জেনারেল সাইন্স এর প্রশ্ন-উত্তর পর্ব-4
উঃ লিউয়েন হুক
62. নিচের কোনটি ভিটামিনের রাসায়নিক নাম?
উঃ রেটিনল।
63. মানবদেহের সুষুম্নাকাণ্ড থেকে কত জোড়া স্নায়ু বের হয় ?
উঃ 31জোড়া
64. উদ্ভিদে কে খাদ্য সংবহন করে?
উঃ সিভনল
65. অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা কয়টি?
উঃ 8 টি
66. কোন পরমাণুটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক?
উঃ F
67. কোনটি বিশুদ্ধ যৌগ?
উঃ ইথানল অ্যালকোহল।
68. নিম্নের কোনটি অ্যালিফ্যাটিক জৈব নয় ?
(a) ইউরিয়া (b) গ্লুকোজ c)ন্যাপথলিন (d) মিথানল
উঃ ন্যাপথলিন
69. যে জলে বেশ কিছুটা সাবান ঘষার পর সামান্য ফেনা উৎপন্ন হয় তাকে বলে?
উঃ খর জল
70. প্রথম কোয়ান্টম তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর গঠনের ব্যাখ্যা এ কোন বিজ্ঞানী?
উঃ নিলস বােব
71. কোন ধাতু ফোটোগ্রাফিক ফিল্মের নীচে ব্যবহার হয়?
উঃ রূপো
63. মানবদেহের সুষুম্নাকাণ্ড থেকে কত জোড়া স্নায়ু বের হয় ?
উঃ 31জোড়া
64. উদ্ভিদে কে খাদ্য সংবহন করে?
উঃ সিভনল
65. অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা কয়টি?
উঃ 8 টি
66. কোন পরমাণুটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক?
উঃ F
67. কোনটি বিশুদ্ধ যৌগ?
উঃ ইথানল অ্যালকোহল
68. নিম্নের কোনটি অ্যালিফ্যাটিক জৈব নয় ?
(a) ইউরিয়া (b) গ্লুকোজ c)ন্যাপথলিন (d) মিথানল
উঃ ন্যাপথলিন
69. যে জলে বেশ কিছুটা সাবান ঘষার পর সামান্য ফেনা উৎপন্ন হয় তাকে বলে?
উঃ খর জল
70. প্রথম কোয়ান্টম তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর গঠনের ব্যাখ্যা এ কোন বিজ্ঞানী?
উঃ নিলস বােব
71. কোন ধাতু ফোটোগ্রাফিক ফিল্মের নীচে ব্যবহার হয়?
উঃ রূপো
63. মানবদেহের সুষুম্নাকাণ্ড থেকে কত জোড়া স্নায়ু বের হয় ?
উঃ 31জোড়া
64. উদ্ভিদে কে খাদ্য সংবহন করে?
উঃ সিভনল
65. অপরিহার্য অ্যামাইনাে অ্যাসিডের সংখ্যা কয়টি?
উঃ 8 টি
66. কোন পরমাণুটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক?
উঃ F
67. কোনটি বিশুদ্ধ যৌগ?
উঃ ইথানল অ্যালকোহল
68. নিম্নের কোনটি অ্যালিফ্যাটিক জৈব নয় ?
(a) ইউরিয়া (b) গ্লুকোজ c)ন্যাপথলিন (d) মিথানল
উঃ ন্যাপথলিন
69. যে জলে বেশ কিছুটা সাবান ঘষার পর সামান্য ফেনা উৎপন্ন হয় তাকে বলে?
উঃ খর জল
70. প্রথম কোয়ান্টম তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর গঠনের ব্যাখ্যা এ কোন বিজ্ঞানী?
উঃ নিলস বােব
71. কোন ধাতু ফোটোগ্রাফিক ফিল্মের নীচে ব্যবহার হয়?
উঃ রূপো
72. Quick Silver কোন মৌলটিকে বলা হয়?
উঃ পারদ
73. চোখের সবচেয়ে আলােক সংবেদী অংশ কোনটি?
উঃ পীতবিন্দু
74. EMP পথ কাকে বলে?
উঃ গ্লাইকোলিসিস
75. লেন্সের ক্ষমতা কোন এককের সাহায্যে মাপা হয় ?
উঃ ডায়প্টার
76. সােডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার হয় নিচের কোনটিতে?
উঃ সাবান তৈরি করতে
77. বরফ গলনের লীনতাপ কোনটি?
উঃ 80 ক্যালরি/গ্রাম
78. একটি পরমাণুর মােট আধান কয়টি ?
উঃ শূন্য
79. ফিউজ তার তৈরিতে টিনের সঙ্গে নিচের কোনটি ব্যবহৃত হয়?
উঃ সীসা
80. ছুরি দিয়ে কাটা যায় এমন একটি ধাতু?
উঃ সােডিয়াম
81. কালাজ্বরের জন্য কোনটি দায়ী?
উঃ বেলেমাছি
82. মানুষের হাত কোন শ্রেণীর লিভার ?
উঃ তৃতীয়
43. কোথায় লােহিত কণিকা ধ্বংসপ্রাপ্ত হয় ?
উঃ প্লীহায়
84. কোন উৎসেচকে প্রােটিনকে পেপটোনে পরিণত করে?
উঃ পেপসিন
85. আমলকীতে কোন ভিটামিন পাওয়া যায়?
উঃ ভিটামিন-C
86. গ্লিসারিন কোথা থেকে পাওয়া যায়?
উঃ স্নেহ পদার্থের ভাঙন থেকে
87. কোনটি সজীব কোষ ?
(a) জাইলেম তত্ত্ব (b) ট্রাকিড (c) ট্রাকিয়া d) জাইলেম প্যারেনকাইমা
উঃ জাইলেম প্যারেনকাইমা
88. কোন দ্রাবকে খাদ্যলবণ সর্বাধিক দ্রাব্য?
উঃ জল
89. প্রথম সন্ধিগত মৌলের নাম কোনটি?
উঃ স্ক্যাডিয়াম
90. ফটকিরিতে কেলাস জলের সংখ্যা কয়টি?
উঃ 24
91. আর্সেনিক দূষণের ফলে কোন রােগের সৃষ্টি হয়?
উঃ ব্ল্যাকফুট ডিজিজ
92. মানবদেহের স্বাভাবিক উষ্মতা কত?
উঃ 98.4 F
93. সাদা আলাে কী ধরনের আলাে ?
উঃ যৌগিক
94. পুকুরের জলে ঢিল ফেললে কোন তরঙ্গের সৃষ্টি হয়?
উঃ তির্যক তরঙ্গ
95. হাইড্রোজেন সালফাইডের গন্ধ কোনটি ?
উঃ পচা ডিমের মতাে
96. ওজোনস্তর—থেকে পৃথিবীকে রক্ষা করে কে?
উঃ আন্ট্রাভায়ােলেট বিকিরণ
97. রেসারপিন কোথায় পাওয়া যায় ?
উঃ সর্পগন্ধার মূলে
98. জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কত?
উঃ 0%
99. পেশী সঞ্চালনের ফলে বর্ধিত শ্বাসক্রিয়াকে কী বলে?
উঃ হাইপারনিয়া।
100. নিঃশ্বাসবায়ুতে কার্বন অক্সাইডের পরিমাণ শতকরা কত ?
উঃ 3.6
101. নাইট্রোজোনের উৎস কোনটি ?
উঃ বায়ু
102. একটি জুপ্ল্যাঙ্কটন উদাহরণ দাও।
উঃ ডাফনিয়া
103. ভারী অধাতু কোনটি ?
উঃ আয়ােডিন
104. বস্তুর মৌলিক ধর্ম কাকে বলে ?
উঃ ভরকে ।
105. কম্পাঙ্কের একক কি?
উঃ হার্জ
106. কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়?
(a) অ্যাড্রিনাল গ্রন্থি (b) পিটুইটারি (c) থাইরয়েড d) লালাগ্রন্থি
উঃ লালাগ্রন্থি
107. কোন প্রাণীর দেহে পটাশিয়াম দেখা যায় ?
উঃ চামচিকে।
108. কোন জীবের বৈশিষ্ট্যগুলির বাহ্যিক প্রকাশ কে কি বলে?
উঃ ফিনোটাইপ
109. শষ্যের দানার সবচেয়ে বেশি পরিমাণ কোনটি থাকে?
উঃ কার্বোহাইড্রেট
110. ভিনিগারের প্রকৃত নাম কি ?
উঃ অ্যাসেটিক অ্যাসিড।