জেনারেল নলেজের কিছু প্রশ্ন উত্তর পর্ব 3
141. কাকে বাঁশের রাজ্য’ বলা হয় ?
উঃ মিজোরাম।
142. হলদিয়া বন্দর কত সালে গড়ে ওঠে?
উঃ 1977 খ্রিস্টাব্দে।
143.রড কোশ গঠনে সাহায্য করে কোন ভিটামিন?
উঃ ভিটামিন A .
144. চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কী?
উঃ প্রথম রাজেন্দ্র চোল।
145.তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উঃ 251 BC
146. কোনটি উদ্ভিদ পুষ্টির জন্য অতিমাত্রিক উপাদান?
উঃ পটাশিয়াম।
147.কটি নােবেল গ্যাস আছে?
উঃ 6টি
148. সুলতানি যুগে চাষের জমিকে কী বলা হত?
উঃ খালিসা।
149. 1911 সালে কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত হওয়ার সময়ে ভাইসরয় কে ছিলেন ?
উঃ দ্বিতীয় হার্ডিঞ্জ
150. প্রথম ‘রুপি প্রচলন করেন কে?
উঃ শেরশাহ
151. আলমগীর নামা গ্রন্থের রচয়িতা কে?
উঃ মহম্মদ কাজিম
152. সম্প্রতি প্রকাশিত "India's Most Powerful Woman' বইটির লেখক কে?
উঃ প্রেম আলুওয়ালিয়া।
153. দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উঃ ইলতুৎমিস।
154. ভারতে প্রথম কবে অর্থের অবমূল্যায়ণ করা হয়?
উঃ 1949 খ্রিস্টাব্দে
155. সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত।
উঃ ফুটবল
156. 'ব্রাত্যক্ষত্রিয়' কাদের বলা হয় ?
উঃ গ্রিক, শক , কুষাণ এদের সকলকেই বলা হয়।
157. কার্বনের কটি আইসােটোপ আছে?
উঃ 3টি
158. বহুমুখী নলী পরিকল্পনার উদ্দেশ্য কী?
উঃ জলবিদ্যুৎ উৎপাদন, জলসেচ ও জলপরিবহন।
159. একটি হ্যালােজেন মৌলের উদাহরণ দাও ?
উঃ ক্লোরিন
160. মূলত কোন শিলায় শঙ্কমােচন ঘটে?
উঃ গ্রানাইট।
161. মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়?
উঃ শর্করা
162. আরশােলার শ্বাস অঙ্গের নাম কী?
উঃ ট্র্যাকিয়া।
163. ঘর্ঘরার যুদ্ধ কবে হয়েছিল?
উঃ 1529 খ্রিস্টাব্দে।
164. দলত্যাগ বিরােধী আইনকবে পাশ হয়?
উঃ 1983 খ্রিস্টাব্দে।
165. ভারতের 60 শতাংশের বেশি কফি কোন রাজ্যে চাষ হয়?
উঃ কর্ণাটক।
166. ভারতবর্ষে প্রথম কোন ব্যাংকে বায়ােমেট্রিক ATM স্থাপন করা হয়?
উঃ PNB
167. পৃথিবী ও সূর্যের গড় দূর নির্দেশ করে কোন একক ?
উঃ অ্যাস্ট্রোনমিকাল একক।
168. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ আত্মরাম পান্ডুরঙ্গ।
169. একটি প্রােটিন বাঁচোয়া খাদের উদাহরণ দাও?
উঃ চাল , আলু , গম
170. একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম লেখ?
উঃ রজন।
171. জলবিষুব বলা হয় কোন দিনকে?
উঃ 21 জুন।
172. ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন শহরকে ?
উঃ বেঙ্গালুরুকে।
173. পশ্চিমবঙ্গের জলদাপাড়া হল একটি –
উঃ অভয়ারণ্য ।
174. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত?
উঃ কাবেরী ।
175. আজাদ হিন্দ ফৌজ প্রথমে সংগঠিত করেন কে?
উঃ রাসবিহারী বসু।
176. একটি প্রথম শ্রেণির লিভারের উদাহরণ দাও ।
উঃ সাঁড়াশি
177.ক্যাপ্টেন হকিন্স কার দরবারে এসেছিলেন?
উঃ জাহাঙ্গীর
178. ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি?
উঃ লাদাখ মালভূমি।
179. কালেহীরের দেশ কাকে বলা হয় ?
উঃ শিলিগুড়ি।
180. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ সিরিমাভো বন্দর নায়েক।
181.The Songs of India' গ্রন্থটি কার লেখা?
উঃ সরােজিনী নাইডু
182. শাল গাছ কোন বিদ্রোহের প্রতীক ছিল?
উঃ সাঁওতাল।
183. কে হরিজন আন্দোলনের ডাক দেন?
উঃ মহাত্মা গান্ধী।
184. রামচরিতে’র রচয়িতা কে?
উঃ তুলসী দাস।
185. 'কাঞ্চি’ কোন রাজবংশের রাজধানী ছিল?
উঃ পল্লব।
186. বেদের প্রত্যেকটি ভাগের কতগুলি অংশ রয়েছে?
উঃ ৪
187. চুয়াড় বিদ্রোহ কত সালে হয়েছিল?
উঃ 1799 খ্রিস্টাব্দে।
188. আবুল ফজল কার সভাসদ ছিলেন ?
উঃ আকবর।
189. মেত্তুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?
উঃ কাবেরী।
190. বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরকে কী বলা হয় ?
উঃ ট্রপােস্ফিয়ার।
191. ছােটনাগপুরের মালভূমি প্রধানত কোন শিলা দিয়ে গঠিত?
উঃ নিস ।
192.বায়ুমণ্ডলের কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় ?
উঃ ওজোন।
193. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ দোদাবেতা
194. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন ?
উঃ সি. ডি. দেশমুখ।
195. অ্যামিবার রেচন অঙ্গের নাম কী?
উঃ সংকোচী গহ্বর
196. ভারতীয় সংবিধানে কতগুলি সিডিউল রয়েছে?
উঃ 12
197. MRTPঅ্যাক্ট'কত সালে প্রণয়ন করা হয়?
উঃ 1970 খ্রিস্টাব্দে।
198. ফসজিনের সংকেত কী?
উঃ CHCl3
199. যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে কী বলে?
উঃ হাইগ্রোমিটার।
200. টিয়ার গ্যাস কোনটি?
উঃ CCI3NO2
201. ওষুধের ক্যাপসুল কি দিয়ে তৈরি হয়?
উঃ স্টার্চ।
202. ভ্রুণের কোন অংশ থেকে শিকড় তৈরি হয়?
উঃ রাডিকল।
203. কোনটি 'Walking Worm' নামে পরিচিত?
উঃ সেন্টিপেড।
204. গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম কী?
উঃ ফেরাস সালফেট ( FeSO4, 7H2O)
205. কোন হরমােন থাইরয়েডের সক্রিয়তা নিয়ন্ত্রণ করে?
উঃ TSH
206. রাইনােভাইরাস মানবদেহে কোন রােগের জন্য দায়ী?
উঃ সাধারণ সর্দি
207.ভারতের কোন বন্দরে যুদ্ধ জাহাজ তৈরী হয় ?
উঃ মাজাগাও
208. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ সিমুক।
209. কোন মােগল সম্রাট জিজিয়া কর তুলে নেন ?
উঃ আকবর।
210. ধর্মসভা কোন সালে স্থাপিত হয়?
উঃ 1829 খ্রিস্টাব্দে।
211. কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়?
উঃ 1911 খ্রিস্টাব্দে।
212. My Autobiography বইটি কার লেখা?
উঃ আবুল কালাম আজাদ।
213. মহারাষ্ট্রে ‘শিবাজি' উৎসবের প্রবর্তক কে ছিলেন?
উঃ বাল গঙ্গাধর তিলক।
214. গৌর রাজা শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?
উঃ শৈব।
215. 'বুদ্ধচরিত' কোন যুগে রচিত হয়েছিল?
উঃ কুষাণ।
216. কোন দিল্লি সুলতানের সেনাপতি ছিলেন মালিক কাফুর?
উঃ আলা-উদ-খীন খিলজি
217.খারবেল কোন বংশের শাসক ছিলেন ?
উঃ চেদি
218. জামিরখানা মসজিদ কে স্থাপন করেন?
উঃ আলাউদ্দিন খিলজী।
219. রাজা টোডরমল কোন শাসকের সঙ্গে যুক্ত ছিলেন?
উঃ সম্রাট আকবর।
220. মহম্মদ ঘুরীর সেনাপতির নাম কি?
উঃ কুতুবউদ্দিন আইবক।