Railway Group D 2018 Physics and Chemistry solved paper part-3

1. _____ যৌগটির কাঠামাে হল কার্বন শৃঙ্খলের একটি চক্র।
1. প্রােপেন
2. বুটেন।
3. মিথেন
4.বেনজিন
উঃ বেনজিন
2. সরাসরি pH কাগজ ব্যবহার করে _____ এর pH পাওয়া যাবে না।
1. জুস
2. জল
3. কঠিন সােডিয়াম বাইকার্বোনেট
4. কালি
উঃ 3. কঠিন সােডিয়াম বাইকার্বোনেট
3. নিম্নলিখিত সমীকরণগুলির মধ্যে কোনটি একটি কাঠামােগত রাসায়নিক সমীকরণ (skeletal chemical equation) উপস্থাপন করে?
1. Mg + O2 → MgO
2. Zn + H2SO4 → ZnSO4 + H2
3. 2Mg + O2 → 2MgO
4. CO + 2H2 → CH3OH
উঃ Mg + O2 → MgO
4. একটি মৌলের পারমাণবিক সংখ্যা হল 13। এই মৌলটির পরমাণুতে কতগুলি কক্ষ বিদ্যমান?
1. 2
2. 1
3. 3
4. 4
উঃ 3
5. 52 kg He তে কত মােল উপস্থিত আছে?
1. 11
2. 13
3. 14
4. 12
উঃ 13
6. কি পরিমাপ করতে একটি ভােল্টমিটার ব্যবহার করা হয় ?
1. চৌম্বকীয় আবেশ
2. বাযু প্রতিরােধ
3. বিভব প্রভেদ
4. বিদ্যুৎপ্রবাহ
উঃ 3. বিভব প্রভেদ
7. লেড পেন্সিলে লেডের শতাংশ কত ?
1. 0
2. 50
3. 100
4. 70
উঃ 0
8. যদি জলের ঘনত্ব হয় 10³ kgm-³ এবং ধাতুর ঘনত্ব হয় ৪.5 x 10³ kgm-³, ভাহলে ধাতুর আপেক্ষিক কত ঘনত্ব হবে ?
1. 8.5
2. 85
3. 0.85
4. 850
উঃ 8.5
9. শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি 20 ohm কুণ্ডলীর সামগ্রিক রােধ কত হবে?
1. 40 ohm
2. 60 ohm
3. 20 ohm
4. 800 ohm
উঃ 60 ohm
10. আমাদের হাতের তালুতে কোন ধাতুটি গলে যায় ?
1. পটাসিয়াম
2. গ্যালিয়াম
3. অ্যালুমিনিয়াম
4. ম্যাগনেসিয়াম
উঃ গ্যালিয়াম।
11. নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হল 7, সুতরাং নাইট্রোজেন পরিবারের তৃতীয় মৌলটির পারমাণবিক কত ?
1. 33
2. 35
3. 25
4. 13
উঃ 33
12. একটি দ্রবণ নীল লিটমাস কে লাল করে দেয়, সেটির pH সম্ভবত কত হবে ?
1. 7
2. ৪
3. 9
4. 6
উঃ 6
13. কিউপ্লাস অক্সাইডে কপারের যােজ্যতা কত?
1. 1
2. 3
3. 2
4. 4
উঃ 1
14.20 kg ভর এবং 10 N kg-¹ মহাকর্ষ সহ একটি বস্তুর 400 J এর স্থিতিশক্তি আছে। বস্তুটির উচ্চতা কত হবে ?
1. 4 m
2. 1 m
3. 0.5 m
4. 2 m
উঃ 2 m
15. ঘনীভবন এবং তনুভবন,এর পরিবর্তনশীলতার কারণে ঘটে:
1. রশ্মির প্রতিসরণ
2. তাপমাত্রা পার্থক্য
3. বায়ুচাপ
4. চৌম্বক পার্থক্য
উঃ 3. বায়ুচাপ
16. ______ কার্বোনাইল গ্রুপ ধারণ করে না।
1. কিটোন
2. অ্যাল্ডেহাইড
3. ইথানল
4. কার্বক্সাইল অ্যাসিড
উঃ 3. ইথানল
17. পৃথিবীর গুরুমণ্ডলে গ্যাসের সাথে মিশ্রিত গলিত উপাদানটি কি ?
1. কেন্দ্রমণ্ডল
2. ম্যাগমা
3. হীলিয়াম
4. লাভা
উঃ 2. ম্যাগমা
18. কোন বিজ্ঞানী স্থিরানুপাত সূত্রের প্রবক্তা ?
1. জন ডল্টন।
2. প্রাউস্ট
3. ল্যাভয়সিয়ার
4. ডেমােক্রিটাস
উঃ প্রাউস্ট
19. চারটি মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে দেওয়া হল। এই মৌলগুলির মধ্যে কোনটির তড়িৎঋণাত্মকতা সবথেকে বেশি?
1. Al(2,8,3)
2. Cl(2,8,7)
3. P(2.8.5)
4. S(2,86)
উঃ Cl(2,8,7)
20. গতির দ্বিতীয় সমীকরণ ______ এবং সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
1. বেগ
2. ত্বরণ
3. ভরবেগ
4. অবস্থান
উঃ অবস্থান।
21. যদি সমান বিভব ধারণ করা দুটি আধানযুক্ত বস্তুর মধ্যে একটি পরিবাহী তারের মাধ্যমে সংযােগ স্থাপন করা হয় তাহলে কি ঘটবে ?
1. বিদ্যুৎপ্রবাহ হবে না
2. ঋণাত্মক থেকে ধনাত্মকে বিদ্যুৎপ্রবাহ ঘটবে
3. ধনাত্মক থেকে ঋণাত্মকে বিদ্যুৎপ্রবাহ ঘটবে
4. চৌম্বকীয় আবেশ প্রবাহিত হবে
উঃ 1. বিদ্যুৎপ্রবাহ হবে না।
22. আধুনিক পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী ও পর্যায় উপস্থিত?
1. 18টি শ্রেণী ও 7টি পর্যায়
2. ৪টি শ্রেণী ও 6টি পর্যায়
3. 7টি শ্রেণী ও 10টি পর্যায়
4. 18টি শ্রেণী ও ৩টি পর্যায়
উঃ 18টি শ্রেণী ও 7টি পর্যায়
23. কোনটির ইলেক্ট্রন আসক্তি সবথেকে বেশি।
1. I
2. F
3. CI
4. Br
উঃ Cl
24. কোনটি একটি অর্ধপরিবাহী ?
1. Ga
2. Pb
3. Sn
4. Ge
উঃ Ge
25. 100W এর একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 8 ঘন্টা ব্যবহার করা হয়। এক দিনে বাল্ব দ্বারা ব্যবহৃত শক্তির পরিমাণ কত ইউনিট হবে ?
1. 80
2. 800
3. 8
4. 0.8
উঃ 0.8
26. যেই মৌলটির পারমাণবিক সংখ্যা হল 16, সেটি পর্যায় সারণীর কত তম শ্রেণীতে থাকবে ?
1. 5ম
2. 3য়
3. 6ষ্ঠ
4. 4 থ
উঃ 3য়
27. সেই বিন্দু যেখানে সকল রশ্মি মিলিত হয় সেটিকে কি বলা হয় ?
1. মেরু
2. প্রধান অক্ষ
3. ফোকাস
4. অ্যাপারচার
উঃ ফোকাস
28. কোনটি অম্লীয় নয় ।
1. PCl4
2. SbCl4
3. PCl3
4. CCl4
উঃ CCl4
29. সূত্র F = GMm/d² তে G কে কি বলা হয়?
1. অভিকর্ষজ ত্বরণ
2. সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক
3. বৃহত্তর উচ্চতা
4. মহাকর্ষীয় বল
উঃ সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক
30.একটি বিক্রিয়া যেখানে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে একটি পদার্থের এক বা একাধিক অণু যুক্ত হয় তাকে কি বলে ?
1. সাবানীকরণ
2 কার্যকরী মূলক
3. ইস্টারকরণ
4. সংযােগ বিক্রিয়া
উঃ সংযােগ বিক্রিয়া
31. 746 W কি নামে পরিচিত?
1. 1 হর্স পাওয়ার
2. 1 পাস্কাল
3. 1 জুল
4.1 KW
উঃ 1 হর্স পাওয়ার।
32. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হল 2,8,6। এটি ___ তে অবস্থিত
1. ১ম শ্রেণী ও ২য় পর্যায়
2. 1ম শ্রেণী ও 1 পর্যায়
3. ওষ্ঠ শ্রেণী ও ২য় পর্যায়
4. 16তম শ্রেণী ও 3য় পর্যায়
উঃ 16তম শ্রেণী ও 3য় পর্যায়।
33. কাজ কেবল তখনই করা যেতে পারে যখন ____ থাকে।
1. শক্তি
2. ক্ষমতা
3. বল
4. ভরবেগ
উঃ শক্তি
34. রৈখিক ভরবেগ হল এর সমান :
1. ভর x বেগ
2. ভর x আয়তন
3. গতি x ওজন
4. বল x উচ্চতা
উঃ ভর x বেগ।
35. কোন বিজ্ঞানী প্রস্তাব করেন যে প্রতিটি মৌলের একটি চরিত্রগত পারমাণবিক ভর রয়েছে ?
1. লাভােসিয়ের
2. ডেমােক্রিটাস
3. ডাল্টন
4. কণাদ
উঃ ডাল্টন
36. যখন বল এবং সরণের মধ্যে কোণ 90° হয় , তখন কৃতকার্য কি হবে ?
1. ধনাত্মক
2. ঋণাত্মক
3. নিরপেক্ষ
4. শূন্য (কোন কার্য করা হয় না)
উঃ শূন্য (কোন কার্য করা হয় না)
37. একটি ফিলামেন্ট 10 মিনিট ধরে 0.5 A বিদ্যুৎ প্রবাহ টানে। বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত হবে ?
1. 350 C
2. 300 C
3. 5 C
4. 30 C
উঃ 300 C
38. অনুদৈর্ঘ্য তরঙ্গে, কণাগুলির কম্পন তাদের অগ্রগতির থেকে
কি ভাবে হয়?
1. অর্ধবৃত্তাকার
2. সমান্তরাল
3. লম্ব
4. প্ল্যানার
উঃ সমান্তরাল
39. যেই মৌলগুলির পরমাণুর আকার বৃহৎ, তারা কোন ধরণের বন্ধন তৈরি করে?
1. বেশি শক্তিশালী
2. খুব দুর্বল
3. দুর্বলতর
4. খুব শক্তিশালী
উঃ খুব দুর্বল।
40. নীচের কোন উদাহরণটি নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ উপস্থাপন করে?
1. রকেটের উৎক্ষেপণ
2. বাইসাইকেল প্যাডেল করা বন্ধ করে দেওয়ার পর সেটি আসতে আসতে থামতে শুরু করে
3. দ্রুতবেগে নামা একটি ক্রিকেট বলকে লােফার সময়, ফিল্ডার বলসুদ্ধ হাত পিছনদিকে সরিয়ে নেয়
4. হঠাৎ করে বাস চলতে শুরু করলে, যাত্রীরা পিছন দিকে ঝাঁকুনি খায়
উঃ 4. হঠাৎ করে বাস চলতে শুরু করলে, যাত্রীরা পিছন দিকে ঝাঁকুনি খায়
41. আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে সর্বাধিক সংখ্যক অধাতু থাকে?
1. 2
2. 3
3. 4
4. 1
উঃ 2
42. নিচের কোনটির ভর সর্বাধিক হবে?
1. 1 গ্রাম লােহা
2. 1022 কার্বনের পরমাণু
3. 0.1 মােল NH3
4. Co2 এর 1022 টি অণু
উঃ 0.1 মােল NH3
43. একটি 10 ওহম রােধযুক্ত তার মাঝখান থেকে দোভাঁজ করা হয়েছে। তারের নতুন রােধ নির্ণয় কর।
1. 2.5 ওহম
2. 2.252 ওহম
3. 1.25 2ওহম
4. 1.00 2ওহম
উঃ 2.5 ওহম
44.নিচের কোন ধাতুটি অ্যামফোটেরিক অক্সাইড তৈরি করতে পারে?
1. Mn
2. Cu
3. Mg
4. Zn
উঃ Zn
45. 0.5 মােল KCI -এ কতগুলি অণু উপস্থিত রয়েছে?
1. 3.01 × 10²²
2. 3.01 × 10²⁴
3. 3.01 × 10²³
4. 3.01 × 10²¹
উঃ 3.01 × 10²³
46. স্থিরানুপাত সূত্রটি কি ?
উঃ একটি রাসায়নিক পদার্থে মৌলগুলি তাদের ভরের একটি নির্দিষ্ট সমানুপাতে বর্তমান থাকে।
47. 20 kg ভরের একটি বস্তু 6 m/s সমরূপ বেগে যাচ্ছে। বস্তুটির দ্বারা অর্জিত গতিশক্তি কত হবে ?
1. 3.6 J
2. 360 J
3. 3600 J
4. 36 J
উঃ 360 J
48. যখন 1 কেজি ভরের গতিশক্তি 1 জুল হয়ে থাকে, তখন দ্রুতি কত হবে ?
1. 4.4 m/s
2. 0.45 m/s
3. 1 m/s
4. 1.4 m/s
উঃ 1.4 m/s
49. আধুনিক পর্যায়ে সারণী নির্ভর করে _____
উঃ একটি উপাদানের পারমাণবিক সংখ্যার বৃদ্ধি ক্রম অনুযায়ী।
50. নিউল্যান্ডস সূত্র কে দিয়েছেন ?
1. কোয়ান্টাম সংখ্যা
2. অষ্টক/অক্টাভেস।
3. ত্রয়ী/টেট্রাস
4. বিদ্যুত
উঃ অষ্টক/অক্টাভেস
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url