হরপ্পা বা সিন্ধু সভ্যতা (Harappan/Indus civilization)

হ্যালো, বন্ধুরা বাংলা মিডিয়াম ছাত্র ছাত্রীদের সুবিধার্থে লুসেন্ট জেনারেল নলেজ বই টি গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি বাংলাতে প্রকাশিত করা হলো
প্রথম অধ্যায়ঃ
       হরপ্পা/ সিন্ধু সভ্যতা ( 2500 BC - 1750 BC)

১. হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল ?
উত্তরঃ 1921 খ্রিস্টাব্দে।
২. সিন্ধু সভ্যতার লোকেরা সাধারণত কিসের বাড়ি ব্যবহার করত?
উত্তর: পাকা ইটের বাড়ি ।
৩. সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কি ছিল ?
উত্তর : কৃষিকাজ।
৪. সিন্ধু সভ্যতার উপত্যকায় কোনো আর্য না থাকার কারণ কি?
উত্তর: এটা ছিল শহর।
৫. মহেঞ্জোদারো কথার অর্থ কি?
উত্তর: মৃতের স্তুপ বা মৃতের পাহাড় ( Mound of Dead)
৬. সিন্ধু উপত্যকার সভ্যতা ঘরবাড়ি বিশেষত কেমন ছিল?
উত্তর: শহরের মত ।
৭. মহেঞ্জোদারো খনন কার্য করার সময় যে বিখ্যাত মেয়েটির নাচের মূর্তি পাওয়া গিয়েছিল সেটা কি দিয়ে তৈরি করা ছিল?
উত্তর : ব্রোঞ্জ দিয়ে ।
৮. ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি ছিল?
উত্তরঃ হরপ্পা শহর।
৯. সিন্ধু সভ্যতার কোন জায়গাটি জাহাজ নির্মাণের প্রমাণ দেয় ?
উত্তর: লোথাল ।
১০. হরপ্পা সভ্যতার সময়ে কোথায় উন্নত জল ব্যবস্থাপনার সন্ধান পাওয়া গিয়েছিল ?
উত্তর: ঢোলাভিরা (Dholavira)
১১. সিন্ধু সভ্যতার উপত্যকায় কোথায় উন্নত বাড়ির ভেতরে কুপের অবশেষ পাওয়া গিয়েছে?
উত্তর: মহেঞ্জোদারো ।
১২. গাজিয়াবাদ জেলার আলমগীর পুরে প্রত্নতাত্ত্বিকরা কোন সংস্কৃতির কথা উল্লেখ করেছেন?
উত্তর: বৈদিক সংস্কৃতি।
১৩. বোনানো কাপড়ের জন্য প্রথম কোথায় তুলা চাষ করা হয়েছিল ?
উত্তর: ভারতে ।
১৪. হরপ্পান সংস্কৃতিতে পাথরকাটা স্থাপত্য শিল্প কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল?
উত্তর: ঢোলাভিরা ।

অধ্যায়- সিন্ধু সভ্যতা ও পরবর্তী যুগের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
1. প্রাক ঐতিহাসিক ভারতের জনক কাকে বলা হয়?
উঃ রবার্ট ব্রুস ফুটি।
2. সিন্ধু সভ্যতা লোকেদের মূল জীবিকা কি ছিল?
উঃ কৃষিকাজ।
3. কোন শস্যের নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায় না?
উঃ আখ।
4. সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর অস্তিত্ব সম্বন্ধে কিছু জানা যায় না?
উঃ ঘোড়া।
5. সিন্ধু সভ্যতার লোকেরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো?
উঃ সোনা,রূপো, তামা , ব্রোঞ্জ
6. মানুষ কোন ধাতুর ব্যবহার সর্বপ্রথম শেখে?
উঃ তামা।
7. মানুষ কোন যুগ থেকে ফসল উৎপন্ন করতে শুরু করে?
উঃ মধ্য প্রস্তর যুগ।
8. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল?
উঃ নগর পরিকল্পনা।
9. প্রাচীন প্রস্তর যুগে মানুষের সবথেকে বড় আবিষ্কার কি ছিল?
উঃ হরপ্পা।
10. নব্য প্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার মানুষ সব থেকে বেশি ব্যবহার করত ?
উঃ তামা।
11.হরপ্পার খননকার্য থেকে প্রাপ্ত নর্তকী মূর্তি কোন ধাতুর তৈরি?
উঃ ব্রোঞ্জ।
12. গুজরাটের কোন জায়গায় হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া যায়?
উঃ কুনটাসি।
13. হরপ্পার শহর ও নগর কোন আকৃতিতে বিভক্ত ছিল?
উঃ আয়তাকার
14. কোন ষাঁড়ের ছবি সম্বলিত শিলমোহর পাওয়া গেছে?
উঃ মহেঞ্জোদারো।
15. ভারতবর্ষের প্রাচীন ইতিহাস জানার জন্য কোনটিকে সেরা উৎস হিসেবে বলা যায়?
উঃ লিপি।
16. হরপ্পা সভ্যতার বেশিরভাগ যন্ত্রপাতি এবং অস্ত্রপাতি কি দিয়ে তৈরি হতো?
উঃ তামা টিন এবং ব্রোঞ্জ।
17. মহেঞ্জোদারো সভ্যতার অপর নাম কি?
উঃ মৃতদের উপত্যকা।
18. কোথায় প্রথম ধাতব যন্ত্রে ব্যবহার হয় ?
উঃ জঙ্গল অপসারণে।
19. সিন্ধু সভ্যতায় কোথায় বিশাল পুকুর আবিষ্কৃত হয়েছিল ?
উঃ মহেঞ্জোদাড়ো।
20. হিন্দুত্ববাদের কোন দিকটা সিন্ধু সভ্যতার সময় চর্চা হতো?
উঃ শিব আরাধনা।
21. সিন্ধু সভ্যতার লিপি কি ভাষায় লেখা ছিল?
উঃ পাঠোদ্ধার করা যায়নি।
22. সিন্ধু সভ্যতার কোন শহরটি জল প্রকল্পের জন্য বিখ্যাত ?
উঃ মহেঞ্জোদারো।
23. হরপ্পা সভ্যতার কোন স্থানটি ইরান সীমান্তের কাছাকাছি অবস্থিত?
উঃ সুকটজেন্দর।
24. হরপ্পা সভ্যতার কোন অঞ্চল থেকে খননকার্য করে এক টুকরো কাপড় পাওয়া গেছে?
উঃ মহেঞ্জোদারো।
25. প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি?
উঃ ভেড়া।
26. হরপ্পার কোথায় ধান উৎপন্ন হত ?
উঃ লোথাল।
27. সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?
উঃ 1922 খ্রিস্টাব্দে।
28. সিন্ধু সভ্যতায় কোন প্রাণীর অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না?
উঃ ঘোড়া।
29. হরপ্পা সভ্যতায় ব্যবহৃত তামার ভাগ কোথা থেকে পাওয়া যেত?
উঃ ক্ষেত্রী খনি।
30. কোন প্রাণীর প্রতিকৃতি হরপ্পা সভ্যতার বেশিরভাগ সিলমোহরে ব্যবহৃত হয়েছে?
উঃ কুজহীন ষাঁড় বা ইউনিকর্ন।
31. হরপ্পা সভ্যতার নিদর্শন কোন নদীর তীরে পাওয়া গিয়েছিল?
উঃ সিন্ধু।
32. হরপ্পার কোথায় বন্দর ছিল ?
উঃ লোথালে।
33. মধ্য প্রস্তর যুগীয় সময়ে গুহাচিত্র গুলি কোন প্রাণীর প্রতিকৃতি সবচেয়ে বেশি দেখা যায়?
উঃ হরিণের।
34. সিন্ধু সভ্যতার যুগে ওজন ও পরিমাণের জন্য কোন সংখ্যাটি সচরাচর ব্যবহৃত করা হতো?
উঃ 16
35. হরপ্পায় সিলমোহরে বা টেরাকোটা শিল্পের কোন প্রাণীর ছবি দেখা যায় না?
উঃ গরু।
36. মহেঞ্জোদারো সভ্যতা কোন দেবমূর্তি তিনটি মাথা একশিং এর অস্তিত্ব রয়েছে ?
উঃ পশুপতি বা আদিশিব।
37. সিন্ধু সভ্যতার বিশাল শস্যভান্ডারটি কোথায় অবস্থিত হয়?
উঃ মহেঞ্জোদারো।
38. প্রথম কোথা থেকে সিন্ধু সভ্যতা সম্বন্ধে জানা যায়?
উঃ খননকার্য থেকে।
39. হরপ্পার কোথায় ঘোড়ার নিদর্শন পাওয়া যায়?
উঃ মিশরে।
40. কোন প্রত্নতত্ত্ববিদ মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করেন?
উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
41. কলিবঙ্গান কে আবিষ্কার করেন?
উঃ অমলা নন্দ ঘোষ।
42. লোথাল কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?
উঃ 1957 খ্রিস্টাব্দে।
43. বনওয়ালি এর আবিষ্কারক কে ছিলেন?
উঃ ফজল আহমেদ খান।
44. কোন অঞ্চলটি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় দ্বারা আবিষ্কৃত হয়?
উঃ আলমগীর পুর।
45. নাঙলের ব্যবহার সর্বপ্রথম কোথায় পাওয়া যায়?
উঃ কলিবঙ্গান।
হরপ্পা সভ্যতা থেকে মক টেস্ট দিতে নিচে ক্লিক করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url