পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু তথ্য


  ••••পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগণ••••
ডঃ প্রফুল্ল চন্দ্র ঘােষ (১৯৪৭-৪৮)।
ডঃ বিধানচন্দ্র রায় (১৯৪৮-১৯৬২)
প্রফুল্লচন্দ্র সেন (১৯৬২-৬৭)।
অজয়মার মুখার্জী (১৯৬৭)
ডঃ প্রফুল্ল চন্দ্র ঘােষ (১৯৬৭-৬৮)
অজয় কুমার মুখার্জী (১৯৬৯-১৯৭১)
সিদ্ধার্থশঙ্কর রায় (১৯৭২-৭৭)
জ্যোতি বসু (১৯৭৭-২০০০)
বুদ্ধদেব ভট্টাচার্য (২০০০-২০১১)
মমতা বন্দ্যোপাধ্যায় (২০১১–বর্তমান)

        •••• পশ্চিমবঙ্গের পরিচিতি ••••
অবস্থানঃ পশ্চিমবঙ্গ আয়তনের দিক থেকে ভারতের ২৮টি অঙ্গরাজ্যের মধ্যে দ্বাদশ স্থানের অধিকারী। জনসংখ্যার দিক থেকে চতুর্থ স্থান অধিকার করে আছে।
রাজধানীঃ কলকাতা।
পশ্চিমবঙ্গের আয়তনঃ ৮৮,৭৫২ বর্গকিমি।
জনসংখ্যাঃ ৯,১২,৭৬,১১৫ জন (২০১১-এর জনগণনা অনুযায়ী)।
জনসংখ্যার ঘনত্বঃ ১০২৮ প্রতি বর্গকিমিতে।
আয়তনের দিক থেকে ভারতের মধ্যে স্থানঃ দ্বাদশ ।
জনসংখ্যার দিক থেকে ভারতের মধ্যে স্থানঃ চতুর্থ।
শিক্ষার হারঃ ৭৭.০৮%।
পুরুষঃ ৮১.৬৯%।
মহিলাঃ ৭০.৫৪%।
জেলাঃ ২৫।
প্রধান কৃষিজ ফসলঃ ধান, পাট, চা, ইক্ষু।
লৌহ-ইস্পাত কারখানাঃ দুর্গাপুর, বার্নপুর, কুলটি।
বন্দরঃ কলকাতা ও হলদিয়া।
তাপবিদ্যুৎ কেন্দ্রঃ ফারাক্কা, কোলাঘাট, ব্যান্ডেল।
প্রধান বিচারালয়ঃ  হাইকোর্ট (কলকাতা)।
প্রধান বনভূমিঃ সুন্দরবন।

          •• পশ্চিমবঙ্গের জাতীয় বিষয়সমূহ ••
পশ্চিমবঙ্গের জাতীয় পশুঃ মেছোবাঘ (Prionailurus viverrinus)
পশ্চিমবঙ্গের জাতীয় পাখিঃ ধলাগলা মাছরাঙ্গা (Halcyon smynensis)
পশ্চিমবঙ্গের জাতীয় ফুলঃ শিউলি ফুল (Nyctanthes arbortristis)
পশ্চিমবঙ্গের জাতীয় গাছঃ ছাতিম ( Alstonia scholaris)

              •• পশ্চিমবঙ্গের খুঁটিনাটি ••
প্রঃ কোন্ জেলা ভারতের গ্লাসগাে নামে পরিচিত?
উঃ হাওড়া জেলা।
প্রঃ কলকাতার কোথায় চিড়িয়াখানা আছে?
উঃ আলিপুরে।
প্রঃ শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ ও উচ্চতা কত?
উঃ স্যার ডেভিড অক্টোরলেনির। উচ্চতা ১৬৫ ফুট।
প্রঃ আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত?
উঃ মালদহ।
প্রঃ পুরুলিয়া জেলার বিখ্যাত নাচের নাম কী ?
উঃ ছৌ-নৃত্য।
প্রঃ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ?
উঃ সান্দাকফু (৩৬৩০ মি.)।
প্রঃ জলপাইগুড়ি জেলার দুটি অভয়ারণ্যের নাম কী ?
উঃ গরুমারা ও জলদাপাড়া।
প্রঃ শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত?
উঃ বাঁকুড়া জেলায়।
প্রঃ মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত?
উঃ বীরভূম জেলার দুবরাজপুরে।
প্রঃ কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় ?
উঃ ১৮৬২ সালে।
প্রঃ পার্ক স্ট্রীটের বর্তমান নাম কী ?
উঃ মাদার টেরেজা সরণী।
প্রঃ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কী ?
উঃ কলকাতা।
প্রঃ শহরের রাজপ্রাসাদ' বলা হয় কোন জায়গাকে?
উঃ হালি শহরকে (উত্তর ২৪ পরগনা)।
প্রঃ ফারাক্কা বাঁধ কোন জেলায় অবস্থিত?
উঃ মুর্শিদাবাদ।
প্রঃ পুরুলিয়ায় অবস্থিত দুটো পাহাড়ের নাম লেখাে।
উঃ অযােধ্যা পাহাড় (৬৫০ মি.), গােগাবুরু পাহাড় (২,২২০ ফুট)।
প্রঃ কলকাতার পাতাল রেল কবে চালু হয়?
উঃ ১৯৮৪ সালে।
প্রঃ পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উঃ ঈশ্বরচন্দ্র জালান।
প্রঃ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উঃ ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ (১৯৪৭-১৯৪৮)
প্রঃ পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর এর নাম কি?
উঃ চক্রবর্তী রাজাগোপালাচারী।
প্রঃ পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচন কমিশনারের নাম কী ?
উঃ সুকুমার সেন।।
প্রঃ পশ্চিমবঙ্গের প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন?
উঃ ডঃ বিধানচন্দ্র রায়।
প্রঃ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কী ?
উঃ পদ্মজা নাইডু।।
প্রঃ পশ্চিমবঙ্গে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ?
উঃ সমাচার দর্পণ।
প্রঃ পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কী ?
উঃ পুরুলিয়া।।
প্রঃ কলকাতায় প্রথম ব্লাড ব্যাঙ্ক (১৯৩৯) কে
স্থাপন করেছিলেন?
উঃ উপেন্দ্ৰ ব্ৰত্মচারী।
প্রঃ পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম মহিলা ডেপুটি স্পিকারের নাম কী ?
উঃ সােনালী গুহ।
প্রঃ পশ্চিমবঙ্গে বর্তমান রাজ্যপালের নাম কী ?
উঃ জগদীপ ধনকড়।
প্রঃ প্রথম কোন্ বাঙালী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?
উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৯৬৬)।

 ••• পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়ে প্রথম পুরুষ •••
রাজ্যপালঃ চক্রবর্তী রাজাগােপালচারী
মুখ্যমন্ত্রীঃ ডঃ প্রফুল্ল চন্দ্র ঘােষ
শেরিফঃ দিগম্বর মিত্র
নির্বাচন কমিশনারঃ সুকুমার সেন
কংগ্রেস সভাপতিঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্র পুরস্কার প্রাপকঃ নীহাররঞ্জন গুপ্ত
ভারতরত্ন প্রাপকঃ ডঃ বিধানচন্দ্র রায়
জ্ঞানপীঠ ও আকাদেমী পুরস্কারঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ম্যাগসেসে পুরস্কারঃ অমিতাভ চৌধুরী
নােবল পুরস্কারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
বিলাত যাত্রীঃ রাজা রামমােহন রায়
সংস্কৃত কলেজের অধ্যক্ষঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ইংলিশ চ্যানেল অতিক্রমকারীঃ মিহির সেন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালকঃ সত্যজিৎ রায়

 ••• বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙলি (মহিলা)•••
জ্ঞানপীঠ পুরস্কারঃ আশাপূর্ণা দেবী (১৯৭৬)
রাজ্যপাল ও কংগ্রেস সভাপতিঃ সরােজিনী নাইডু
মুখ্যমন্ত্রী ও লােকসভার সদস্যাঃ সুচেতা কৃপালিনী
প্রথম বাঙালি মহিলা রাজ্যপালঃ সরােজিনী নাইডু
এম. এ. পাসঃ কামিনী রায়
গ্র্যাজুয়েটঃ চন্দ্রমুখী বসু, কাদম্বিনী গাঙ্গুলী।
লেনিন শান্তি পুরস্কারঃ অরুণা আসফ আলি
প্রথম বাঙালি মহিলা শহীদঃ প্রীতিলতা ওয়েদ্দেদার ।
সাঁতারে ইংলিশ চ্যানেল অতিক্রমকারীঃ আরতি সাহা।
আই. এ. এসঃ রমা মজুমদার
বিশ্বসুন্দরীঃ সুস্মিতা সেন।
ইঞ্জিনিয়ারঃ ইলা মজুমদার
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলােঃ সরলা রায়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url