জেনারেল নলেজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব-১


1. কোন নদীর তীরে বিজয়ওয়াড়া অবস্থিত?
উঃ কৃষ্ণা নদীর তীরে।
2. কোথা থেকে লবণ আন্দোলন শুরু হয়েছিল?
উঃ সবরমতি আশ্রম।
3. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?
উঃ আর্যভট্ট
4. প্রথম এশিয়াড কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ নতুন দিল্লি।
5. ‘পলাশির যুদ্ধ’-এর রচনা করেন কে?
উঃ নবীনচন্দ্র সেন।
6. ন্যাশানাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
উঃ পুনে।
7. বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিডের প্রবক্তা কে?
উঃ এলটন
৪. গমনকালে দেহের ভারসাম্য রক্ষা করে কে?
উঃ লঘু মস্তিষ্ক।
9. কোন বর্ণে আলাের চ্যুতি সবচেয়ে কম ?
উঃ লাল।
10. কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে?
উঃ পি. মজুমদার।
11. স্বত্ববিলােপ নীতি প্রবর্তন করেন কে?
উঃ লর্ড ডালহৌসি।
12. বাংলায় কবে ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?
উঃ ১১৭৬ খ্রিস্টাব্দে।
13. সন্ধ্যা পত্রিকাটির সম্পাদক কে?
উঃ ব্ৰহ্মবান্ধব উপাধ্যায়।
14. ভারতের প্রথম মহিলা স্পিকার ছিলেন কে?
উঃ মীরা কুমার।
15. কোন বছর থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়?
উঃ ১৯৬১
16. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শহর আছে?
উঃ উত্তর প্রদেশ।
17. স্বচ্ছ ভারত অভিযান অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বচ্ছ শহরের তকমা কোন শহর পেয়েছে?
উঃ হালিশহর।
18. কোন দিনটি বিশ্ব এডস দিবস পালিত হয় ?
উঃ ১ ডিসেম্বর।
19. ইকতা প্রথার প্রবর্তন করেন কে?
উঃ ইলতুৎমিস
20. পৃথিবী যখন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে, তখন তাকে কি বলা হয়?
উঃ অপসূর।
21. বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ আহম্মদ শাহ
22. উপরাষ্ট্রপতির কার্যকাল কত বছর ?
উঃ 5 বছর।
23. তিতুমিরের প্রকৃত নাম কোনটি ?
উঃ মির নিসার আলি।
24. মুখ্য নির্বাচন কমিশনারের মেয়াদ কত বছর?
উঃ 5 বছর।
25. সংসদের কোন কক্ষটিকে প্রবীণদের কক্ষ বলা হয় ?
উঃ রাজ্যসভা।
26. হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ১৫৭৬ খ্রিসব্দ।
27. খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ জালালউদ্দিন ফিরােজ খলজি
28. ‘দেশপ্রিয়’ নামে অভিহিত হন কে?
উঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত ।
29. প্রথম স্বাধীন পেশােয়া হন কে?
উঃ বালাজি বিশ্বনাথ।
30. হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয় কবে?
উঃ ১৮১৭ খৃঃ
31. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রােগ হয়?
উঃ ভিটামিন-সি
32. ১৯২৩ সালে কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
উঃ চিত্তরঞ্জন দাস
33. ভারতের কোথায় জাফরান চাষ হয়?
উঃ কারেওয়া
34. বিভন কী?
উঃ জলপ্রপাত।
35. ভারতের কোন রাজ্যে চেণ্ডু উপজাতির বাস?
উঃ অন্ধ্রপ্রদেশ।
36. বাবরনামা লিখেছেন কে ?
উঃ বাবর
37. ‘চ্যাং' কোন রাজ্যের প্রধান ভাষা?
উঃ নাগাল্যান্ড।
38. কোন রাজ্যে সরিষ্কা ন্যাশানাল পার্ক অবস্থিত ?
উঃ রাজস্থান।
39. নেতাজী সুভাষচন্দ্র বসু ভারতের কোন দ্বীপপুঞ্জের নামকরণ 'শহীদ দ্বীপপুঞ্জ' করেছিলেন?
উঃ আন্দামান।
40. কমন উইল’ পত্রিকাটি সম্পাদনা করতেন কে?
উঃ অ্যানি বেসান্ত।
41. ভারতের কোন রাজ্যে ধুয়াধর জলপ্রপাতটি অবস্থিত?
উঃ মধ্যপ্রদেশ।
42. ভারতের অধিকাংশ নদী কোথায় মিলেছে?
উঃ বঙ্গোপসাগর।
43. ভারতের কোন রাজ্যে পাঞেৎ পাহাড় অবস্থিত?
উঃ পুরুলিয়া।
44. রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কোনটি?
উঃ বিক্রয় কর।
45. ভারতে পরিষেবা কর প্রথম কবে চালু হয়?
উঃ ১৯৯৪ খ্রিস্টাব্দে।
46. ঘামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
উঃ দেহের উষ্মতা নিয়ন্ত্রণ করা।
47. আজ পর্যন্ত ভারতে জাতীয় জরুরি অবস্থা কতবার জারি হয়েছে?
উঃ তিনবার।
48. সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে?
উঃ ৩২৪ ধারা।
49. ভারতের কোন রাজ্যে গরমপাণি অভয়ারণ্য অবস্থিত ?
উঃ অসম।
50. সুবর্ণরেখার গতিপথে কোন জলপ্রপাতের সৃষ্টি হয় ?
উঃ হন্ডু।
51. রূপসী বাংলা’-র রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাশ।
52. আন্দামানের রাজধানী কোনটি ?
উঃ পোর্টব্লেয়ার।
53. ‘যত মত তত পথ'—কথাটি কে বলেছেন?
উঃ শ্রী শ্রী রামকৃষ্ণ।
54. কোন শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে?
উঃ পাললিক শিলায়।
55. পৃথিবীর উচ্চতম প্রস্তর মূর্তি কোনটি ?
উঃ স্ট্যাচু অব ইউনিটি।
56. ‘চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিস
57. কত সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় ?
উঃ ১৭৬১ খ্রিস্টাব্দে।
58. গুরু নানকের জন্মস্থান কোথায়?
উঃ তালওয়ান্দি।
59. ভারতের কোন রাজ্যে ফুলওয়াড়ী অভয়ারণ্য অবস্থিত?
উঃ রাজস্থান।
60. অপু এবং দূর্গা—ভাইবােনের এই চরিত্র দুটি সৃষ্টি করেন কে?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।
61. হায়ার দ্যান হেপস’ জীবনীটি কার ?
উঃ নেলসন ম্যান্ডেলা।
62. কত সালে ওয়াটারলু যুদ্ধ হয়?
উঃ ১৮১৫ খ্রিস্টাব্দে।
63. রেল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উঃ জর্জ স্টিফেনসন।
64. কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে প্রথম রেললাইন স্থাপন এবং চালু হয় ?
উঃ লর্ড ডালহৌসি
65. ঝুলন্ত উপত্যকায় কোনটি সৃষ্টি হয় ?
উঃ জলপ্রপাত।
66. কোন দেশের সরকারি টেলিভিশন চ্যানেলের নাম ‘রূপবাহিনী’?
উঃ শ্রীলঙ্কা
67. নাগাসাকিতে যে পারমাণবিক বােমা ফেলা হয়েছিল তার নাম কী ?
উঃ ফ্যাট ম্যান।
68. ২০০৮ সালের অলিম্পিক গেমসের ম্যাসকটের নাম কী ছিল?
উঃ ফুয়া।
69. কফি প্রস্তুত হয় কী থেকে?
উঃ বীজ থেকে।
70. দার্শনিকের উল কোনটিকে বলে ?
উঃ জিঙ্ক অক্সাইড।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url