এই পদার্থে সংরক্ষণ করা হয়:
1. অ্যালকোহল
2. জল
3. অক্সিজেন
4. হাইড্রোজেন
উঃ জল।
13.আধুনিক পর্যায় সারণীতে, পর্যায় ____ এবং _____ এ ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডগুলি থাকে।
1. 5 এবং 6
2. 6 এবং 7
3. 4 এবং 5
4. 3 এবং 4
উঃ 6 এবং 7
14. 25 kg ভরের একটি বস্তু 8ms-² সমম্বরণে এগিয়ে চলেছে। তাহলে বস্তু দ্বারা প্রযুক্ত বল কত হবে ?
1. 200 ms²
2. 200 J
3. 200 N
4. 200 ms-²
উঃ 200 N
15. ইলেক্ট্রিক বাল্বের ফিলামেন্টে ব্যবহৃত ধাতুটির নাম কি ?
1. রুপা
2. নিকেল
3. লােহা
4. টাংস্টেন
উঃ টাংস্টেন
16. 20 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা একটি বালক একটি পাথর ফেলল। ধরা যাক যে g=10 m/s, তাহলে যেই বেগের সাথে পাথরটি ভূমিকে স্পর্শ করবে সেটি হল:
1. 20 m/s
2. 25 m/s
3. 15 m/s
4. 10 m/s
উঃ 20 m/s
17. নিম্নের কোনটি দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপর অবস্থিত?
1. ফোকাস
2. বক্রতা কেন্দ্র
3. ফোকাস দৈর্ঘ্য
4. মেরু
উঃ মেরু
18. ইথেনে, প্রতিটি কার্বন অণুর সঙ্গে বন্ধন দ্বারা যুক্ত:
1. তিনটি অণু
2. পাঁচটি অণু
3. একটি অণু
4. চারটি অণু
উঃ চারটি অণু।
19. লিথিয়াম নাইট্রাইডের সূত্র কি ?
1. Li3N
2. Li3 N2
3. Li2N
4. LiN
উঃ Li3N
20. _____ মৌলটিতে দুটি কক্ষপথ আছে যা সম্পূর্ণভাবে ভর্তি।
1. Kr
2. Ne
3. He
4. Ar
উঃ Ne
21. নিম্নের কোনটি বিদ্যুৎ দ্বারা উৎপাদিত প্রভাব নয় ?
1. ভাগীয় প্রভাব
2. চৌম্বকীয় প্রভাব
3. রাসায়নিক প্রভাব
4. সংকোচন প্রভাব
উঃ সংকোচন প্রভাব।
22. ক্ষারধাতুর একটি উদাহরণ দাও ।
1. ম্যাঙ্গাণীজ
2. সােডিয়াম
3. অ্যালুমিনিয়াম
4. ম্যাগনেশিয়াম
উঃ সােডিয়াম।
23. একটি কন্ডাকটরের রােধ হল এর সমানুপাতিক
1. দৈর্ঘ্য
2. কুলম
3. প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
4. বিদ্যুৎ প্রবাহ
উঃ দৈর্ঘ্য
24. 6ms-¹ গতিতে চলমান 10 kg ভরের একটি বস্তুর গতিশক্তি কত হবে ?
1. 18 J
2. 1.80 J
3. 180 J
4. 360 J
উঃ 180 J
25. যেই জারণ বিক্রিয়াটি তাপ এবং আলাে উৎপন্ন করে, সেটি হল:
1. তাপগ্রাহী
2. প্রশমন
3. তাপমােচী
4. দহন।
উঃ দহন।
26. কোন পদার্থের একটি মােলের মধ্যে রয়েছে 6.023× 10²³ কণা। যদি CO2, তে 3.0115 x 10²³ কণা উপস্থিত থাকে, তাহলে CO2 তে মােলের সংখ্যা হবে ?
1. 2
2. 0.5
3. 0.25
4. 1
উঃ 0.5
27. আধুনিক পর্যায় সারণীর একই শ্রেণীতে উপস্থিত মৌলগুলির মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যটি হয় ?
1. যােজক ইলেকট্রন
2. পারমাণবিক সংখ্যা
3. পারমাণবিক ভর
4. পারমাণবিক ব্যাসার্ধ
উঃ যােজক ইলেকট্রন।
28. একটি পাল্স হল একটি তরঙ্গের:
1. ধ্রুবক সম্যকাল
2. ক্ষুদ্র সময়কাল
3. স্পন্দিত এবং দোদুল্যমান
4. দীর্ঘ সময়কাল
উঃ ক্ষুদ্র সময়কাল
29. জলের গলনাঙ্ক কত ?
1. 10°C
2. 0°C
3. 50°C
4. 100°C
উঃ 0°C
30. _____ এর সর্ববহিস্থ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে।
1. Ar, K
2. O, F
3. As, Bi
4. H, He
উঃ As, Bi
31. কোন ধাতব অক্সাইড একটি উভধর্মী অক্সাইড়?
1. লৌহ
2. সােডিয়াম
3. অ্যালুমিনিয়াম
4. পটাসিয়াম
উঃ অ্যালুমিনিয়াম
32. একটি সরল আতস কাচ তৈরি করা হয় এটি দিযে:
1. বড় ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স
2. ছােট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স
3. ছােট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স
4. বড় ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স
উঃ ছােট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স
33. একটি ধ্রুবক বল একটি 5kg ওজনের বস্তুর উপর 2s সময় ধরে ক্রিয়াশীল থাকে। এটি বস্তুটির গতিবেগ বৃদ্ধি করে 4 ms-1 থেকে 7 ms-1 পর্যন্ত। প্রযুক্ত বলের মান নির্ণয় করাে।
1. 4.5 N
2. 4.8 N
3. 5.5 N
4. 7.5 N
উঃ 7.5 N
34. _____ সংখ্যক ইলেক্ট্রন N2 তে বন্ধন গঠনে অংশগ্রহন করে।
1. 2
2. 3
3. 4
4. 6
উঃ 6
35. ভূপৃষ্ঠের উপর মাপার পর একটি বস্তুর ওজন 60N পাওয়া গেল। চাঁদের পৃষ্ঠে এই একই বস্তুটির ওজন হবে
1. 1 N
2. 100 N
3. 10 N
4. 360 N
উঃ 10 N
36. _____ ধাতুটিকে শুধুমাত্র তড়িৎবিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত করা হয়।
1. Al
2. Cu
3. Fe
4. Zn
উঃ Al
37. হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সােডিয়াম বাই কার্বনেট মেশালে নীচের কোন গ্যাসটি উৎপন্ন হবে?
1. অক্সিজেন
2. ক্লোরিন
3. কার্বন ডাই অক্সাইড
4. কার্বন মনােক্সাইড
উঃ কার্বন ডাই অক্সাইড
38. প্রতিধ্বনি শােনা যেতে পারে, তার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে যেই ন্যূনতম দৈর্ঘ্যটি কত থাকার প্রয়ােজন ?
1. 34 m
2. 10 m
3. 17 m
4. 50 m
উঃ 17 m
39. ____ বৃদ্ধির সাথে সাথে একটি কঠিন বস্তুর দ্বারা নির্গত চাপ কমতে থাকে।
1. বল
2. ক্ষেত্রফল
3. ভরবেগ
4. গতিবেগ
উঃ ক্ষেত্রফল
40. একটি পদার্থের রােধাঙ্ক তার পরিবাহিতা নির্ধারণ করে। নিম্ন রােধাঙ্কের ধাতু কেমন হবে ?
উঃ সুপরিবাহী হিসাবে আচরণ করে।
41. একটি নিরপেক্ষ বায়বীয় পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে হবে।
1. তড়িৎঋণাত্মকতা
2. ইলেক্ট্রন আসক্তি
3. আয়নীকরণ শক্তি
4. বিয়ােজন শক্তি
উঃ আয়নীকরণ শক্তি
42.একটি বুলেট একটি রাইফেল থেকে ফায়ার করা হল। যদি রাইফেলটি স্বাধীনভাবে প্রতিক্ষিপ্ত হয়, তাহলে রাইফেলের গতিশক্তি কত হবে ?
1. বুলেট এর চেয়ে বেশি
2. বুলেট এর সমান
3. শূন্য
4. বুলেট এর চেয়ে কম
উঃ বুলেট এর চেয়ে কম।
43. এক মােল অ্যাসেটিক অ্যাসিডে _____ মােল অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে।
1. 1
2. 2
3. 3
4. 4
উঃ 2
44. পটাসিয়াম নাইট্রেটের আণবিক সূত্র কত ?
1. KNO4
2. KNO
3. KNO3
4. KNO2
উঃ KNO3
45. একটি লেন্সের ক্ষেত্রে যেই বিন্দুতে রশ্মিগুলি মিলিত হয় অথবা যেই বিন্দু থেকে রশ্মিগুলি নির্গত হচ্ছে বলে প্রতীত হয়, সেটি হল:
1. মেরু
2. বক্রতা কেন্দ্র
3. ফোকাস
4. প্রধান আক্ষ
উঃ ফোকাস
46. জলের কতগুলাে অণু একটি ফেরাস সালফেট কেলাস অণুর মধ্যে বিদ্যমান থাকে?
1. 5
2. 7
3. 8
4. 6
উঃ 7
47. কোন মৌলের সর্ববহিঃস্থ কক্ষে দুটি ইলেকট্রন আছে?
1.ক্যালসিয়াম
2. লিথিয়াম
3. পটাসিয়াম
4. সােডিয়াম
উঃ ক্যালসিয়াম
48. 125 N এর একটি বল একটি বস্তুর উপর ক্রিয়াশীল। বলের দিকে বস্তুটির 5 m সরণ ঘটে। বলের দ্বারা কৃতকার্য কত হবে ?
1. 625 Pa
2. 625 J
3. 625 N
4. 625 W
উঃ 625 J
49. বল ও সরণের মধ্যে কত ডিগ্রী কোণ সৃষ্ট হলে কৃতকার্য ঋনাত্বক হবে ?
1. 180°
2. 45°
3. 90°
4. 0°
উঃ 180°
50. সার্বজনীন মহাকর্ষ সূত্র কোন ক্ষেত্রে প্রযােজ্য ?
1. যে কোনও দুটি বস্তু
2. পৃথিবী ও চাঁদ
3. পৃথিবী এবং সূর্য
4. সূর্য এবং গ্রহগুলি
উঃ যে কোনও দুটি বস্তু
রেলওয়ে গ্রুপ ডি আগের পর্বগুলি জানতে ক্লিক করুন-