বিভিন্ন যৌগের রাসায়নিক সংকেত ও ব্যবহার এবং গুরুত্বপূর্ণ নির্দেশকের নাম ও pH কি

নিত্য ব্যবহৃত বিভিন্ন যৌগ ও তার রাসায়নিক সংকেত যেকোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু রাসায়নিক নাম যেকোনো পরীক্ষায় এসেই থাকে। তাই তোমরা ভালোভাবে পড়বে গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ গুলি তালিকার মাধ্যমে দেওয়া হল:-
নিত্য ব্যবহৃত বিভিন্ন দ্রব্যের রাসায়নিক সংকেত
যৌগ রাসায়নিক নাম সংকেত
ওয়াশিং সোডা সোডিয়াম কার্বনেট Na2CO3, 10H2O
বেকিং পাউডার সোডিয়াম বাই কার্বনেট NaHCO3
গ্লবার সল্ট সোডিয়াম সালফেট Na2SO4, 10H2O
খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড NaCl
কার্বলিক অ্যাসিড ফেনল C6H5OH
কস্টিক লোশন সিলভার নাইট্রেট AgNO3
লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড N2O
সোডা ওয়াটার জল ও কার্বন ডাই অক্সাইডের মিশ্রন       ----
রেড লেড ট্রাইপ্লাম্বিক ট্রেট্টোক্সাইড Pb3O4
পার্ল অ্যাশ পটাশিয়াম কার্বনেট K2CO3
লাইম ওয়াটার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca(OH)2
গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট FeSO4 , 7H2O
কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH
প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট 2CaSO4, H2O
ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড Ca(OCl)Cl
লাইমস্টোন ক্যালসিয়াম কার্বনেট CaCO3
জিপসাম ক্যালসিয়াম সালফেট CaSO4 , 2H2O
জল হাইড্রোজেন অক্সাইড H2O
শুষ্ক বরফ কঠিন কার্বন-ডাই-অক্সাইড CO2
গোবর গ্যাস মিথেন CH4
সোডা বাই কার্ব সোডিয়াম বাই কার্বনেট NaHCO3
হাইপো নাইটার পটাশিয়াম নাইট্রেট KNO3
কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড CaO
গ্যালেনা লেড সালফার PbS
চিলি সল্ট পিটার সোডিয়াম নাইট্রেট NaNO3
মিউরেটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড HCL
কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশকের নাম ও তাদের বর্ণ অ্যাসিড ও ক্ষার দ্রবণে বর্ণ যে রূপ পরিবর্তন হয় তার তালিকা নিচে দেওয়া হল:-
কয়েকটি নির্দেশক
নির্দেশক স্বাভাবিক বর্ণ অ্যাসিড দ্রবণে বর্ণ ক্ষার দ্রবণে বর্ণ প্রশমন দ্রবণে বর্ণ
লিটমাস বেগুনি লাল নীল বেগুনি
মিথাইল অরেঞ্জ কমলা গোলাপি লাল হলুদ কমলা
ফেনলপথ্যালিন বর্ণহীন বর্ণহীন লালচে বেগুনি বর্ণহীন
✓pH কি? pH এর মাত্রা কত ? 
উঃ কোন বস্তুর pH বলতে বোঝায় বস্তুটির অম্লত্ব ও ক্ষারত্বের পরিমান। এটি একটি স্কেল।
কোন দ্রবণের pH এর মান 7 হলে দ্রবণটি প্রশম হয় অর্থাৎ Neutral. pH এর মান 7 অপেক্ষা বেশি হলে দ্রবণটি হবে ক্ষারীয় এবং 7 অপেক্ষা কম হলে দ্রবণটি হবে আম্লিক।
কিছু বস্তুর pH এর মাত্রা নিচের তালিকা দেওয়া হল:- 
বস্তু pH মাত্রা
মোটর গাড়ির ব্যাটারি 1.0
লেবুর রস 2.4
আপেলের রস 3.0
ভিনিগার 4.0
বৃষ্টির জল 5.6
দুধ 6.6
বিশুদ্ধ সাধারণ লবণ 7.0
রক্ত 7.5- 8
সমুদ্রের জল 7.8
বেকিং সোডা 8.5
অ্যামোনিয়া 12.0
কস্টিক সোডা 14.0
কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের রাসায়নিক নাম ও তার ব্যবহার নিচে তালিকাতে দেয়া হলো:-
খনিজ পদার্থের রাসায়নিক নাম ও তার ব্যবহার
খনিজ পদার্থ রাসায়নিক নাম ব্যবহার (বাণিজ্যিক)
কোয়ার্টজ সিলিকা বৈদ্যুতিক যন্ত্রপাতি, কাঁচ হিসেবে
ডলোমাইট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট সিমেন্ট এবং মার্বেল পাথর হিসেবে
জিপসাম হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট প্লাস্টার অফ প্যারিস, কাঁচ, সার হিসেবে
গ্যালেনা লেড সালফাইড সিসার উৎস
অ্যালবাইট সোডিয়াম অ্যালুমিনিয়ম সিলিকেট কাঁচ ও সেরামিক হিসেবে
ম্যালাকাইট কপার কার্বনেট তামার উৎস
সিনাবার মারকিউরিক সালফাইট পারদের উৎস
রুটাইল টাইটানিয়াম অক্সাইড টাইটানিয়াম এর উৎস
সেরুসাইট লেড কার্বনেট সীসার উৎস
হ্যালাইট সোডিয়াম ক্লোরাইড সাধারণ নুনের উৎস
Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown September 4, 2021 at 5:52 AM

    Thank u so much,for ur useful & importance notes

  • Anonymous
    Anonymous November 25, 2022 at 12:33 PM

    অনেক তথ্য বহুল একটি কন্টেন্ট

Add Comment
comment url