ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম জানা-অজানা কিছু তথ্য

 ভারতের বৃহত্তম যা কিছু

১.ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?
উত্তরঃ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনস (হাওড়া /পশ্চিমবঙ্গ)।
২. ভারতের বৃহত্তম গির্জার নাম কি?
উত্তরঃ ক্যাভালরি টেম্পল ক্যাথিড্রাল (গোয়া অবস্থিত)।
৩. ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি?
উত্তরঃ গোল গম্বুজ (বিজাপুর/কর্ণাটক)।
৪. ভারতের বৃহত্তম গুহা কোনটি?
উত্তরঃ ইলোরা (মহারাষ্ট্র অবস্থিত)।
৫. ভারতের বৃহত্তম গুহা মন্দিরের নাম কি?
উত্তরঃ অমরনাথ গুহা, এটি জম্বু ও কাশ্মীর অবস্থিত।
৬. ভারতের বৃহত্তম ঘন্টা কোথায় রয়েছে?
উত্তরঃ উড়িষ্যা ঢেংকানলে অষ্টধাতুর ঘন্টাটি ভারতের বৃহত্তম ঘন্টা।
৭. ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি?
উত্তরঃ জুলজিক্যাল গার্ডেনস, এটি কলকাতায় অবস্থিত 1 মে 1876 খ্রিস্টাব্দে প্রথম প্রদর্শন হয়। 46.5 একটা জায়গার ওপর এর অবস্থান।
৮. ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি?
উত্তরঃ ন্যাপথা-ঝাকরি ( হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত)
৯. ভারতের বৃহত্তম বাণিজ্যিক জাহাজের নাম কি?
উত্তরঃ হর্ষবর্ধন।
১০. ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি?
উত্তরঃ ইন্ডিয়ান মিউজিয়াম, এটি 1814 খ্রিস্টাব্দে কলকাতায় স্থাপিত হয়।
১১. বিশ্বের বৃহত্তম ডাকব্যবস্থা কোথায় রয়েছে?
উত্তরঃ ভারতের।
১২. ভারতের বৃহত্তম গুরুদ্বারা কোনটি?
উত্তরঃ অমৃতসরের স্বর্ণমন্দির, এটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত।
১৩. ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি?
উত্তরঃ বিড়লা প্লানেটরিয়াম , এটি 2 জুলাই 1963 খ্রিস্টাব্দে কলকাতায় স্থাপিত হয়।
১৪. ভারতের বৃহত্তম তৈল খনি কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাই হাই (মুম্বাই)
১৫. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ জামনগর, (এটি গুজরাট রাজ্যের কোয়ালির জামনগরে অবস্থিত)।
১৬. ভারতের বৃহত্তম বিমানবাহী জাহাজের নাম কি?
উত্তরঃ আইএনএস ভিক্রান্ত।
১৭. ভারতের বৃহত্তম যুদ্ধ জাহাজ কোনটি?
উত্তরঃ আইএনএস দিল্লি।
১৮. ভারতের বৃহত্তম ব-দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবন ব-দ্বীপ অঞ্চল, এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এটি অবস্থিত 75,000 বর্গ কমি নিয়ে বিস্তৃত। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ দ্বারা নির্মিত।
১৯. ভারতের বৃহত্তম বাঁধ কোনটি?
উত্তরঃ হিরাকুদ বাঁধ ( ওড়িশা )
২০. ভারতের বৃহত্তম বিদ্যালয় কোনটি?
উত্তরঃ সিটি মন্টেসরি স্কুল , এটি উত্তরপ্রদেশ রাজ্যের লখনও তে অবস্থিত। এই স্কুলের ছাত্রের আসন সংখ্যা 39,437 জন ও  শিক্ষক 2500 জন।
২১. ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তরঃ থর মরুভূমি, রাজস্থানে অবস্থিত এটির আয়তন 200000 বর্গ কিমি ।
২২. ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
উত্তরঃ দাক্ষিণাত্য মালভূমি (দক্ষিণ ভারতে অবস্থিত)।
২৩. ভারতের বৃহত্তম সংশোধনাগার কোনটি?
উত্তরঃ দিল্লির তিহার জেল।
২৪.ভারতের বৃহত্তম ক্যান্টিলিভার সেতুর নাম কি?
উত্তরঃ হাওড়া ব্রিজ, কলকাতা অবস্থিত এটি দীর্ঘ 2153 ফুট বা 457 মিটার।
২৫. ভারতের বৃহত্তম স্তুপ কোনটি?
উত্তরঃ গ্রেট স্তুপ (সাঁচি /মধ্যপ্রদেশ)
২৬.ভারতের বৃহত্তম মিঠা জলের ও  নোনা জলের হ্রদ কোনটি?
উত্তরঃ উলার হ্রদ হল মিঠা জলের হ্রদ, এটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত;
নোনা জলের হ্রদ - চিল্কা হ্রদ, এটি উড়িষ্যায় অবস্থিত।
২৭. ভারতের বৃহত্তম হাসপাতালের নাম কি?
উত্তরঃ বি জে মেডিকেল হাসপাতাল , এটি গুজরাট রাজ্যের আমেদাবাদ অবস্থিত।
২৮. ভারতের বৃহত্তম কার্ডিয়াক হাসপাতালের নাম কি?
উত্তরঃ এস্কর্টস হার্ট ইনস্টিটিউট, এটি নিউ দিল্লি অবস্থিত।
২৯. ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি?
উত্তরঃ ভিক্টোরিয়া টার্মিনাস বা ভিটি  (মুম্বই অবস্থিত)।
৩০. ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি?
উত্তরঃ ন্যাশনাল লাইব্রেরি (কলকাতা)।
৩১. ভারতের বৃহত্তম সমাধি সৌধ কোনটি?
উত্তরঃ তাজমহল (আগ্রা, উত্তর প্রদেশ)।
৩২. ভারতের বৃহত্তম অডিটোরিয়ামের নাম কি?
উত্তরঃ শ্রী সম্মুখানন্দ হল (মুম্বাই ,মহারাষ্ট্র)।
৩৩. পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি?
উত্তরঃ মাজুলী দ্বীপ।
৩৪. এশিয়ার বৃহত্তম ফুলের বাজার কোনটি?
উত্তরঃ মল্লিক হাট, এটি অবস্থিত পশ্চিমবঙ্গের হাওড়াতে।

ভারতের উচ্চতম যা কিছু

১. ভারতের উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি?
উত্তরঃ রংটং জলবিদ্যুৎ প্রকল্প, এটি হিমাচল প্রদেশের কিন্নাউর জেলায় অবস্থিত।
২. ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি?
উত্তরঃ গডউইন অস্টিন বা K2 , উচ্চতা ৮৬১১ মিটার উচ্চতা এটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত। 
* কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ ভারতের মূল ভূখণ্ডের অবস্থিত এর উচ্চতা ৮৫৯৮ মিটার।
৩. ভারতের উচ্চতম মিনার কোনটি?
উত্তরঃ কুতুব মিনার (৮৮.৪ মিটার উচ্চতা)
৪. ভারতের উচ্চতম মূর্তি কোনটি?
উত্তরঃ স্ট্যাচু অব ইউনিটি (এটি ভারত তথা বিশ্বের ও উচ্চতম মূর্তি ১৮২ মিটার উচ্চতা সরদার বল্লভ ভাই প্যাটেল এর অনুকরণে করা হয়েছে ২ হাজার ৯৯০ কোটি টাকা খরচ করে।এই মূর্তিটির নকশা তৈরি করেছেন পদ্মভূষণ প্রাপ্ত স্থপতি রাম ভি সূতর।
৫. ভারতের উচ্চতম গেটওয়ে কোনটি?
উত্তরঃ ফতেপুর সিক্রির 'বুলন্দ দরওয়াজা' (আগ্রা) উচ্চতা ১৭৫ ফুট, এটি ১৬০১ খ্রিস্টাব্দে আকবর  নির্মিত করে। গুজরাট বিজয়ের স্মারক স্বরূপ এটি নির্মাণ করেন।
৬. ভারতের উচ্চতম বাঁধ কোনটি?
উত্তরঃ তেহরি বাঁধ, এর উচ্চতা ২৬০.৫ মিটার এটি ২০০৬ সালে উত্তরাখণ্ডের গোড়োয়াল জেলায় ভাগীরথী নদীর ওপর নির্মিত হয়েছে।
৭. ভারতের উচ্চতম ধাতুনির্মিত স্তম্ভ কোনটি?
উত্তরঃ অশোক স্তম্ভ।
৮. ভারতের উচ্চতম গিরিপথ কোনটি?
উত্তরঃ কার্গিল (জম্বু ও কাশ্মীর)।
৯. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তরঃ গারসোপ্পা জলপ্রপাত, এটির উচ্চতা ২৯২ মিটার এটি কর্নাটকে অবস্থিত।
১০. ভারতের উচ্চতম পোলিং বুথ কোনটি?
উত্তরঃ হিক্কিম (অবস্থিত হিমাচল প্রদেশে উচ্চতা ৫০০০ ফুট)।
১১. ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি?
উত্তরঃ ঘুম (দার্জিলিংয়ে অবস্থিত এর উচ্চতা ২২৫৮ মিটার)।
১২. ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি?
উত্তরঃ লে বিমানবন্দর, ৩২৫৬ মিটার উঁচুতে লাদাখে অবস্থিত।
১৩. ভারতের উচ্চতম সড়ক কোনটি?
উত্তরঃ খারডুংলা রোড, এটি জম্মু ও কাশ্মীরের লে- মানালি অঞ্চলে ৫৬০২ মিটার উঁচুতে অবস্থিত।

ভারতের দীর্ঘতম যা কিছু

১. ভারতের দীর্ঘতম খাল কোনটি?
উত্তরঃ ইন্দিরা গন্ধি ক্যানাল বা রাজস্থান ক্যানাল, এটি ৯৫৯ কিমি দীর্ঘ।
২. ভারতের দীর্ঘতম চিমনি কোনটি?
উত্তরঃ তালচের (৯১০.২ ফুট দীর্ঘ উড়িষ্যায় অবস্থিত)।
৩. ভারতের দীর্ঘতম টেলি সিরিয়ালের নাম কি?
উত্তরঃ 'হামলোগ' এটিতে ১৫৬ টি পর্ব রয়েছে।
৪. ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ গঙ্গা নদী, এটি ২৫১০ কিমি দীর্ঘ।
৫. ভারতের দীর্ঘতম প্রাচীর কোনটি?
উত্তরঃ মেবার(রাজস্থান) এটি ৩৮.৫ কিমি দীর্ঘ।
৬. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি?
উত্তরঃ হিরাকুদ বাঁধ, এটির দৈর্ঘ্য ৪৮০১ মিটার ওডিশা মহানদীর উপর নির্মিত।
৭. ভারতের দীর্ঘতম বারান্দা কোনটি?
উত্তরঃ রামনাথ স্বামীর মন্দিরের বারান্দা (রামেশ্বরম/তামিলনাড়ু) এটির ১২২০ মিটার দৈর্ঘ্য।
৮. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
উত্তরঃ NH-44, 3745 কিমি দীর্ঘ । শ্রীনগর (জম্বু ও কাশ্মীর) থেকে কন্যাকুমারী (তামিলনাড়ু) পর্যন্ত রয়েছে।
৯. ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি?
উত্তরঃ মেরিনা বিচ, এটি চেন্নাইয়ের বঙ্গোপসাগরের উপকূলে ১৩ দীর্ঘ নিয়ে সমুদ্র সৈকত।
১০. ভারতের দীর্ঘতম সুরঙ্গ কোনটি?
উত্তরঃ জওহর টানেল, এটি জম্মু ও কাশ্মীরের বানিহাল পাসে অবস্থিত।
১১. ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি?
উত্তরঃ রাজীব গান্ধী সেতু, এটি ৫.৬ কিমি দীর্ঘ মুম্বাইয়ের বান্দ্রা-ওরলিতে অবস্থিত। 
১২. ভারতের দীর্ঘতম কেবল ব্রিজ কোনটি?
উত্তরঃ বিদ্যাসাগর সেতু, এটি ২৭০০ ফুট দীর্ঘ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত।
১৩. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
উত্তরঃ কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ, এটি অবস্থিত ইন্দো পাক সীমানায় ৭৫.৬ কিমি লম্বা, ২-৪ কিমি চওড়া।


Next Post Previous Post
2 Comments
  • Arman Hossain
    Arman Hossain September 23, 2022 at 3:35 PM

    ধন্যবাদ ভারত সম্পর্কে অসেক কিছু জানলাম

  • ExamOne
    ExamOne August 4, 2023 at 4:05 PM

    ভূগোলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় , এবং সব সময় ওয়েবসাইটে আপডেট করা হয়ে ওঠে না। যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও, সাথে সাথে আপডেট করে দেবো

Add Comment
comment url