তাপ প্রশ্ন উত্তর

অধ্যায় - তাপ ( Heat)
(i) কোন্ উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল পাঠ সমান হবে ?
উঃ -40°C বা - 40°F
(ii) আপেক্ষিক তাপ কাকে বলে? সি. জি. এস. এবং এস. আই. পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী?
উঃ কোন পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ (Specific Heat) বলে।‌
সি. জি. এস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক ক্যালোরি/গ্রাম/°C এবং 
এস. আই. পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল/কেজি K
(iii) তাপ কি ? এস. আই পদ্ধতিতে তাপের একক কি? তাপের মাত্রা কি?
উঃ তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়।
এস আই পদ্ধতিতে তাপের একক জুল, 
তাপের মাত্রা= ML²T-²
(iv) এক ক্যালরি সমান কত জুল ?
উঃ 1 ক্যালোরি = 4.2 জুল।
(v) উষ্ণতা কি ? সিজিএস এবং এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি?
উঃ উষ্ণতা হলো বস্তুর এক তাপীয় অবস্থা যা স্থির করে যে ওই বস্তুটি অন্য কোন বস্তুকে তাপ দেবে না অন্য বস্তুর থেকে তাপ গ্রহণ করবে।সিজিএস পদ্ধতিতে তাপের একক ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কেলভিন। 
(vi) সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি?
উঃ 1°C= 9/5°F
বা
C/5 = (F-32)/9
(vii) গৃহীত বা বর্জিত তাপ কি?
উঃ গৃহীত বা বর্জিত তাপ(H)= বস্তুর ভর (m)× আপেক্ষিক তাপ(s) × উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস(t)
or
H= mst
(viii) ক্যালরিমিতির মূলনীতি কি ?
উঃ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ = শীতল বস্তুর কর্তৃক গৃহীত তাপ
(ix) জলসম কাকে বলে ? সিজিএস এবং এসআই পদ্ধতিতে জলসমের একক কি?
উঃ কোনো বস্তুর উষ্ণতা 1° বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ যে পরিমাণ জলের উষ্ণতা বৃদ্ধি করতে পারে তাকে ঐ বস্তুর জলসম বলে।
সিজিএস পদ্ধতিতে জলসমের একক গ্রাম এবং এসআই পদ্ধতিতে জলসমের একক কিগ্রা
(x) তাপগ্রাহিতা কাকে বলে ? এর একক কি?
উঃ কোন বস্তুর উষ্ণতা 1° বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপগ্রাহিতা বলে।
সিজিএস এবং এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতার একক ক্যালোরি/°C এবং জুল/K
(xi) ফারনেহাইট স্কেলে 100°C তাপমাত্রার পাঠ কত হবে?
উঃ C/5 = F -32/9
100/5= F-32/9
20×9= F-32
F= 212°F
(xii) সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তরের মান কত ?
উঃ 100
(xiii) ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তরের মান কত ?
উঃ 180
(xiv) সি.জি.এস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান কত ?
উঃ 1
(xv) এস.আই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান কত ?
উঃ 4200
(xvi) কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত?
উঃ 373K
(xvii) 0° উষ্ণতার এক গ্রাম বরফে ৪০ ক্যালােরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে ?
উঃ 0°C
(xviii) উষ্ণতার সহিত রােধের সুষম পরিবর্তন কোন থার্মোমিটারে এই ধর্ম ব্যবহার করে উচ্চমানের তাপমাত্রা নির্ণয় করা হয়?
উঃ প্লাটিনাম রেজিস্টান্স থার্মোমিটার
(xix) তাপের পরিমাণ নীচের কোনটির উপর নির্ভর করে না?
[a] ভর [b] উষ্ণতা [c] উপাদান [d] পরিমাণ
উঃ পরিমাণ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url