মুঘল আমলের কয়েকটি ঐতিহাসিক যুদ্ধ ব্যক্তিত্ব স্মৃতিস্তম্ভ, বই ও সমাধিস্থল
মুঘল আমলের কয়েকটি ঐতিহাসিক যুদ্ধ, বিখ্যাত বই ও সমাধি স্থল
হ্যালো বন্ধুরা, মুঘল আমলের কয়েকটি ঐতিহাসিক যুদ্ধ, বিখ্যাত বই ও সমাধি স্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন সরকার চাকরিতে এসে থাকে সেই জন্যে তোমাদের সুবিধার্থে মোগল আমলের ঐতিহাসিক যুদ্ধ ব্যক্তিত্ব স্মৃতিস্তম্ভ সমাধিস্থলে তালিকা নিচে দেওয়া হয়েছে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেসব প্রশ্ন এসে থাকে যেমন-
1. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদী এর মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল যেখানে বাবর জয়লাভ করে।
2. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1556 সালে আকবরের অভিভাবক বৈরাম খানের সঙ্গে হিমুর যুদ্ধ হয়েছিল যেখানে হিমুকে পরাজিত করে।
3. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ পানিপথের তৃতীয় যুদ্ধ মুঘল আমলের সংঘটিত হয়নি। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে মারাঠা ও আফগানিস্তানের সম্রাট আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল যেখানে আহমেদ শাহ আবদালী জয়লাভ করে।
4. পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে?
উঃ যমুনা নদীর তীরে।
5. ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1529 সালে একদিকে বাবর ও অন্যদিকে আফগানিস্তানে যৌথ বাহিনী এবং বাংলার সুলতানদের সাথে ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল। যেখানে বাবর জয়লাভ করেছিল।
6. খানুয়ার যুদ্ধ কত সালে হয়? এবং খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1527 খ্রিস্টাব্দে বাবর ও মেবারের রানা সংগ্রামের সিংহের মধ্যে।
7. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?
উঃ 1576 সালে।
8. আকবরের নবরত্ন সভা কি?
উঃ সম্রাট আকবর জ্ঞানী গুণী 9 জন ব্যক্তিদের নিয়ে যে সভা তৈরি করেছিলেন তাকে বলা হয় নবরত্ন সভা। নবরত্ন সভাতে যে নয়জন ব্যক্তি ছিলেন তারা হল- আবুল ফজল, বীরবল, তানসেন, ফৈজি, টোডরমল, আব্দুর রহিম খান ই খানা, ফকির আজিয়াওউদিন, মোল্লা দো পিয়াজা, মানসিংহ।
9. মানসিংহ কে ছিলেন?
উঃ আকবরের বিশ্বস্ত সেনাপতি।
10. টোডরমল কে ছিলেন?
উঃ আকবরের রাজস্ব মন্ত্রী।
11. আবুল ফজল কে ছিলেন?
উঃ সাহিত্যিক এবং আকবরের আত্মজীবনী আকবরনামার লেখক।
12. তুজুক ই বাবরি কার লেখা?
উঃ বাবরের।
13. হুমায়ুননামা কার লেখা?
উঃ গুলবদন বেগমের যিনি সম্রাট হুমায়ুনের ভাগ্নি ছিলেন।
14. আইন-ই-আকবরী কার লেখা?
উঃ আবুল ফজলের।
15. বুলান্দ দরওয়াজা কে নির্মাণ করেন?
উঃ সম্রাট আকবর।
16. আকবরের সমাধি কোথায় অবস্থিত?
উঃ সিকান্দার, আগ্রাতে।
17. তাজমহল কে তৈরি করেন?
উঃ সম্রাট শাহজাহান।
18. তাজমহল কোথায় অবস্থিত?
উঃ তাজমহল উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত।
19. ভারতের শেষ স্বাধীন মুসলিম মুঘল শাসক কে ছিলেন?
উঃ বাহাদুর শাহ জাফর।
20. তবাকৎ ই আকবরী কার লেখা?
উঃ খাজা নিজাম উদ্দিন আহমেদ বক্স।
মোগল আমলের ঐতিহাসিক যুদ্ধ, ব্যক্তিত্ব, স্মৃতিস্তম্ভ ও সমাধিস্থলের তালিকা নিচে দেওয়া হল
মুঘল আমলের কয়েকটি ঐতিহাসিক যুদ্ধ ও তার ফলাফল | ||
---|---|---|
যুদ্ধ | খ্রিস্টাব্দ | ফলাফল |
পানিপথের প্রথম যুদ্ধ | ১৫২৬ | বাবর, ইব্রাহিম লোদীকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপন করেন |
খানুয়ার যুদ্ধ | ১৫২৭ | বাবর, মেবারের রানা সংগ্রাম সিংহ কে ও তার মিত্রদের পরাজিত করেন। |
ঘর্ঘরার যুদ্ধ | ১৫২৯ | বাবর আফগানিস্তানে যৌথ বাহিনী এবং বাংলার সুলতানদের পরাজিত করেন। |
চৌসার যুদ্ধ | ১৫৩৯ | মোগল সম্রাট হুমায়ুনকে শেরশাহ পরাজিত করেন। |
বিল্বগ্রামের বা কনৌজের যুদ্ধ | ১৫৪০ | শেরশাহ হুমায়ুনের মধ্যে হয়েছিল যেখানে হুমায়ুনকে পরাজিত করে। |
পানিপথের দ্বিতীয় যুদ্ধ | ১৫৫৬ | আকবরের অভিভাবক বৈরাম খানের সঙ্গে হিমুর যুদ্ধ হয়েছিল যেখানে হিমুকে পরাজিত করে। |
থানেশ্বর যুদ্ধ | ১৫৬৭ | আকবর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী সন্ন্যাসীদের পরাজিত করেন। |
তুকারই যুদ্ধ | ১৫৭৫ | আকবর, বাংলা এবং বিহারের সুলতানের পরাজিত করেন। |
হলদিঘাটের যুদ্ধ | ১৫৭৬ | আকবর ও মহারানা প্রতাপ সিংহের মধ্যে হয়েছিল যেখানে মহারানা প্রতাপ সিংহ পরাজিত হন |
অমৃতসরের যুদ্ধ | ১৬৩৪ | শিখ ও মুঘল সম্রাটদের মধ্যে হয়েছিল যেখানে শিখরা বিজয়ী হন। |
সামুগড়ের যুদ্ধ | ১৬৫৮ | ওরঙ্গজেব এবং মুরাদ বক্স যৌথভাবে দারা শিখোকে কে পরাজিত করেন। |
খাজোয়ার যুদ্ধ | ১৬৫৯ | শাহ সুজ্জাকে পরাজিত করেন ঔরঙ্গজেব। |
কার্নালের যুদ্ধ | ১৭৩৯ | নাদির শাহ, মুঘল সম্রাট মাহম্মদ শাহ কে পরাজিত করে ময়ূর সিংহাসন এবং কোহিনুর হীরা লুট করে। |
আকবরের নবরত্ন সভা | |
---|---|
ব্যক্তি | পারদর্শিতার বিষয় |
আবুল ফজল | সাহিত্য, আকবরের আত্মজীবনী 'আকবরনামা'র লেখক। |
বীরবল | হাস্যকৌতুক, তার আসল নাম ছিল মহেশ দাস। তিনি আকবরের সভার বিদূষক ছিলেন। |
তানসেন | তানসেন সঙ্গীতজ্ঞ ছিলেন। তার প্রকৃত নাম ছিল রামতনু পান্ডে।তিনি 'মিয়ান কি মালহার', 'মিয়ান কি টোডি' এবং 'দরবারি কানাডা'- এই রাগের উদ্ভাবন করেন |
ফৈজি | সাহিত্য, ফৈজি 'পঞ্চতন্ত্র', 'রামায়ণ' এবং 'মহাভারত' পার্সিতে অনুবাদ করেছিলেন। |
টোডরমল | রাজস্ব মন্ত্রী, তিনি উন্নত ওজন, পরিমাপ, রাজস্ব কর্মচারী চালু করেন। |
আব্দুল রহিম খান ই খানা (অপর নাম খানজাদা মির্জা খান) |
হিন্দি কবিতা ও জ্যোতিষশাস্ত্রবিদ ছিলেন ও তিনি আকবরের অভিভাবক বৈরাম খানের পুত্র ছিলেন এবং তিনি দোহে এর শ্লোকের জন্য বিখ্যাত। |
ফকির আজিয়াও- দিন | ধর্মীয় ব্যাপারে মুখ্য উপদেষ্টা। তার উপদেশ আকবর সম্মানের সঙ্গে গ্রহণ করতেন। |
মোল্লা দো-পিয়াজা | আকবরের দরবারে বুদ্ধিমান উপদেষ্টা হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। |
মান সিংহ | যোদ্ধা, তিনি আকবরের বিশ্বস্ত সেনাপ্রধান ছিলেন। তিনি উড়িষ্যা অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। |
মুঘল আমলের কয়েকটি বইয়ের লেখক | |||
---|---|---|---|
বইয়ের নাম | লেখক | বিষয় /ঐতিহাসিক গুরুত্ব | ভাষা |
তুজুক - ই - বাবরি | বাবর | বাবরের আত্মজীবনী ও বাবরের বিভিন্ন সামরিক কৌশল ও প্রশাসনিক সংস্থার বিষয়ে বর্ণনা | তুর্কি ভাষায়, ও পরে আব্দুল রহিম খান ই খান্না পার্সিতে অনুবাদ করেন। |
হুমায়ুননামা | গুলবদন বেগম (হুমায়ুনের ভাগ্নী) |
হুমায়ুনের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা রয়েছে। | পার্সি ভাষায়। |
আকবরনামা/ আইন-ই-আকবর | আবুল ফজল | আকবরের রাজত্বকাল সম্পর্কে ধারণা। | পার্সি ভাষায় |
তুজক ই জাহাঙ্গীরি | জাহাঙ্গীর | জাহাঙ্গীরের আত্মজীবনী/রাজত্বকাল। | পার্সি ভাষায়। |
শাহজাহান নামা | ইনায়েৎ খান | মুঘল সম্রাট শাহজাহানের কাজের ঘটনাপঞ্জি বর্ণনা রয়েছে। | ফারসি ভাষাতে। |
পাদশাহনামা | আব্দুল হামিদ লাহোরী | শাহজাহানের রাজত্বকাল এর ইতিহাস সম্পর্কে। | পার্সিতে |
আলমগীর নামা | মির্জা মহম্মদ কাজিন | ওরঙ্গজেব এর রাজত্বকালে প্রথম দশকের বর্ণনা রয়েছে। | ফারসি বা পার্সি ভাষাতে। |
তবাকৎ- ই- আকবরী | খাজা নিজামউদ্দিন আহমেদ বক্স | আকবরের রাজত্বকাল সম্পর্কে ধারণা। | ফারসি ভাষাতে |
তারিখ-ই- আকবরী | আবুল ফজল | আকবরের রাজত্বের ইতিহাস সম্পর্কে। | ফারসি ভাষাতে। |
স্মৃতিস্তম্ভ | নির্মাণ | অবস্থান |
---|---|---|
হুমায়ুনের সমাধি | আকবর | দিল্লি |
বুলন্দ দরায়াজা | আকবর | ফতেপুর সিক্রি |
শালিমার বাগ | জাহাঙ্গীর | শ্রীনগর |
আকবরের সমাধি | শুরু করেন আকবর এবং শেষ করে জাহাঙ্গীর। | সিকান্দার, আগ্রা |
ইতামাদ-উদ-দুল্লাহর এর সমাধি | নুরজাহান | আগ্রা |
জাহাঙ্গীরের সমাধি | শাহজাহান | শাহদারা বাগ, লাহোর |
তাজমহল | শাহজাহান | আগ্রা |
রেড ফোর্ট | শাহজাহান | দিল্লি |
শালিমার বাগান | শাহজাহান | লাহোর |
বিবি কা মুকবারা | আজম শাহ | ঔরঙ্গবাদ |
সেলিম চিশতির সমাধি | আকবর | ফতেপুর সিক্রি |
মুঘল আমলে কয়েকটি সমাধিস্থল | ||
---|---|---|
সম্রাট/ রাজা /ব্যক্তি | সমাধিস্থলের অবস্থান | রাজ্য /দেশ |
বাবর | কাবুল | আফগানিস্থান |
আকবর | সিকান্দারা | উত্তর প্রদেশ |
জাহাঙ্গীর | লাহোর | পাকিস্তান |
নুরজাহান | সহোদরা বাগ, লাহোর | পাকিস্তান |
মমতাজ, শাহজাহান | আগ্রা (তাজমহল) | উত্তর প্রদেশ |
ঔরঙ্গজেব | খুলদাবাদ, ঔরঙ্গাবাদ | উত্তর প্রদেশ |
বাহাদুর শাহ জাফর (ভারতের শেষ স্বাধীন মুসলিম মুঘল শাসক) |
রেঙ্গুন বা ইয়াঙ্গুন | মায়ানমার |
তানসেন (আকবরের সভাসদ) | গোয়ালিওর | মধ্যপ্রদেশ |
Very
good