বিশ্বের ও ভারতের প্রথম মহিলা, পুরুষ ও অন্যান্য কিছু
বিশ্বের প্রথম ব্যক্তিগণ
১.বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ শ্রীমাভাে বন্দরনায়েক।
২. আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম কি ?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন
৩. ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ রবার্ট ওয়ালপল
৪. বিশ্বের প্রথম মহাকাশ পর্যটকের নাম কি?
উত্তর: ডেনিস টিটো (যুক্তরাষ্ট্র)
৫. জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর: ট্রাইগভে লাই (নরওয়ে)
৬. পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তর : ইস্কান্দার মির্জা
৭. বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি?
উত্তর: মারিয়া ইসাবেল পেরন (আর্জেন্টিনা)।
৮. চাঁদে প্রথম কে পা রাখেন ?
উত্তর : নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স
৯. বিশ্বের প্রথম মুসলিম নভােচারীর নাম কি?
উত্তর: সৌদি শাহজাদা সুলতান সালমান ইবনে আবদুল আজিজ।
১০. বিশ্বের প্রথম নােবেল বিজয়ী মুসলমানের নাম কি?
উত্তর : আনােয়ার সাদাত (মিশর)
১১.ভারতের প্রথম প্রধানমন্ত্রী নাম কি?
উত্তর : জওহরলাল নেহেরু
১২. ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : ড. জাকির হােসেন।
১৩. কে সর্বপ্রথম আটলান্টিক পাড়ি দেয়?
উত্তর : Benoit Lecomte, ফ্রান্স।
১৪. প্রথম পুরুষ টেষ্টটিউব বেবী : এলিষ্ট (alist) ম্যাকডােনাল্ড
১৫. এশিয়ার প্রথম নােবেল বিজয়ী কে ছিলেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৬. মহাকশে গমনকারী প্রথম পুরুষ কে ছিলেন?
উত্তর : ইউরি গ্যাগারিন
১৭. বিশ্বের প্রথম এভারেষ্ট বিজয়ী প্রতিবন্ধীর নাম কি?
উত্তর : উত্তম হােয়ে টেকার (আমেরিকা)।
১৮. বিশ্বের প্রথম এভারেষ্ট বিজয়ীর নাম কি?
উত্তর :এডমন্ড হিলারি (নিউজিল্যান্ড) এবং তেনজিং নোরগে (নেপাল)।
১৯.ভারতে আগমনকারী প্রথম চীনা পরিব্রাজকের নাম কি?
উত্তর : ফা হিয়েন।
২০.বিশ্বের প্রথম মহাশূন্যে বিয়ে কাদের মধ্যে হয়েছিল?
উত্তর : রাশিয়ার নভোচারী ইউরি মালেনচেষ্কা ও মার্কিন নারী ইয়েকাতেনিয়া।
২১. বিশ্বের প্রথম অক্সিজেন ছাড়া এভারেষ্টে জয়ীর নাম কি?
উত্তর : পিটার হাবেলার ও রেইন হোল্ট নেসনা।
২২.প্রথম ইউরোপীয় ভারতে আক্রমণকারী কে ছিলেন?
উত্তর : আলেকজান্ডার।
২৩.ইউরোপে প্রথম চীনা পরিব্রাজকের নাম কি?
উত্তর: মার্কো পোলো।
২৪. পৃথিবীর প্রথম মহিলা মহাকাশযাত্রীর নাম কি?
উত্তর : অবিভক্ত রুশদেশের ভ্যালেন্তিনা তেরেসকোভা ১৯৬৩ খ্রিস্টাব্দের ১৬ই জুন মহাকাশ যাত্রা করেন।
বিশ্বের প্রথম কিছু
১. প্রথম চলচ্চিত্র : ১৮৯৫ সালে।
২. চলচ্চিত্র নির্মাণকারী : লুমিয়ার ব্রাদার্স
৩. বিশ্বের প্রথম বাংলা চলচ্চিত্র : বিশ্ব মঙ্গল
৪. বিশ্বের প্রথম টেষ্ট ক্রিকেটে সেঞ্চুরি : চার্লস ব্যানারম্যান (অষ্ট্রেলিয়া)
৫. প্রথম টেষ্ট ক্রিকেটে ব্যাটসম্যান : চার্লস ব্যানারম্যান (অষ্ট্রেলিয়া)
৬. প্রথম টেষ্ট ক্রিকেটে ১০ উইকেট (ইনিংসে) শিকারী : জিম লেকার (ইংল্যান্ড)
৭. প্রথম টেষ্ট ক্রিকেটের অংশগ্রহণকারী দল : অষ্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড
৮. প্রথম টেষ্ট ক্রিকেটের ভেন্যু : মেলবাের্ন (অষ্ট্রেলিয়া)
৯. প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত : উরুগুয়ে (১৯৩০)
১০. প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত : ১৯৭৫ সালে, ইংল্যান্ডে
১১. বিশ্বের প্রথম টেষ্ট ক্রিকেট বােলার : আলফ্রেশ (ইংল্যান্ড)
১২. প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত : যুক্তরাষ্ট্র (১৯৯১)
১৩. প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত : ১৮৯৬ সালে (গ্রিসে)।
১৪.প্রথম টেস্টটিউব বেবী : লুইস ব্রাউন।
১৫. প্রথম পারমাণবিক বােমা তৈরি করে : যুক্তরাষ্ট্র
১৬. প্রথম পারমানবিক বোমা হামলা : হিরোশিমা (৬ আগস্ট ১৯৪৫)
১৭. প্রথম চিড়িয়াখানা: চীনে
১৮. প্রথম মানব জিনের ক্লোন তৈরি করে : ১৯৭৮ সালে।
১৯. কৃত্রিম উপায়ে প্রথম জিন তৈরি করে : ১৯৭০ সালে।
বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা
১. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ প্রতিভা দেবী সিং পাতিল
২. স্বাধীন ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন?
উত্তরঃ মীরা কুমার।
৩. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ইন্দিরা গান্ধী।
৪. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ সুচেতা কৃপালিনী।
৫. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
উত্তর : সরােজিনী নাইডু
৬. ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতির নাম কি?
উত্তরঃ সরােজিনী নাইডু।
৭.ভারতের প্রথম মহিলা কে ছিলেন?
উত্তরঃ পাইলট ও দুর্বা ব্যানার্জী।
৮. প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে ছিলেন?
উত্তরঃ বাচেন্দ্র পাল ।
৯. ভারতের প্রথম মহিলা আই. পি. এস. অফিসার কে ছিলেন?
উত্তরঃ কিরণ বেদী
১০. ভারতের প্রথম মহিলা পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রীর নাম কি?
উত্তরঃ নার্গিস দত্ত ।
১১. ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ জয়ী লেখিকা কে ছিলেন?
উত্তরঃ আশাপূর্ণা দেবী (১৯৭৬) (প্রথম প্রতিশ্রুতি)
১২. ভারতের প্রথম মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী কে ছিলেন ?
উত্তরঃ দেবিকা রানী (১৯৬৯)
১৩. ভারতের প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন?
উত্তর : রীতা ফারিয়া।
১৪. ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স কে হয়েছিলেন?
উঃ সুস্মিতা সেন।
১৫. ভারতের প্রথম মহিলা ইংলিশ চ্যানেল জয়ী কে ছিলেন?
উত্তর : আরতি সাহা।
১৬. ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতির নাম কি?
উত্তর : আন্না চণ্ডী
১৭. ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি?
উত্তর : মীরা সাহেব ফতেমা বিবি
১৮. ভারতের প্রথম মহিলা জিব্রাল্টার বিজয়িনী কে ছিলেন?
উত্তর : আরতি প্রধান।
১৯. ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনারের নাম কি?
উত্তরঃ রমা দেবী
২০. ভারতের প্রথম মহিলা রাজ্যসভার সদস্য কে ছিলেন?
উত্তরঃ নার্গিস দত্ত।
২১. ভারতের প্রথম ভারতরত্নে ভূষিত মহিলা কে ছিলেন?
উত্তরঃ ইন্দিরা গান্ধি
২২. ভারতের প্রথম মহিলা বুকার পুরস্কার জয়ী কে ছিলেন?
উত্তরঃ তারুন্ধতী রায়।
২৩. ভারতের প্রথম মহিলা নােবল পুরস্কার বিজয়িনী কে ছিলেন?
উত্তরঃ মাদার টেরেসা।
২৪. ভারতের প্রথম মহিলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নের নাম কি?
উত্তরঃ অঞ্জু ববি জর্জ
২৫. ভারতের প্রথম মহিলা অলিম্পিক ব্রোঞ্জজয়ী ভারােত্তলকের নাম কি?
উত্তরঃ কর্ণম মালেশ্বরী।
২৬. ভারতের প্রথম মহিলা মার্চেন্ট নেভি অফিসার কে ছিলেন?
উত্তরঃ সােনালি ব্যানার্জী।
২৭. ভারতের প্রথম মহিলা ডাক্তারের নাম কি?
উত্তরঃ কদম্বিনি গঙ্গুলি।
২৮. ভারতের প্রথম মহিলা ইঞ্জিনিয়ারের নাম কি?
উত্তরঃ লীলা মজুমদার।
২৯. ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতির নাম কি?
উত্তরঃ শ্রীমতি আন্নাচান্দি ।
৩০. ভারতের প্রথম মহিলা মার্চেন্ট নেভি অফিসার কে ছিলেন?
উত্তরঃ সোনালী ব্যানার্জি।
বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ
১. ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ীর কি?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
২.প্রথম ভারতীয় আই.সি.এস পদত্যাগ কারী কে ছিলেন ?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু ।
৩. ভারতের প্রথম কংগ্রেস সভাপতির নাম কি?
উত্তরঃ উমেশ চন্দ্র বন্দপাধ্যায়।
৪. ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তর ডঃ রাজেন্দ্র প্রসাদ।
৫. ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর জহরলাল নেহেরু।
৬. ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ সরদার বল্লভ ভাই প্যাটেল।
৭. ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
৮. প্রথম শিশু পত্রিকা প্রকাশ, বিলাতযাত্রী প্রথম পুরুষের নাম কি?
উত্তর রাজা রামমোহন রায়।
৯. ভারতের প্রথম পুরুষ আই.সি.এস কে ছিলেন?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর।
১০. ভারতের প্রথম পুরুষ ব্যারিস্টারের নাম কি?
উত্তরঃ স্যার নিপেন্দ্রনাথ সরকার।
১১. ভারতীয় হাইকমিশনার ও আই সি এস পরীক্ষার প্রথম কে হয়েছিলেন?
উত্তরঃ অতুল চন্দ্র চট্টোপাধ্যায়।
১২. ভারতীয় প্রথম টেস্ট ক্রিকেট খেলোয়াড় কে ছিলেন?
উত্তরঃ রঞ্জিত সিংজী
১৩. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন?
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
১৪. ভারতের প্রথম নৌ বাহিনীর অধ্যক্ষ কে ছিলেন?
উত্তরঃ মন্মথনাথ চৌধুরী।
১৫. ভারতের প্রথম পুরুষ গ্রাজুয়েট কে ছিলেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৬. ভারতের প্রথম পুরুষ মেডিকেল গ্যাজুয়েট কে ছিলেন?
উত্তরঃ মধুসূদন গুপ্ত।
১৭.ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের শহীদ কে ছিলেন?
উত্তরঃ দামোদর হরি চাপেকার।
১৮. ভারতের প্রথম আই এম এস কে ছিলেন?
উত্তরঃ সূর্যকুমার চক্রবর্তী।
১৯. ভারতের প্রথম প্রধান স্থলবাহিনীর সেনাপতির নাম কি?
উত্তরঃ জেনারেল কে এম কারিয়াপ্পা।
২০. ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধানের নাম কি?
উত্তরঃ এয়ার মার্শাল সুব্রত ব্যানার্জি।
২১. ভারতের প্রথম নৌ বাহিনীর প্রধানের নাম কি?
উত্তরঃ আর.ডি কোঠারি।
২২. ভারতের প্রথম ইন্ডিয়ান কাউন্সিলের সদস্য কে ছিলেন?
উত্তরঃ কে.জি গুপ্ত।
২৩. ভারতের মধ্যে প্রথম ব্রিটিশ কাউন্সিলের সদস্য কে ছিলেন?
উত্তরঃ দাদাভাই নওরোজি।
২৪. ভারতের প্রথম পুরুষ বিশ্বজয়ী কুস্তিগীর এর নাম কি?
উত্তরঃ গামা।
২৫. ভারতের প্রথম এভারেস্ট উচ্চতা নির্মাণকারী কে ছিলেন?
উত্তরঃ রাধানাথ সিকদার।
২৬. ভারতের প্রথম এভারেস্ট শৃঙ্গে আরোহনকারী পুরুষের নাম কি?
উত্তরঃ তেনজিং নোরগে।
২৭. ভারতের প্রথম পুরুষ ভূ-পর্যটকের নাম কি?
উত্তরঃ রামনাথ বিশ্বাস।
২৮. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ চক্রবর্তী রাজা গোপালাচারী।
২৯. স্বাধীন ভারতের প্রথম প্রধান পুরুষ বিচারপতির নাম কি?
উত্তরঃ হীরালাল কানিয়া।
৩০. হাইকোর্টের প্রথম প্রধান পুরুষ বিচারপতির নাম কি?
উত্তরঃ রমেশ চন্দ্র মিত্র।
৩১. হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ রমাপ্রসাদ রায়।
৩২. ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন?
উত্তরঃ লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ।
৩৩. ভারতের প্রথম চলচিত্র পরিচালকের নাম কি?
উত্তরঃ দাদাসাহেব ফালকে।
৩৪. প্রথম কলকাতা কর্পোরেশনের মেয়র কে ছিলেন?
উত্তরঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস।
৩৫. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
৩৬.ভারতীয় পুরুষদের মধ্যে প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট কে ছিলেন?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৩৭. প্রথম ভারতীয় পুরুষ ইঞ্জিনিয়ার এর নাম কি?
উত্তরঃ নীলমনি মিত্র।
৩৮. প্রথম ভারতীয় লোকসভার স্পিকার কে ছিলেন?
উত্তরঃ জি.ভি মাভালংকর।
৩৯. প্রথম ভারতীয় লোকসভার ডেপুটি স্পিকারের নাম কি?
উত্তরঃ এম অনন্ত সাইয়াম।
৪০. প্রথম ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
উত্তরঃ সুকুমার সেন।