জেনারেল নলেজ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব-2
71. সােম দেববর্মন কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
উঃ টেনিস।
72. ইউরােপীয় ইউনিয়ন থেকে কোন দেশ বেরিয়ে এল ?
উঃ গ্রেট ব্রিটেন।
73. কবে মাদার টেরিজাকে সেন্টহুড প্রদান করা হয়?
উঃ ৪/৬/২০১৬
74. ডােনাল্ড ট্রাম্প কততম মার্কিন প্রেসিডেন্ট ?
উঃ 45 তম
75. একরাট’, কবিরাজ’, ‘পরাক্রমাঙ্ক’ উপাধিগুলি কার ?
উঃ সমুদ্রগুপ্ত
76. ২০১৭ সালে ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়?
উঃ কোচি।
77. ২০১৬ সালের জ্ঞানপীঠ পুরস্কার পান কে?
উঃ শঙ্খ ঘােষ।
78. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেল।
79. কোন দেশের আগের নাম ছিল নিপ্পন?
উঃ জাপান।
80. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ?
উঃ সরােজিনী নাইডু।
81. সুন্দরবন কি ?
উঃ বায়ােস্ট্রিয়ার রিজার্ভ।
82. আগ্রা শহরটি স্থাপন করেছিলেন কে?
উঃ সিকান্দার লােদি।
83. উভচর ও সরীসৃপের মধ্যে সংযোেগরক্ষাকারী প্রাণী কোনটি?
উঃ স্ফেনােডন।
84. সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার হয় ?
উঃ বিউটেন।
85. পার্কল্যান্ড একটি কি ?
উঃ তৃণভূমি।
86. শ্রীলংকা কোন খনিজ পদার্থ উত্তোলনে সর্বাধিক প্রসিদ্ধ ?
উঃ গ্রাফাইট।
87. নীলগিরি পর্বতের ফাকটির নাম ?
উঃ পালঘাট।
৪৪. কোনটির মাধ্যমে ভারতে সর্বাধিক জলসেচ হয় ?
উঃ কুপ ও নলকূপ।
89. ১৮১৫ খৃষ্টাব্দে নেপােলিয়ান ওয়াটার লু যুদ্ধে কোন দেশের কাছে পরাজিত হয়েছিলেন?
উঃ ইংল্যান্ড।
90. ‘ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন কে?
উঃ টমাস মাের
91. ফিরােজা বেগম নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?
উঃ নজরুল গীতি।
92. ভিলাই ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ ছত্তিশগড়।
93. নীলদর্পণ'-এর রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।
94. কোন ভারতীয় সাঁতারু প্রথম ইংলিশ চ্যানেল পার হন?
উঃ মিহির সেন।
95. সারভাইভাল অব দি ফিটেস্ট’-এর উদ্ভাবক ছিলেন কে?
উঃ ডারউইন।
96. গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উঃ জলপাইগুড়ি।
97. কোন মুঘল শাসক ‘জিন্দা পির’ নামে পরিচিত?
উঃ ঔরঙ্গজেব।
98. ২০১৪ সালে কোন দেশ শীতকালিন অলিম্পিকের আয়ােজন করেছিলেন?
উঃ রাশিয়া।
99. ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
উঃ মার্ক জুকারবার্গ ।
100. ‘রুদ্ধ সংগীত' নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট ?
উঃ দেবব্রত বিশ্বাস
101. পশ্চিমবঙ্গের কোথায় বিভূতিভূষণ অভয়ারণ্য অবস্থিত?
উঃ বনগাঁ।
102. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
উঃ ঋষভনাথ।
103. নিম্নের কোনটি অতীন মুখােপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস?
উঃ নীলকণ্ঠ পাখির খোঁজে।
104. ভারতের কোন রাজ্যে বন্দিপুর জাতীয় পার্ক অবস্থিত ?
উঃ কর্ণাটক
105. ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত?
উঃ কেরল।
106. পৃথিবীর মােট জলের কতভাগ সমুদ্রে অবস্থিত?
উঃ ৯৭%
107. বর্তমান বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস কোনটি ?
উঃ নাইট্রোজেন।
108. ‘জীবন যাপনই লিখা'—উক্তিটি কার?
উঃ জন ডিউই
109. 1MB সমান কত Kb ?
উঃ 1 MB = 1024 KB.
110. বৈদ্যুতিক ইস্ত্রিগুলি সাধারণত কত ওয়াটের হয়ে থাকে?
উঃ 500 ওয়াট
111. পাট চাষের জন্য কিরূপ অনুকূল আপেক্ষিক আর্দ্রতা প্রয়ােজন হয় ?
উঃ 90%
112. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠা হয় ?
উঃ 1935
113. পােলো খেলায় খেলােয়াড়ের সংখ্যা কত?
উঃ 4
114. পুনা চুক্তি কত সালে হয়েছিল?
উঃ1932
115. গামলিপি থেকে কোন রাজার কাহিনি জানা যায়?
উঃ শশাঙ্ক।
116. একটি দেশের বনাঞল সাধারণত কত শতাংশ হওয়া উচিত?
উঃ 4.33%
117. আলেকজাণ্ডারের বিরুদ্ধে কে কঠোর প্রতিরােধ গড়ে তুলেছিলেন?
উঃ পুরু।
118. তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি কি ?
উঃ লবণের দ্রবণ।
119. শব্দের প্রবল্যের একক কি ?
উঃ ডেসিবেল।
120. ভারতের কোথায় কেন্দ্রিয় ধান গবেষণাগার অবস্থিত?
উঃ কটক
121. পঞ্জীভূত ফল কোনটি ?
উঃ আনারস।
122. ধােয়ী কোন রাজার সভাকবি ছিলেন ?
উঃ লক্ষণ সেন।
123. শিলাদিত্য কার উপাধি ছিল?
উঃ হর্ষবর্ধন।
124. কোনটি প্রাথমিক পর্যায়ের কয়লা?
উঃ পিট।
125. ডায়না কোন নদীর উপনদি?
উঃ জলঢাকা।
126. রাওলট আইন কবে পাশ হয়?
উঃ 1919 খ্রিস্টাব্দে।
127. ১৯২২ সালের কোন তারিখে চৌরিচৌরির ঘটনা ঘটে ?
উঃ ৪ ফেব্রুয়ারী।
128. বর্তমানে পশ্চিবঙ্গের জেলা সংখ্যা কটি ?
উঃ 23 টি।
129. ডায়রিয়ার ফলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ?
উঃ
130. মানুষের মস্তিষ্কের গড় ওজন কত কিলােগ্রাম?
উঃ 1.36 kg.
131. তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উঃ মহারাষ্ট্র
132. শতদ্রু কোন নদীর উপনদী?
উঃ সিন্ধু নদীর।
133. ভারতের কোন রাজ্যে নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত?
উঃ অন্ধ্রপ্রদেশ।
134. কোন শহরকে ভারতের প্রবেশদ্বারা বলে?
উঃ মুম্বাই।
135. দেওয়ান-ই-খাস’ কোথায় অবস্থিত?
উঃ উত্তরপ্রদেশে
136. কোন রাজ্যে লােকসভার আসন সংখ্যা সর্বাধিক?
উঃ উত্তরপ্রদেশ
137. গোবী’ কী ?
উঃ একটি মরুভূমি।
138. ডুবােজাহাজ’ আবিষ্কার করেন কে?
উঃ বুশনেল
139. কোন ভিটামিন চোখের পক্ষে ভাল?
উঃ ভিটামিন-এ
140. কপার ডেমন’ বলতে কোন ধাতুকে বােঝায়?
উঃ নিকেল।