পরমাণুর গঠন
1. পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক(Atomic Number) কাকে বলে?
**K,L,M,N হল বিভিন্ন কক্ষে ইলেকট্রন সংখ্যা।
12. প্রোটন কে আবিষ্কার করেন এবং প্রোটনের ভর ও আধান কত?
13. নিউট্রন কে আবিষ্কার করেন এবং ও তার ভর ও আধান কত?
14. নিউট্রনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ?
উঃ কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতসংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে।য় যেমন সোডিয়ামের পরমাণুতে 11 টি প্রোটন আছে সুতরাং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11.
2. ভর সংখ্যা (Mass Number) কি?
উঃ কোন পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন অর্থাৎ নিউক্লিয়ন থাকে তাদের মোট সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলে। যেমন সোডিয়াম পরমাণুতে 11টি প্রোটন ও 12 টি নিউট্রন আছে। সুতরাং সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা(11+12)=23 টি।
3. নিউট্রন সংখ্যা কি?
উঃ নিউট্রন সংখ্যা= ভর সংখ্যা- পারমাণবিক সংখ্যা।
4. নিউক্লাইড (Nuclide) কাকে বলে?
উঃ নিউক্লাইড বলতে নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস বা পরমাণু কেন্দ্রকে বোঝায়।
5. সমস্থানিক বা আইসোটোপ (Isotopes) কাকে বলে?
উঃ একই মৌলের যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বা সমস্থানিক(Isotopes) বলে।
6. আইসোবার (Isobar) কি?
উঃ যে পরমাণু গুলির ভরসংখ্যা সমান তাদের পরস্পরের আইসোবার বলে।
7.আইসোটোন (Isotone) কি?
উঃ যে পরমাণু গুলির নিউট্রন সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোটোন বলে। এদের নিউট্রন সংখ্যা সমান হলেও প্রোটন সংখ্যা এবং ভরসংখ্যা আলাদা।
8. আয়ন (Ions) কি?
উঃ তড়িৎগ্ৰস্ত পরমাণু ও মূলককে আয়ন (Ions) বলে। আয়ন দু'ধরনের i) ক্যাটায়ন বা পজেটিভ আয়ন এবং ii) অ্যানায়ন বা নেগেটিভ আয়ন।
9.পর্যায় সারণির প্রথম কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাসের তালিকা দেওয়া হল
মৌলিক পদার্থ | চিহ্ন | পারমাণবিক সংখ্যা |
ইলেকট্রন সংখ্যা |
K | L | M | N |
---|---|---|---|---|---|---|---|
হাইড্রোজেন | H | 1 | 1 | 1 | |||
হিলিয়াম | He | 2 | 2 | 2 | |||
লিথিয়াম | Li | 3 | 3 | 2 | 1 | ||
বেরিলিয়াম | Be | 4 | 4 | 2 | 2 | ||
বোরন | B | 5 | 5 | 2 | 3 | ||
কার্বন | C | 6 | 6 | 2 | 4 | ||
নাইট্রোজেন | N | 7 | 7 | 2 | 5 | ||
অক্সিজেন | O | 8 | 8 | 2 | 6 | ||
ফ্লুওরিন | F | 9 | 9 | 2 | 7 | ||
নিয়ন | Ne | 10 | 10 | 2 | 8 | ||
সোডিয়াম | Na | 11 | 11 | 2 | 8 | 1 | |
ম্যাগনেসিয়াম | Mg | 12 | 12 | 2 | 8 | 2 | |
অ্যালুমিনিয়াম | Al | 13 | 13 | 2 | 8 | 3 | |
সিলিকন | Si | 14 | 14 | 2 | 8 | 4 | |
ফসফরাস | P | 15 | 15 | 2 | 8 | 5 | |
সালফার | S | 16 | 16 | 2 | 8 | 6 | |
ক্লোরিন | Cl | 17 | 17 | 2 | 8 | 7 | |
আর্গন | Ar | 18 | 18 | 2 | 8 | 8 | |
পটাশিয়াম | K | 19 | 19 | 2 | 8 | 8 | 1 |
ক্যালসিয়াম | Ca | 20 | 20 | 2 | 8 | 8 | 2 |
10. পরমাণুর কেন্দ্রে মূল উপাদান কণাগুলির নাম লেখ?
উঃ পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটি মূল কোনা দিয়ে গঠিত।
11. ইলেকট্রন কে আবিষ্কার করেন? এর ভর কত?
উঃ 1897 খ্রিস্টাব্দে জে জে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন।
ইলেকট্রনের আধান, ভর ও ব্যাস হল:-
ইলেকট্রন (e বা -1e⁰) | C.G.S একক | S.I একক |
---|---|---|
ইলেকট্রনের আধান | (-)4.8×10-¹⁰ e.s.u | (-)1.602×10-¹⁹ কুলম্ব |
ইলেকট্রনের ভর | 9.11×10-²⁸ গ্রাম | 9.11×10-³¹ কিলোগ্রাম |
ইলেকট্রনের ব্যাস | 5.6×10-¹³ সেমি | 5.6×10-¹⁵ মিটার |
উঃ 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড ক্ষুদ্রতম ও পজেটিভ তড়িৎগ্ৰস্ত কণার নাম প্রোটন।
প্রোটনের ভর ও আধানের তালিকা নিচে দেয়া হলো:-
প্রোটন (P বা 1H¹) | C.G.S এককে | S.I এককে |
---|---|---|
প্রোটনের ভর | 1.6725×10-²⁴ গ্রাম | 1.6725×10-²⁷ কিলোগ্রাম |
প্রোটনের আধান | (+) 4.8×10-¹⁰ e.s.u | (+) 1.602× 10-¹⁹ কুলম্ব |
প্রোটনের ব্যাস | 2.4×10-¹³ সেমি | 2.4×10-¹⁵ মিটার |
উঃ 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডউইক ( Chadwick) নিউট্রন আবিষ্কার করেন।
নিউট্রনের ভর ও আধানের তালিকা নিচে দেয়া হল:-
নিউট্রন (n বা 0n¹) | C.G.G এককে | S.I এককে |
---|---|---|
নিউট্রনের ভর | 1.675×10-²⁴ গ্রাম | 1.675×10-²⁷ কিলোগ্রাম |
নিউট্রনের ব্যাস | 2.4×10-¹³ সেমি | 2.4×10-¹⁵ মিটার |
নিউট্রনের আধান | শূন্য (0) | শূন্য (0) |
উঃ 1839 গুণ।
15. প্রোটনের ভর ইলেকট্রন ভরের কত গুণ?
উঃ 1837 গুণ।
16. কোন পরমাণুর কেন্দ্রে নিউট্রন নেই?
উঃ সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম (1H¹).
Important MCQ for competitive exam
1.নিউক্লিয়াসের ব্যাস কত?
উঃ 10 -¹³ cm
2. কার্বনের আইসােটোপের সংখ্যা কত?
উঃ 3
3. পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কোন পরমাণু?
উঃ ইলেকট্রন
4. কোন পরমাণু জোড়ে সর্বশেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা পৃথক ?
উঃ He ও Ne
5. ভারী জলের সংকেত কি?
উঃ D2O
6.জীবাশ্মের বয়স জানতে কোন আইসােটোপ পাওয়া যায়?
উঃ Na, H, He
7.একটি প্রােটনের ভর একটি ইলেকট্রনের ভরের চেয়ে কত গুণ বেশী?
উঃ 1837 গুণ।
8. m কক্ষ পথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে-
উঃ 18 টি
9. আয়ােডিন ও কোবাল্ট আইসােটোপ ব্যবহৃত হয়-
উঃ ক্যানসার।
10. নিয়নের আইসােটোন [3টি] কোন গুলি ?
উঃ 10Ne²⁰, 10Ne²¹, 10Ne²²
11. ইউরেনিয়ামের আইসােটোপ গুলি কি কি?
উঃ 92U²³⁵ , 92U²³⁸, 92U²³⁹
12. ইউরেনিয়ামের [U] পরমাণু ক্রমাঙ্ক কত?
উঃ 92
13. কোন মৌলটির আইসোটোপ নেই?
উঃ F
14. পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজন ভগ্নাংশ হওয়ার কারণ কি?
উঃ আইসোটোপ।
15. কোন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলে সেটি কিসে পরিণত হয়?
উঃ অ্যানায়ন
16. পরমাণুর সবচেয়ে ভারী কণার নাম কি?
উঃ নিউট্রন
17. 8C¹⁴ এ প্রোটন সংখ্যা কত?
উঃ 8