সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর 3


1. চোখের লেন্সে কোন প্রােটিন থাকে ?
উঃ ক্রিস্টালিন।
2. ক্রেবস চক্রের বিক্রিয়া কোথায় ঘটে ?
উঃ মাইটোকন্ড্রিয়ার স্ট্রোমায়।
3. কায়াজমা গঠন দেখতে কেমন হয় ?
উঃ 'X' অক্ষরের মতাে।
4. বাস্তুতন্ত্রের 10% নিয়ম কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
উঃ বিজ্ঞানী লিন্ডেম্যান।
5. কত তাপমাত্রায় মানবদেহের উৎসেচকগুলি সর্বাধিক ক্রিয়াশীল থাকে ?
উঃ - 37°C.
6. মানবদেহের সবচেয়ে ছােট কোশ কী ?
উঃ লিম্ফোসাইট।
7. BMR নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উঃ বেনেডিক্ট রথ যন্ত্র।
৪. ক্লোরােফিলযুক্ত মূল পাওয়া যায় কোন গাছে ?
উঃ পানিফল (Trapa bispinosa)।
9. সালােকসংশ্লেষের অন্ধকার দশা কে আবিষ্কার করেন ?
উঃ বিজ্ঞানী ব্ল্যাকম্যান।
10. জীবদেহের খণ্ড অংশ থেকে পূর্ণাঙ্গ দেহসৃষ্টির পদ্ধতি কী নামে পরিচিত ?
উঃ পুনরুৎপাদন।
11. উদ্ভিদের বর্ষবলয় তৈরি হয় কী থেকে ?
উঃ গৌন জাইলেম।
12. মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় কোন শৈবাল ?
উঃ নষ্টক ।
13. উদ্ভিদ কোশের প্লাস্টিড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ? উঃ বিজ্ঞানী স্কিমপার।
14. কীভাবে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় ? 
উঃ সােডিয়াম নাইট্রাইট(NaNO2) ও অ্যামােনিয়াম ক্লোরাইডের (NH4CI) গাঢ় জলীয় দ্রবণের মিশ্রণকে গরম করে।
15. অ্যাটাকামাইট কোন ধাতুর আকরিক ?
উঃ তামা ।
16. জার্মান সিলভারের উপাদান কী কী ?
উঃ ২৫-৩০% তামা, ২৫-৩৫% দস্তা ও ১০-৩৫% নিকেল।
17. ‘চিনামাটি’ বা, ‘ক্যাওলিন’ কোন ধাতুর আকরিক ? 
উঃ অ্যালুমিনিয়াম (Al2O3, 2SiO2, 2H2O)। .
18. হাইড্রোজেন গ্যাসের নাম কে দেন ?
উঃ বিজ্ঞানী ল্যাভয়সিয়ে।
19. ফসজিনের রাসায়নিক নাম কী ?
উঃ কার্বনিল ক্লোরাইড।
20. হাইড্রোজেনের তুলনায় ভারি হওয়া সত্ত্বেও কোন গ্যাস বেলুনে ব্যবহার করা হয়?
উঃ হিলিয়াম (He)।
21. সােডিয়ামের(Na) ইলেক্ট্রনের বিন্যাস কী রকম ?
উঃ 1s², 2s², 2p⁶, 3s¹.
22. সােডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা ক’টি ? উঃ ২টি।
23. পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ? উঃ ফ্লোরিন।
24. ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে (তৃতীয়) ইলেক্ট্রনের সংখ্যা ক’টি ?
উঃ ৭টি।
25. বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ ? উঃ ০.৯৫% (আয়তন হিসাবে)।
26. হাইড্রোজেনের কোন আইসােটোপের পরিমাণ প্রকৃতিতে বেশি ?
উঃ প্রােটিয়ামের (¹H) (৯৯.৯৮৫%)।
27. ভারতের কোথায় ভারি জল তৈরি করা হয় ?
উঃ নাঙ্গাল ও নারােরা।
28. বদ্ধ ঘরে কোনাে ব্যক্তি কাঠের আগুন জ্বালিয়ে বেশিক্ষণ থাকলে তার মৃত্যুর কারণ হবে কোন গ্যাস ?
উঃ কার্বন মনাে-অক্সাইড (CO)।
29. রাশিয়ায় রকেটের জ্বালানি হিসাবে যে ‘প্রােটিন প্রপেল্যান্ট’ ব্যবহৃত হয় তার মূল উপাদান কী ?
উঃ কেরােসিন ও তরল অক্সিজেন (০)।
30. সরলতম হাইড্রোকার্বনের নাম কী ?
মিথেন (CH4)।
31. সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোজেনের কীরকম বন্ধন দেখা যায় ?
উঃ একবন্ধন।
32. কোন গ্যাসকে অক্সিজেন-বাহক বলা হয় ?
উঃ 'নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2)।
33. কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয় ?
উঃ নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড।
34. ধুমায়মান নাইট্রিক অ্যাসিডের রঙ কী ?
উঃ বাদামি।
35. নাইট্রিক অ্যাসিডকে অনেকদিন রেখে দিলে কেমন রঙ হবে ?
উঃ হলুদ।
36. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী ?
উঃ নাইট্রাস অক্সাইড (N2O)।
37. সাদা কপার সালফেটে জল মেশালে মিশ্রণের রঙ কী হবে ?
উঃ নীল।
38. কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ সনাক্ত করা হয় ?
উঃ বলয় পরীক্ষা।
39. অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী অক্সাইড তৈরি করে ?
উঃ আম্লিক অক্সাইড।
40. অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত ?
উঃ 3,000 ডিগ্রি সেন্টিগ্রেড।
41. Fe3O4, কোন ধরণের অক্সাইড অক্সাইড ?
উঃ মিশ্র অক্সাইড।
42. ‘হাইড্রোজেন’ শব্দের অর্থ কী ?
উঃ জল উৎপাদক।
43. হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় ?
উঃ বাণিজ্যিক দস্তার ছিবড়া।
44. অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত ?
উঃ ২,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড।
45. কোনাে বিক্রিয়ায় সদ্যমুক্ত হাইড্রোজেনকে কি বলে ?
উঃ জায়মান হাইড্রোজেন।
46. অ্যামােনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন ?
উঃ প্রিস্টলী, ১৭৭৪ সালে।
47. মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কী ?
উঃ ক্যালসিয়াম কার্বনেট (CaCO3)।
48. বায়ুর চেয়ে কার্বন ডাই-অক্সাইড কতগুণ ভারি ?
উঃ প্রায় দেড়গুণ।
49. ইলেক্ট্রোস্টিক প্রিসিপাইটেটর’ কী কাজে লাগে ?
উঃ বাতাসে ভাসমান ধূলিকণাকে অধঃক্ষেপিত করতে।
50. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী ?
উঃ শিউলি।
51. গাইগার কাউন্টার কী কাজে লাগে ?
উঃ পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপণের কাজে।
52.সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহৃত হয় ? 
উঃ ফ্যাদোমিটার।
53. টাটকা ফল বা, মাছ সাধারণত কোন পদ্ধতিতে সংরক্ষিত করে প্যাকেট ফুড করা হয় ?
উঃ শূন্যস্থান শুষ্ককরণ পদ্ধতিতে।
54. তেজস্ক্রিয়তা মাপার একক কী ?
উঃ কুরি।
55. অগভীর মজে যাওয়া পুকুর ও গভীর পরিষ্কার জলের পুকুরের মধ্যে কোনটিতে B.O.D, কম হবে ?
উঃ পরিষ্কার জলের পুকুরের।
56. জৈব পদার্থ অবিকৃত অবস্থায় সংরক্ষণের উপায় কী ?
উঃ ৫% ফর্মালডিহাইড দ্রবণে ভিজিয়ে রাখা।
57. বিজ্ঞানের কোন শাখার সঙ্গে ইকথিওলজি
যুক্ত ?
উঃ মাছ সম্পর্কিত।
58. দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ?
উঃ- ক্যারােলাস লিনিয়াস।
59. কোন লেন্সের প্রান্তভাগ মধ্যভাগের তুলনায় স্ফীত ? 
উঃ অবতল লেন্স।
60. বিক্ষিপ্ত প্রতিফলনের বেলায় রশ্মির আপতন কোণ ও প্রতিফলন কোণ কেমন হয় ?
উঃ সমান হয়।
61. আয়নায় আমাদের বাঁ হাতকে ডান হাত বলে মনে হয় কেন ?
উঃ সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলে।
62. সমতল দর্পণে রশ্মির, আপতন কোণ 45° হলে প্রতিফলন কোণ ও চ্যুতি কোণ কত হবে ?
উঃ প্রতিফলন কোণ 45° ও চ্যুতি কোণ 90° হবে।
63. আলােকের কোন প্রতিফলনের জন্য পুকুরের পাড়ে থাকা কোনাে গাছের ছায়া আঁকাবাঁকা দেখায় ?
উঃ আলােকের বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url