ভারতের ইতিহাসে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজাদের নামের তালিকা
ভারতের ইতিহাসে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজাদের নামের তালিকা
...
ভারতের ইতিহাসে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজাদের নাম যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা কে ছিলেন এই রকম ধরনের প্রশ্ন কোন না কোন পরীক্ষায় আসে । যে ধরনের প্রশ্ন হয়ে থাকে নিচে দেওয়া হলো-
হর্ষঙ্ক বংশ
1. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ বিম্বিসার।
2. হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ অজাত শত্রু।
3. হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে?
উঃ নাগদশক।
শিশুনাগ বংশ
4. শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ শিশুনাগ।
5. শিশুনাগ বংশের শেষ রাজা কে?
উঃ কালাশোক।
নন্দ বংশ
6. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ মহাপদ্ম নন্দ
7. নন্দ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ ধননন্দ
8. নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ ধননন্দ
মৌর্য বংশ
9. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
10. মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উঃ সম্রাট অশোক।
11. মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ বৃহদ্রথ।
কুষাণ বংশ
12. কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ কুজুল কদফিসেস।
13. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উঃ কনিষ্ক
14. কুষাণ বংশের শেষ রাজা কে?
উঃ বাসুদেব।
সাতবাহন বংশ
15. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ সিমুক।
16. সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ গৌতমীপুত্র সাতকর্ণী।
17. সাতবাহন বংশের শেষ রাজা কে?
উঃ যজ্ঞশ্রী সাতকর্ণী।
সব বংশকে একত্রিত করে তালিকায় দেয়া হল:-
nice post
nice post